নেত্রকোনা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে পিঠা উৎসব ও সংগীত সন্ধ্যা

  • আপডেট : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • ৫৮

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে পিঠা উৎসব ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তোলে ধরতে শুক্রবার সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ণিল পিঠা উৎসব ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন আয়োজন করা হয়।,’

নানান ধরনের পিঠার পসরা নিয়ে হাজির হন পূর্বধলা প্রেসক্লাবের সাংবাদিকদের সহধর্মিণীরা। গ্রাম বাংলার নানা ধরনের পিঠাসহ স্টলে স্টলে প্রায় ৩০ ধরনের পিঠা দিয়ে সাজানো হয় এই পিঠার আসর। বিভিন্ন অঞ্চলের সব বিখ্যাত পিঠার সমাহারতো রয়েছেই, সাথে রসভরি, ছানার লবঙ্গ, মালাই চপ, আলুর পিঠা, দুধ পুলি, তিল পাকন, মিষ্টি পোয়া, তালের পিঠা, স্বর ভাজার মতো বৈচিত্র্যময় সব লোভনীয় পিঠার পসরা সাজানো হয়। এদের ভিতর উল্লেখযোগ্য পাকন পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা, ডিমের পুডিং, পাটি সাপটা, ঝাল পিঠা, ফল পিঠা, দুধ পুলি, হাছ পিঠা, ছই পিঠা, কলার রসের পিঠা, তালের রসের পিঠা, গোলাপ ফুল পিঠা, চেপা সুটকির ঝাল পিঠা, মাংস পুলি পিঠা, সরিষা পিঠা, খেুজর রসের পায়েসসহ হরেক রকমের রসালো পিঠার আয়োজন ছিল এ পিঠা উৎসবে।,

নানান ধরনের পিঠার পসরা নিয়ে যারা হাজির হয়েছিলেন ক্লাবের পক্ষ থেকে তাদেরকে প্রদান করা হয় পুরস্কার। পিঠা উৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী পূর্বধলার আফরোজা রুপা সংগীত সন্ধ্যায় বিভিন্ন মনোরম গান পরিবেশন করে অনুষ্ঠানটিকে উজ্জীবিত করে তুলেন।,

অনুষ্ঠানে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের উপদেষ্টা ও পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়ুব, প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক দীপক চন্দ্র সরকার, সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ।,ঘোষণা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে আমাদের ফোন করুন-০১৭১৩৫৭৩৫০২ ই-মেইল করুন info@purbakantho.com সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে (অবশ্যই সম্পাদনা সহকারে)। পূর্বকন্ঠ স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন। পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার । কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে । ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে পিঠা উৎসব ও সংগীত সন্ধ্যা

আপডেট : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে পিঠা উৎসব ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তোলে ধরতে শুক্রবার সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ণিল পিঠা উৎসব ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন আয়োজন করা হয়।,’

নানান ধরনের পিঠার পসরা নিয়ে হাজির হন পূর্বধলা প্রেসক্লাবের সাংবাদিকদের সহধর্মিণীরা। গ্রাম বাংলার নানা ধরনের পিঠাসহ স্টলে স্টলে প্রায় ৩০ ধরনের পিঠা দিয়ে সাজানো হয় এই পিঠার আসর। বিভিন্ন অঞ্চলের সব বিখ্যাত পিঠার সমাহারতো রয়েছেই, সাথে রসভরি, ছানার লবঙ্গ, মালাই চপ, আলুর পিঠা, দুধ পুলি, তিল পাকন, মিষ্টি পোয়া, তালের পিঠা, স্বর ভাজার মতো বৈচিত্র্যময় সব লোভনীয় পিঠার পসরা সাজানো হয়। এদের ভিতর উল্লেখযোগ্য পাকন পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা, ডিমের পুডিং, পাটি সাপটা, ঝাল পিঠা, ফল পিঠা, দুধ পুলি, হাছ পিঠা, ছই পিঠা, কলার রসের পিঠা, তালের রসের পিঠা, গোলাপ ফুল পিঠা, চেপা সুটকির ঝাল পিঠা, মাংস পুলি পিঠা, সরিষা পিঠা, খেুজর রসের পায়েসসহ হরেক রকমের রসালো পিঠার আয়োজন ছিল এ পিঠা উৎসবে।,

নানান ধরনের পিঠার পসরা নিয়ে যারা হাজির হয়েছিলেন ক্লাবের পক্ষ থেকে তাদেরকে প্রদান করা হয় পুরস্কার। পিঠা উৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী পূর্বধলার আফরোজা রুপা সংগীত সন্ধ্যায় বিভিন্ন মনোরম গান পরিবেশন করে অনুষ্ঠানটিকে উজ্জীবিত করে তুলেন।,

অনুষ্ঠানে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের উপদেষ্টা ও পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়ুব, প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক দীপক চন্দ্র সরকার, সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ।,ঘোষণা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে আমাদের ফোন করুন-০১৭১৩৫৭৩৫০২ ই-মেইল করুন info@purbakantho.com সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে (অবশ্যই সম্পাদনা সহকারে)। পূর্বকন্ঠ স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন। পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার । কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে । ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব। প্রয়োজনে: ০১৭১৩৫৭৩৫০২