নেত্রকোনা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চৈত্র্যের সাথী লাউয়াছড়ার দুর্লভ বিউমন্টিয়া

  • আপডেট : ০৮:৫০:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • ৭৬

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন : এই পথ দিয়ে তেমন কেউ যাতায়াত করে না। কেননা, এই পথটি স্বাভাবিকভাবে পরিভ্রমণের জন্য নয়। একেবারের পাহাড়ি বনের জঙ্গলে ঠাসা। পায়ে চলা পথ ডিঙিয়ে এ পথে যাওয়ার ইচ্ছে অরণ্যভ্রমণেচ্ছুক অনেক পথিকেরই থাকে না। ফলে সারাক্ষণ নির্জনতা ভর করে থাকে সেখানে। এদিকটাতে ‘ক্ষতিকর’ মানুষের নেই জেনে প্রকৃতি নিজেকে সাজিয়েছে বুনো শোভায়। বিচিত্র প্রজাপতিদের উড়ে যাওয়া, বিভিন্ন প্রজাতির পাখিদের ডাকাডাকি আর লুকিয়ে থাকা বুনো ফুলের হঠাৎ নজরকাড়া সৌন্দর্য।,

এ সমস্ত কিছুই যেন প্রাকৃতিক বনের মহাসম্পদ। তাতেই যেন চোখ জুড়ানো আরণ্যক শোভা আর প্রাণের চিরশান্তির সুবাতাস। সেই সাথে চৈত্র্যের সাথী শ্বেত বুনো ফুলের শোভা। পুনরাবৃত্তির উচ্চারণে অরণ্য তাই নিঃশব্দে যেন বারবার বলে উঠে কবি রফিক আজাদের সেই বিখ্যাত লাইন ‘ঐ বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্যপথিকের জন্যে প্রতীক্ষমান।,’

বৈচিত্র্যময় লাউয়াছড়া জাতীয় উদ্যান। তবে ওই বৈচিত্র্যময় শব্দটির বাস্তব তৎপর্য খুঁজতে সবাই যে পথে পা ফেলে সম্মুখে অগ্রগামী হয়, সেই পথে পা ফেললে কিন্তু হবে না! পা ফেলতে হবে অপথে! মানে যে পথ দিয়ে সর্বসাধারণের সবাই যায় না সেই পথে। তবে প্রকৃতিকুলের চির অদেখা সতেজ দৃশ্যগুলোর মুখোমুখি হওয়া যাবে।,

অরণ্য দিবসের কথা মাথায় রেখে সম্প্রতি লাউয়াছড়ার অরণ্য ভ্রমণে খুঁজে পাওয়া গেল দুর্লভ শ্বেতশুভ্র ‍বুনো ফুল। সে যেন সবার আড়ালে লুকিয়েই ফুটে! ‘অরণ্যভ্রমণেচ্ছুক অধিকাংশ জনেরাই তা দেখে না।,

‘বিউমনটিয়া’ (Beaumontia) এই দুর্লভ বুনো ফুলের নাম। এর উদ্ভিদ তাত্ত্বিক নাম বা বৈজ্ঞানিক নাম Beaumontia grandiflora। এ ফুলটি ‘নেপাল ট্রাম্পেট ফুল’ (Nepal Trumpet Flower) নামেও পরিচিত। লতানো উদ্ভিদ বলে এ ফুল গাছটির আকৃতি বেশ উঁচুতে। এমন একটি স্থানে ওরা একত্রে ফুটে আছে যে সাধারণভাবে তাকালে সহজে দেখাই যায়! অফ হোয়াইট অর্থাৎ হালকা সাদা রঙের পাপড়ির বিন্যাস।,

লাউয়াছড়ার ওই নির্জন ফুটট্রেইলটা পাখিদের পাড়ার ভেতর দিয়ে গেছে। তখন অসংখ্য ঝিঁঝিঁপোকার ক্রমাগত ডাক! ডাকছে তো ডাকছেই! তাদের বিরতির নাম নেই। পাখির পাড়ায় গিয়ে গাছে গাছে পাখির খুঁড়ল অনুসন্ধান করতেই উঁচু ‘বিউমনটিয়া’ ফুলগুলো যেন উঁকি দিলো’

তারপর তো একপলক তাকানো নয়! ভালো করে দেখার সুযোগ হলো। বসন্ত প্রকৃতির অদেখা সৌন্দর্য হয়ে ওরা নীরবে প্রস্ফুটিত হয়ে আছে। একেবারে উঁচু শাখার কোণে কোণে। কোথা থেকে যেন হঠাৎ এসেছে ইরাবতী কাঠবিড়ালি (Irrawaddy Squirrel)! সে ফুলগুলোর রসের লোভে প্রতিটি ফুলের থোকায় থোকায় মুখ রেখে চলেছে। তখন ফুলগুলো বিচিত্রভাবে দুলে দুলে ওঠে! শিশুদের ‘কাতুকুতু’ ‘দেওয়া মুহূর্তের মতো।,’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

চৈত্র্যের সাথী লাউয়াছড়ার দুর্লভ বিউমন্টিয়া

আপডেট : ০৮:৫০:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন : এই পথ দিয়ে তেমন কেউ যাতায়াত করে না। কেননা, এই পথটি স্বাভাবিকভাবে পরিভ্রমণের জন্য নয়। একেবারের পাহাড়ি বনের জঙ্গলে ঠাসা। পায়ে চলা পথ ডিঙিয়ে এ পথে যাওয়ার ইচ্ছে অরণ্যভ্রমণেচ্ছুক অনেক পথিকেরই থাকে না। ফলে সারাক্ষণ নির্জনতা ভর করে থাকে সেখানে। এদিকটাতে ‘ক্ষতিকর’ মানুষের নেই জেনে প্রকৃতি নিজেকে সাজিয়েছে বুনো শোভায়। বিচিত্র প্রজাপতিদের উড়ে যাওয়া, বিভিন্ন প্রজাতির পাখিদের ডাকাডাকি আর লুকিয়ে থাকা বুনো ফুলের হঠাৎ নজরকাড়া সৌন্দর্য।,

এ সমস্ত কিছুই যেন প্রাকৃতিক বনের মহাসম্পদ। তাতেই যেন চোখ জুড়ানো আরণ্যক শোভা আর প্রাণের চিরশান্তির সুবাতাস। সেই সাথে চৈত্র্যের সাথী শ্বেত বুনো ফুলের শোভা। পুনরাবৃত্তির উচ্চারণে অরণ্য তাই নিঃশব্দে যেন বারবার বলে উঠে কবি রফিক আজাদের সেই বিখ্যাত লাইন ‘ঐ বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্যপথিকের জন্যে প্রতীক্ষমান।,’

বৈচিত্র্যময় লাউয়াছড়া জাতীয় উদ্যান। তবে ওই বৈচিত্র্যময় শব্দটির বাস্তব তৎপর্য খুঁজতে সবাই যে পথে পা ফেলে সম্মুখে অগ্রগামী হয়, সেই পথে পা ফেললে কিন্তু হবে না! পা ফেলতে হবে অপথে! মানে যে পথ দিয়ে সর্বসাধারণের সবাই যায় না সেই পথে। তবে প্রকৃতিকুলের চির অদেখা সতেজ দৃশ্যগুলোর মুখোমুখি হওয়া যাবে।,

অরণ্য দিবসের কথা মাথায় রেখে সম্প্রতি লাউয়াছড়ার অরণ্য ভ্রমণে খুঁজে পাওয়া গেল দুর্লভ শ্বেতশুভ্র ‍বুনো ফুল। সে যেন সবার আড়ালে লুকিয়েই ফুটে! ‘অরণ্যভ্রমণেচ্ছুক অধিকাংশ জনেরাই তা দেখে না।,

‘বিউমনটিয়া’ (Beaumontia) এই দুর্লভ বুনো ফুলের নাম। এর উদ্ভিদ তাত্ত্বিক নাম বা বৈজ্ঞানিক নাম Beaumontia grandiflora। এ ফুলটি ‘নেপাল ট্রাম্পেট ফুল’ (Nepal Trumpet Flower) নামেও পরিচিত। লতানো উদ্ভিদ বলে এ ফুল গাছটির আকৃতি বেশ উঁচুতে। এমন একটি স্থানে ওরা একত্রে ফুটে আছে যে সাধারণভাবে তাকালে সহজে দেখাই যায়! অফ হোয়াইট অর্থাৎ হালকা সাদা রঙের পাপড়ির বিন্যাস।,

লাউয়াছড়ার ওই নির্জন ফুটট্রেইলটা পাখিদের পাড়ার ভেতর দিয়ে গেছে। তখন অসংখ্য ঝিঁঝিঁপোকার ক্রমাগত ডাক! ডাকছে তো ডাকছেই! তাদের বিরতির নাম নেই। পাখির পাড়ায় গিয়ে গাছে গাছে পাখির খুঁড়ল অনুসন্ধান করতেই উঁচু ‘বিউমনটিয়া’ ফুলগুলো যেন উঁকি দিলো’

তারপর তো একপলক তাকানো নয়! ভালো করে দেখার সুযোগ হলো। বসন্ত প্রকৃতির অদেখা সৌন্দর্য হয়ে ওরা নীরবে প্রস্ফুটিত হয়ে আছে। একেবারে উঁচু শাখার কোণে কোণে। কোথা থেকে যেন হঠাৎ এসেছে ইরাবতী কাঠবিড়ালি (Irrawaddy Squirrel)! সে ফুলগুলোর রসের লোভে প্রতিটি ফুলের থোকায় থোকায় মুখ রেখে চলেছে। তখন ফুলগুলো বিচিত্রভাবে দুলে দুলে ওঠে! শিশুদের ‘কাতুকুতু’ ‘দেওয়া মুহূর্তের মতো।,’