নেত্রকোনা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট : ০৬:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ১৯৬

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা ঃ

বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা বিভাগীয় সমন্বয়কারী কারী আব্দুর রাকিব বলেছেন, মানুষ গড়ার আদর্শ প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাঙ্গণ। সাধারণ মানুষ অনেক স্বপ্ন নিয়ে কষ্ট করে তাদের ছেলে মেয়েদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পাঠায়। আর সেই সন্তানরা যখন লাশ হয়ে বাড়ী ফিরে তখন বাবা মায়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়।

তিনি বলেন, শুধুমাত্র ভিন্ন মতাদর্শের কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ছাত্রলীগের নেতাকর্মীরা পিঠিয়ে হত্যা করেছে। তিনি এ বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার পূর্বক দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তিনি শুক্রবার বাদ জুমা বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি জেলা শহরের জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের (বড় মসজিদ) প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ মোস্তফা জিহাদী, মাওঃ আব্দুল হান্নান, খেলাফত যুব আন্দোলনের আমীর গাজী আব্দুর রহিম, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ ও শফিকুল ইসলাম প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

নেত্রকোনায় আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট : ০৬:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা ঃ

বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা বিভাগীয় সমন্বয়কারী কারী আব্দুর রাকিব বলেছেন, মানুষ গড়ার আদর্শ প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাঙ্গণ। সাধারণ মানুষ অনেক স্বপ্ন নিয়ে কষ্ট করে তাদের ছেলে মেয়েদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পাঠায়। আর সেই সন্তানরা যখন লাশ হয়ে বাড়ী ফিরে তখন বাবা মায়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়।

তিনি বলেন, শুধুমাত্র ভিন্ন মতাদর্শের কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ছাত্রলীগের নেতাকর্মীরা পিঠিয়ে হত্যা করেছে। তিনি এ বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার পূর্বক দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তিনি শুক্রবার বাদ জুমা বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি জেলা শহরের জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের (বড় মসজিদ) প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ মোস্তফা জিহাদী, মাওঃ আব্দুল হান্নান, খেলাফত যুব আন্দোলনের আমীর গাজী আব্দুর রহিম, ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ ও শফিকুল ইসলাম প্রমূখ।