নেত্রকোনা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

  • আপডেট : ০১:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ১৫

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।,

যুক্তরাজ্যের লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম প্রধানমন্ত্রীকে ফুলেল অভ্যর্থনা জানাবেন। বাংলাদেশ সময় সাড়ে চারটায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সফরসূচিতে এমন তথ্য জানানো হয়েছে।,

এতে জানানো হয়েছে— লন্ডন বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় ৫টায় প্রধানমন্ত্রী তার আসাবস্থলের উদ্দেশে যাত্রা করবেন এবং সেখানে অবস্থান করবেন। পরেরদিন থেকে লন্ডনে নির্ধারিত বৈঠকে অংশ নেওয়া শুরু করবেন।,

এদিকে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দফতরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী প্রথমে যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করে ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। লন্ডনে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।,

পররাষ্ট্রমন্ত্রী জানান, নিউইয়র্ক ভ্রমণের আগে প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যে অবস্থান করবেন এবং নিউইয়র্ক সফর শেষে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন।,

আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কপর্বে বক্তব্য দেবেন। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন।,

from  Sarabangla https://ift.tt/oU0i7dX

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

আপডেট : ০১:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।,

যুক্তরাজ্যের লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম প্রধানমন্ত্রীকে ফুলেল অভ্যর্থনা জানাবেন। বাংলাদেশ সময় সাড়ে চারটায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সফরসূচিতে এমন তথ্য জানানো হয়েছে।,

এতে জানানো হয়েছে— লন্ডন বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় ৫টায় প্রধানমন্ত্রী তার আসাবস্থলের উদ্দেশে যাত্রা করবেন এবং সেখানে অবস্থান করবেন। পরেরদিন থেকে লন্ডনে নির্ধারিত বৈঠকে অংশ নেওয়া শুরু করবেন।,

এদিকে বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দফতরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী প্রথমে যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করে ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। লন্ডনে অবস্থানকালে ১৯ সেপ্টেম্বর তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।,

পররাষ্ট্রমন্ত্রী জানান, নিউইয়র্ক ভ্রমণের আগে প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যে অবস্থান করবেন এবং নিউইয়র্ক সফর শেষে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন।,

আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কপর্বে বক্তব্য দেবেন। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন।,

from  Sarabangla https://ift.tt/oU0i7dX