নেত্রকোনা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মকাণ্ডে বিব্রত সরকার

  • আপডেট : ১২:০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ১৯

ঢাকা: সম্প্রতি বান্দরবানের আলীকদমে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বক্তব্য দিতে গিয়ে ট্রফি (কাপ) ভেঙেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম। এ ছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।— এ ধরনের ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রোববার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।,


এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্প্রতি মাঠ পর্যায়ে এমন বেশ কয়েকটি অভিযোগ এসেছে। সেসব অভিযোগ খতিয়ে দেখতে আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী শাস্তি হবে।’

এসব ঘটনায় সরকার বিব্রত কিনা?— এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘খারাপ কিছুর জন্য সমাজ যেমন বিব্রত হয়, তেমনি সরকারি কর্মকর্তারা মাঠ পর্যায়ে অপরাধ করলে আমরাও বিব্রত হই।’

তদন্ত চলাকালীন আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারবেন কিনা?— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তো পারবেন। সেখানকার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন আজকালের মধ্যেই চলে আসবে। তদন্তে অপরাধ প্রমাণ হলে শাস্তি হবে।’

এছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পাওয়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিষয়েও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এসব ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।,

উল্লেখ্য, ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন। ওই ঘটনায় এখনো স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।,

from Sarabangla https://ift.tt/emyXoHv

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মকাণ্ডে বিব্রত সরকার

আপডেট : ১২:০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

ঢাকা: সম্প্রতি বান্দরবানের আলীকদমে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বক্তব্য দিতে গিয়ে ট্রফি (কাপ) ভেঙেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম। এ ছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।— এ ধরনের ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রোববার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।,


এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্প্রতি মাঠ পর্যায়ে এমন বেশ কয়েকটি অভিযোগ এসেছে। সেসব অভিযোগ খতিয়ে দেখতে আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী শাস্তি হবে।’

এসব ঘটনায় সরকার বিব্রত কিনা?— এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘খারাপ কিছুর জন্য সমাজ যেমন বিব্রত হয়, তেমনি সরকারি কর্মকর্তারা মাঠ পর্যায়ে অপরাধ করলে আমরাও বিব্রত হই।’

তদন্ত চলাকালীন আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারবেন কিনা?— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তো পারবেন। সেখানকার অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন আজকালের মধ্যেই চলে আসবে। তদন্তে অপরাধ প্রমাণ হলে শাস্তি হবে।’

এছাড়া চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পাওয়া কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিষয়েও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এসব ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।,

উল্লেখ্য, ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভেঙে ফেলেন। ওই ঘটনায় এখনো স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।,

from Sarabangla https://ift.tt/emyXoHv