নেত্রকোনা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নির্যাতিত মানুষের প্রাণের মানুষ “আহমদ হোসেন”

  • আপডেট : ০২:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • ৯৯

২৮ নভেম্বর ২০২৩ তারিখ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নের চিঠি নিয়ে নির্বাচনী এলাকা ১৬১-নেত্রকোনা-৫ এর প্রার্থী জনাব আহমদ হোসেনকে বহনকারী গাড়িটি নির্বাচনী এলাকার প্রবেশদ্বারে হাজারো মানুষের ভিড়ে আটকে যায়।

আহমদ হোসেনকে একনজর এভাবে দেখার জন্য পুর্বধলার মানুষ বহুনির্বাচন মনোনয়ন মৌসুম অপেক্ষা করেছে অবশেষে সকল পথপরিক্রমার অবসান ঘটিয়ে সেটির পুর্ণতার সীমায় পৌঁছে গিয়ে আজ সকলেই সিক্ত।

পুর্বধলার প্রবেশপথটির শুরু থেকেই নির্বাচনী এলাকার মানুষ এবং মানুষকে বহনকারী গাড়ির বহরে শ্যামগন্জ থেকে বিরিশিরি রাস্তায় পুরো এলাকায় ব্যাপক যানজটের সুষ্টি হয়।রাস্তার দু’পাশে দাড়িয়ে মানুষগুলোর উল্লাসের বিকাশই সংশ্লিষ্ট এলাকার মানুষের হৃদয়ের কথাকে প্রষ্ফুটিত করেছে।

যে মানুষটি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের ধারাবাহিক পথ হাটতে হাটতে জীবনের কৈশোর,যৌবন পেরিয়ে আজ বার্ধক্যের যাত্রায় আওয়ামী লীগের মনোনয়নটি নিঃসন্দেহে জনাব,আহমদ হোসেনকে যেমন যাথার্থ্য সম্মানের জায়গায় অধিষ্ঠিত করেছে তেমনি নির্বাচনী এলাকার মানুষকে করেছে তৃপ্ত।

তৃপ্তির জায়গায় দাড়িয়ে মানুষের উল্লাস আজ আকাশ-বাতাসকে প্রকম্পিত করে জানান দিচ্ছে সত্যের মৃত্যু নেই। আদর্শের বিকল্প নেই।

আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীর এমন নৈপুণ্যেপুর্ণ মিছিল গোটা এলাকায় নির্বাচনী আমেজকে বাড়িয়ে দিয়েছে। প্রার্থীর আহবান তিনি সকলকে নিয়ে একটি অর্থবহ নির্বাচন করতে চান-একটি অংশগ্রহণ মূলক নির্বাচনের আহবান জানিয়ে তিনি সকলকে সংযমের সাথে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগে যত্নবান হতে পরামর্শ দেন।

প্রার্থী ও ভোটারের মধ্যে অন্তরের যোগসূত্র অবশ্যই একটি অর্থবহ নির্বাচনকেই ইঙ্গিত করছে।জনগন আশাকরে নির্বাচনী মাঠে প্রার্থীর এমন সৃজনশীল আচরণ গনতান্ত্রিক চর্চাকেই সমৃদ্ধ করবে।

লেখক:  অধ্যাপক মোঃ এমদাদুল হক বাবুল। সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন,পূর্বধলা উপজেলা শাখা-পূর্বধলা,নেত্রকোনা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

নির্যাতিত মানুষের প্রাণের মানুষ “আহমদ হোসেন”

আপডেট : ০২:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

২৮ নভেম্বর ২০২৩ তারিখ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নের চিঠি নিয়ে নির্বাচনী এলাকা ১৬১-নেত্রকোনা-৫ এর প্রার্থী জনাব আহমদ হোসেনকে বহনকারী গাড়িটি নির্বাচনী এলাকার প্রবেশদ্বারে হাজারো মানুষের ভিড়ে আটকে যায়।

আহমদ হোসেনকে একনজর এভাবে দেখার জন্য পুর্বধলার মানুষ বহুনির্বাচন মনোনয়ন মৌসুম অপেক্ষা করেছে অবশেষে সকল পথপরিক্রমার অবসান ঘটিয়ে সেটির পুর্ণতার সীমায় পৌঁছে গিয়ে আজ সকলেই সিক্ত।

পুর্বধলার প্রবেশপথটির শুরু থেকেই নির্বাচনী এলাকার মানুষ এবং মানুষকে বহনকারী গাড়ির বহরে শ্যামগন্জ থেকে বিরিশিরি রাস্তায় পুরো এলাকায় ব্যাপক যানজটের সুষ্টি হয়।রাস্তার দু’পাশে দাড়িয়ে মানুষগুলোর উল্লাসের বিকাশই সংশ্লিষ্ট এলাকার মানুষের হৃদয়ের কথাকে প্রষ্ফুটিত করেছে।

যে মানুষটি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের ধারাবাহিক পথ হাটতে হাটতে জীবনের কৈশোর,যৌবন পেরিয়ে আজ বার্ধক্যের যাত্রায় আওয়ামী লীগের মনোনয়নটি নিঃসন্দেহে জনাব,আহমদ হোসেনকে যেমন যাথার্থ্য সম্মানের জায়গায় অধিষ্ঠিত করেছে তেমনি নির্বাচনী এলাকার মানুষকে করেছে তৃপ্ত।

তৃপ্তির জায়গায় দাড়িয়ে মানুষের উল্লাস আজ আকাশ-বাতাসকে প্রকম্পিত করে জানান দিচ্ছে সত্যের মৃত্যু নেই। আদর্শের বিকল্প নেই।

আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থীর এমন নৈপুণ্যেপুর্ণ মিছিল গোটা এলাকায় নির্বাচনী আমেজকে বাড়িয়ে দিয়েছে। প্রার্থীর আহবান তিনি সকলকে নিয়ে একটি অর্থবহ নির্বাচন করতে চান-একটি অংশগ্রহণ মূলক নির্বাচনের আহবান জানিয়ে তিনি সকলকে সংযমের সাথে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগে যত্নবান হতে পরামর্শ দেন।

প্রার্থী ও ভোটারের মধ্যে অন্তরের যোগসূত্র অবশ্যই একটি অর্থবহ নির্বাচনকেই ইঙ্গিত করছে।জনগন আশাকরে নির্বাচনী মাঠে প্রার্থীর এমন সৃজনশীল আচরণ গনতান্ত্রিক চর্চাকেই সমৃদ্ধ করবে।

লেখক:  অধ্যাপক মোঃ এমদাদুল হক বাবুল। সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন,পূর্বধলা উপজেলা শাখা-পূর্বধলা,নেত্রকোনা।