নেত্রকোনা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অনুপ্রবেশ অনুপ্রেরনার চেতনাকে বাধাগ্রস্ত করছে

  • আপডেট : ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ৬৮

গৌরবে উজ্জ্বল, ত্যাগ ও বেদনায় মহীয়ান যে মাসটি তাকে কেউ বলে অগ্নিঝরা মার্চ, কেউ বলে উত্তাল মার্চ, কেউ বলে স্বাধীনতার মাস।  ইতিহাসের মহাসাক্ষীর মহাসন্ধিক্ষনের এই মাসটি গুনতে গুনতে  শেষ হয়ে গেলো। তবে বছর ঘুরে এই মাসটি আবারও আসবে আমাদের মাঝে।

ঐতিহাসিক সত্যতায় এটি হচ্ছে  বাঙ্গালির সর্ববৃহৎ অর্জনের, ঐতিহ্যের এবং ইতিহাসের মহাসাক্ষীর মহাসন্ধিক্ষনের মাস। এই মাসেই ঘোষিত হয়েছিল বাঙ্গালির কাংখিত স্বাধীনতা, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণ–যেটি ইতিমধ্যে অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি-অন্তর্ভুক্ত হয়েছে ওয়ার্ল্ড মেমোরি রেজিস্ট্রারে। ৭ই মার্চ,১৭ই মার্চ,২৬মার্চ বাঙ্গালীকে যতটা আনন্দানুপ্রানীত করে তার চেয়েও বেশি রক্তাক্ত করে ২৫ই মার্চের কালো রাত্রীর বর্বরতম গনহত্যায়।এটি  বাঙ্গালীকে কাদালেও আশাহত করেতে পারেনি–বঙ্গবন্ধুর ৭ই মার্চের গর্জনের অর্জন বাঙ্গালির প্রেরনা হয়ে বেচে আছে – বেচে  থাকবে অনন্তকাল–যোগাবে শক্তি, দেখাবে আশার আলো–সৃষ্টি হবে অভীষ্ট লক্ষে পৌঁছার সঠিক পথ। তাইতো মহাকাব্যের কবিতাখানির অমৃতবাণী বাঙ্গালীকে যুগিয়েছে অমিয়  সাহস,দিয়েছে শক্তি,নিয়েছে প্রাণ,দিয়েছে স্বাধীনতা।এটিই মার্চের শিক্ষা,শক্তি,চেতনা,আর বিশ্বাস।

এইখানে দাঁড়িয়ে বাংলার সাথে “দেশ” যুক্ত হয়ে হলো “বাংলাদেশ”। যেটি কেউই পারেনি – চেষ্টা করছে অনেকেই-পেরেছে মাত্র  একজন-তিনিই বাংলার বঙ্গবন্ধু। বাঙ্গালির অহংকার আজ বিশ্ববন্ধু-তিনিই হলেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব।যেখানে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধুর আদর্শই আজ বাঙ্গালীর প্রেরনা হওয়া উচিত সেইখানে বঙ্গবন্ধুর আদর্শের সাথে সাংঘর্ষিক মানুষগুলোর মধ্যে একজন ১৪টি নাশকতা মামলার আসামি বিএনপি নেতা আব্দুল হাই এখন যশোরের  মনিরামপুর উপজেলার চালুয়াহাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক! আওয়ামী লীগের  সভায় দাড়িয়ে বক্তব্যে তিনি বলছেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়ন করে দেশ ভরে ফেলছে! এরকম অনাদর্শিক রাজনীতির অনুপ্রবেশ আওয়ামী লীগকে রক্তাক্ত করছে অহরহ। বিএনপি, জাতীয় পার্টির স্বাদ নিয়ে আওয়ামী লীগের কর্মীর দেহ রক্তাক্ত করে সেই রক্তের দাগ শুকাতে না শুকাতেই আবারো রং পাল্টে আওয়ামী লীগের নেতা বনে প্রতিশোধের হিংস্রতায় গর্বের অর্জন মার্চকে করছে রক্তাক্ত।

এই রক্তাক্ত মার্চের অর্জনকে ম্লান করে আদর্শিক চিন্তাগুলোকে হত্যা করে জামাত,জাতীয় পার্টি,বি,এন,পি  কৌশলে রাতারাতি আওয়ামী লীগার সেজে সেই রক্তমাখা হাতে আওয়ামী নিধনে ব্যস্ত হয়ে পড়েছে। রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ আজ অনুপ্রবেশকারী বর্হিশত্রুর আক্রমনের স্বীকার দিকবেদিক জ্ঞানশুন্য হয়ে আদর্শিক জায়গা থেকে বিচ্যুত হচ্ছে। তাই আদর্শিক জায়গায় দাড়িয়ে সকল কর্মকান্ডের পর্যবেক্ষন অতীব জরুরি।অন্যথায় অপশক্তির অনুপ্রবেশই আদর্শিক কর্মী বিনাশ হওয়ার সম্ভাবনাকে দৃশ্যমান করছে।

লেখক: মোঃ এমদাদুল হক বাবুল, সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও প্রভাষক, ইতিহাস বিভাগ

পূর্বধলা সরকারি কলেজ। 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

অনুপ্রবেশ অনুপ্রেরনার চেতনাকে বাধাগ্রস্ত করছে

আপডেট : ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২

গৌরবে উজ্জ্বল, ত্যাগ ও বেদনায় মহীয়ান যে মাসটি তাকে কেউ বলে অগ্নিঝরা মার্চ, কেউ বলে উত্তাল মার্চ, কেউ বলে স্বাধীনতার মাস।  ইতিহাসের মহাসাক্ষীর মহাসন্ধিক্ষনের এই মাসটি গুনতে গুনতে  শেষ হয়ে গেলো। তবে বছর ঘুরে এই মাসটি আবারও আসবে আমাদের মাঝে।

ঐতিহাসিক সত্যতায় এটি হচ্ছে  বাঙ্গালির সর্ববৃহৎ অর্জনের, ঐতিহ্যের এবং ইতিহাসের মহাসাক্ষীর মহাসন্ধিক্ষনের মাস। এই মাসেই ঘোষিত হয়েছিল বাঙ্গালির কাংখিত স্বাধীনতা, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণ–যেটি ইতিমধ্যে অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি-অন্তর্ভুক্ত হয়েছে ওয়ার্ল্ড মেমোরি রেজিস্ট্রারে। ৭ই মার্চ,১৭ই মার্চ,২৬মার্চ বাঙ্গালীকে যতটা আনন্দানুপ্রানীত করে তার চেয়েও বেশি রক্তাক্ত করে ২৫ই মার্চের কালো রাত্রীর বর্বরতম গনহত্যায়।এটি  বাঙ্গালীকে কাদালেও আশাহত করেতে পারেনি–বঙ্গবন্ধুর ৭ই মার্চের গর্জনের অর্জন বাঙ্গালির প্রেরনা হয়ে বেচে আছে – বেচে  থাকবে অনন্তকাল–যোগাবে শক্তি, দেখাবে আশার আলো–সৃষ্টি হবে অভীষ্ট লক্ষে পৌঁছার সঠিক পথ। তাইতো মহাকাব্যের কবিতাখানির অমৃতবাণী বাঙ্গালীকে যুগিয়েছে অমিয়  সাহস,দিয়েছে শক্তি,নিয়েছে প্রাণ,দিয়েছে স্বাধীনতা।এটিই মার্চের শিক্ষা,শক্তি,চেতনা,আর বিশ্বাস।

এইখানে দাঁড়িয়ে বাংলার সাথে “দেশ” যুক্ত হয়ে হলো “বাংলাদেশ”। যেটি কেউই পারেনি – চেষ্টা করছে অনেকেই-পেরেছে মাত্র  একজন-তিনিই বাংলার বঙ্গবন্ধু। বাঙ্গালির অহংকার আজ বিশ্ববন্ধু-তিনিই হলেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব।যেখানে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধুর আদর্শই আজ বাঙ্গালীর প্রেরনা হওয়া উচিত সেইখানে বঙ্গবন্ধুর আদর্শের সাথে সাংঘর্ষিক মানুষগুলোর মধ্যে একজন ১৪টি নাশকতা মামলার আসামি বিএনপি নেতা আব্দুল হাই এখন যশোরের  মনিরামপুর উপজেলার চালুয়াহাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক! আওয়ামী লীগের  সভায় দাড়িয়ে বক্তব্যে তিনি বলছেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নয়ন করে দেশ ভরে ফেলছে! এরকম অনাদর্শিক রাজনীতির অনুপ্রবেশ আওয়ামী লীগকে রক্তাক্ত করছে অহরহ। বিএনপি, জাতীয় পার্টির স্বাদ নিয়ে আওয়ামী লীগের কর্মীর দেহ রক্তাক্ত করে সেই রক্তের দাগ শুকাতে না শুকাতেই আবারো রং পাল্টে আওয়ামী লীগের নেতা বনে প্রতিশোধের হিংস্রতায় গর্বের অর্জন মার্চকে করছে রক্তাক্ত।

এই রক্তাক্ত মার্চের অর্জনকে ম্লান করে আদর্শিক চিন্তাগুলোকে হত্যা করে জামাত,জাতীয় পার্টি,বি,এন,পি  কৌশলে রাতারাতি আওয়ামী লীগার সেজে সেই রক্তমাখা হাতে আওয়ামী নিধনে ব্যস্ত হয়ে পড়েছে। রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ আজ অনুপ্রবেশকারী বর্হিশত্রুর আক্রমনের স্বীকার দিকবেদিক জ্ঞানশুন্য হয়ে আদর্শিক জায়গা থেকে বিচ্যুত হচ্ছে। তাই আদর্শিক জায়গায় দাড়িয়ে সকল কর্মকান্ডের পর্যবেক্ষন অতীব জরুরি।অন্যথায় অপশক্তির অনুপ্রবেশই আদর্শিক কর্মী বিনাশ হওয়ার সম্ভাবনাকে দৃশ্যমান করছে।

লেখক: মোঃ এমদাদুল হক বাবুল, সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও প্রভাষক, ইতিহাস বিভাগ

পূর্বধলা সরকারি কলেজ।