নেত্রকোনা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে উন্নয়ন বিড়ম্বনায় ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়

মাটির রাস্তা,ছোট-ছোট ঘর,এখনও শিক্ষার্থীরা বাঁশ বাগানের ভেতর দিয়ে চলাচল করে এই গ্রামে, একটা বেশ লম্বা আর আরেকটা ছবি আঁকা ঘরের একঘরের মতো, দু’টোই ঝাঁঝরা টিনের টিনশেড, অল্প কিছু শিক্ষার্থী, দৃশ্যমান ৫-৭ জন শিক্ষক। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রাম ধর্মদহের ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়টি নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত হলেও সেখানে অযতœ,অবহেলা আর অনিয়মের আবরনে স্যাতস্যাত করছে জ্ঞানের আলোর মশাল।

সম্প্রতি বিদ্যালয়টির শিক্ষার্থীদের গণসাক্ষরিত একটি চিঠি পৌছে যায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসের বড় কর্তাদের কাছে। সেখানে শিক্ষার্থীরা অভিযোগ করে প্রধান শিক্ষক রুস্তম আলীর নানা অনিয়ম-দুর্নীতির কথা। স্বাভাবিক ভাবেই বিষয়টি গণমাধ্যমের নজরে আসে। খুঁজে পাওয়া যায় খোদ প্রশাসনের শীর্ষস্থানীয় যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা-জেলা শিক্ষা অফিসার এমনকি জেলা প্রশাসক কে বিবাদী করে করা মামলা-মোকদ্দমার কাগজপত্র। যার বাদী বিদ্যালয়টির ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী ওবাইদুল হক, ঘটনা আরও বেশি জমে ওঠে আরেক কাগজে,যেখানে বর্তমান প্রধান শিক্ষক রুস্তম আলীকে দায়িত্ব থেকে নামিয়ে দেয়ার সরকারি আদেশ। যদিও পরবর্তীতে রুস্তম আলীর পুনরায় বহাল কিংবা প্রধান শিক্ষক হিসেবে বৈধতার নথী দেখাতে প্রতিবেদকের কাছে ব্যার্থতা প্রকাশ করেন অভিযুক্ত শিক্ষক রুস্তম আলী।

প্রতিবেদনের প্রয়োজনে সরেজমিনে বেশ দীর্ঘদিন পর্যবেক্ষণ করা হয় বিদ্যালয়টির কার্যক্রম। কথা বলা হয় বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠির মানুষের সাথে। অভিযোগের তীর রুস্তম আলীর দিকে রেখে বিভিন্ন দিনে বিদ্যালয়ে উপস্থিত থাকা প্রায় সকল শিক্ষক-শিক্ষার্থী জানাতে থাকেন বিদ্যালয়ের অযতœ-অবহেলার কথা।

জনশ্রæত রয়েছে প্রধান শিক্ষক রুস্তম আলী স্কুল কে দেয়া বরাদ্দের টয়লেটেও স্পষ্ট দুর্নীতি করেছেন। অর্থ আত্মসাৎ করেছেন বিদ্যালয়ের প্রায় সকল অবকাঠামো উন্নয়নে। দেখা যায়, ১৫ বছর আগের টাকায় দেড় লাখের বরাদ্দের ঘরের বেহাল দশা,যদিও শোনা যায় বিশেষ বরাদ্দের ঐ ঘরটিতে দেয়া টিনগুলোও আলাদা অনুদান থেকে নেয়া।

হঠাৎ-হঠাৎ এসে হাজিরা খাতায় নিজের স্বাক্ষর করা। অধিকাংশ সময় অনুপস্থিত থাকা। বিদ্যালয়ের দৈনন্দিন ব্যবস্থাপনা যেমন নিয়মিত জাতীয় সঙ্গীত,শপথ বাক্য পাঠের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক রুস্তম আলীর সুনির্দিষ্ট অবহেলার প্রমান পাওয়া গেছে। বিদ্যালয় সংশ্লিষ্ট দাপ্তরিক কাগজপত্র অফিসে না রেখে নিজের আওতায় রাখার বিষয়ে ওঠা শিক্ষকদের অভিযোগের যথাযথ উত্তর মেলেনি রুস্তম আলীর কাছে।

এসব অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযুক্ত শিক্ষক রুস্তম আলী দাবি করেন– সব চক্রান্ত। কিন্তু কেন! এমন প্রশ্নে বেরিয়ে আসে আরও ভেতরের খবর। তথ্য পাওয়া যায়, স্কুলটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে শিক্ষক রুস্তম আলীর সমর্থিত প্রার্থী আগেই আলোচনা করা প্রশাসন বিরোধী মামলার বাদী ওবাইদুল হক। সম্প্রতি কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে প্রশাসন নির্বাচন কার্যক্রম স্থবির করে সুষ্ঠু পথ বিচারের জন্য সময় নিলে সভাপতি প্রার্থী ওবায়দুল হক এবং শিক্ষক রুস্তম আলী যশোরের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রিজাইডিং অফিসার কে বাদ রেখেই কাগজপত্র করিয়ে নেয়ার দৌড়ঝাপ করেন।

ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে অনিয়মের দায়ে রুস্তম আলীকে অভিযুক্ত করে স্কুলের শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশও দিয়েছে স্থানীয় শিক্ষা অফিস।

সার্বিক অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিউত্তরে যৌক্তিক তেমন কিছু দাড় করাতে পারেননি অভিযুক্ত শিক্ষক রুস্তম আলী। তবে সভাপতি প্রার্থী ওবায়দুল হক জানিয়েছেন তার সভাপতিত্ব নিশ্চিত করতে তিনি দাপ্তরিক প্রক্রিয়ায় এগিয়ে যাবেন।

এলাকার আরেক সভাপতি প্রার্থী ইলিয়াস হোসেন,সাবেক একাধিক সভাপতি,স্থানীয় বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্যসহ বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বললে তারাও এসব প্রসঙ্গের সাথে সহমত জানান। তবে, শিক্ষক রুস্তম আলী এবং সভাপতি প্রার্থী ওবায়দুল প্রশাসন-স্থানীয় এমপি কাউকেই খুব একটা তোয়াক্কা করেন না জানিয়ে স্থানীয়রা জানান– তাদের বিরুদ্ধে কথা বলতে সবাই মামলা-হামলার ভয় পায়।

অন্যদিকে রুস্তম আলী এবং ওবায়দুল হকের বিড়ম্বনায় ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়টির সুব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন। অর্থনৈতিক সুবিধা আর ক্ষমতার লোভের কাছে বঞ্চনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। নাজেহাল হচ্ছে প্রতিষ্ঠানটি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

কুষ্টিয়ার দৌলতপুরে উন্নয়ন বিড়ম্বনায় ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়

আপডেট : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০

মাটির রাস্তা,ছোট-ছোট ঘর,এখনও শিক্ষার্থীরা বাঁশ বাগানের ভেতর দিয়ে চলাচল করে এই গ্রামে, একটা বেশ লম্বা আর আরেকটা ছবি আঁকা ঘরের একঘরের মতো, দু’টোই ঝাঁঝরা টিনের টিনশেড, অল্প কিছু শিক্ষার্থী, দৃশ্যমান ৫-৭ জন শিক্ষক। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রাম ধর্মদহের ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়টি নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত হলেও সেখানে অযতœ,অবহেলা আর অনিয়মের আবরনে স্যাতস্যাত করছে জ্ঞানের আলোর মশাল।

সম্প্রতি বিদ্যালয়টির শিক্ষার্থীদের গণসাক্ষরিত একটি চিঠি পৌছে যায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসের বড় কর্তাদের কাছে। সেখানে শিক্ষার্থীরা অভিযোগ করে প্রধান শিক্ষক রুস্তম আলীর নানা অনিয়ম-দুর্নীতির কথা। স্বাভাবিক ভাবেই বিষয়টি গণমাধ্যমের নজরে আসে। খুঁজে পাওয়া যায় খোদ প্রশাসনের শীর্ষস্থানীয় যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা-জেলা শিক্ষা অফিসার এমনকি জেলা প্রশাসক কে বিবাদী করে করা মামলা-মোকদ্দমার কাগজপত্র। যার বাদী বিদ্যালয়টির ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী ওবাইদুল হক, ঘটনা আরও বেশি জমে ওঠে আরেক কাগজে,যেখানে বর্তমান প্রধান শিক্ষক রুস্তম আলীকে দায়িত্ব থেকে নামিয়ে দেয়ার সরকারি আদেশ। যদিও পরবর্তীতে রুস্তম আলীর পুনরায় বহাল কিংবা প্রধান শিক্ষক হিসেবে বৈধতার নথী দেখাতে প্রতিবেদকের কাছে ব্যার্থতা প্রকাশ করেন অভিযুক্ত শিক্ষক রুস্তম আলী।

প্রতিবেদনের প্রয়োজনে সরেজমিনে বেশ দীর্ঘদিন পর্যবেক্ষণ করা হয় বিদ্যালয়টির কার্যক্রম। কথা বলা হয় বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠির মানুষের সাথে। অভিযোগের তীর রুস্তম আলীর দিকে রেখে বিভিন্ন দিনে বিদ্যালয়ে উপস্থিত থাকা প্রায় সকল শিক্ষক-শিক্ষার্থী জানাতে থাকেন বিদ্যালয়ের অযতœ-অবহেলার কথা।

জনশ্রæত রয়েছে প্রধান শিক্ষক রুস্তম আলী স্কুল কে দেয়া বরাদ্দের টয়লেটেও স্পষ্ট দুর্নীতি করেছেন। অর্থ আত্মসাৎ করেছেন বিদ্যালয়ের প্রায় সকল অবকাঠামো উন্নয়নে। দেখা যায়, ১৫ বছর আগের টাকায় দেড় লাখের বরাদ্দের ঘরের বেহাল দশা,যদিও শোনা যায় বিশেষ বরাদ্দের ঐ ঘরটিতে দেয়া টিনগুলোও আলাদা অনুদান থেকে নেয়া।

হঠাৎ-হঠাৎ এসে হাজিরা খাতায় নিজের স্বাক্ষর করা। অধিকাংশ সময় অনুপস্থিত থাকা। বিদ্যালয়ের দৈনন্দিন ব্যবস্থাপনা যেমন নিয়মিত জাতীয় সঙ্গীত,শপথ বাক্য পাঠের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক রুস্তম আলীর সুনির্দিষ্ট অবহেলার প্রমান পাওয়া গেছে। বিদ্যালয় সংশ্লিষ্ট দাপ্তরিক কাগজপত্র অফিসে না রেখে নিজের আওতায় রাখার বিষয়ে ওঠা শিক্ষকদের অভিযোগের যথাযথ উত্তর মেলেনি রুস্তম আলীর কাছে।

এসব অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযুক্ত শিক্ষক রুস্তম আলী দাবি করেন– সব চক্রান্ত। কিন্তু কেন! এমন প্রশ্নে বেরিয়ে আসে আরও ভেতরের খবর। তথ্য পাওয়া যায়, স্কুলটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে শিক্ষক রুস্তম আলীর সমর্থিত প্রার্থী আগেই আলোচনা করা প্রশাসন বিরোধী মামলার বাদী ওবাইদুল হক। সম্প্রতি কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে প্রশাসন নির্বাচন কার্যক্রম স্থবির করে সুষ্ঠু পথ বিচারের জন্য সময় নিলে সভাপতি প্রার্থী ওবায়দুল হক এবং শিক্ষক রুস্তম আলী যশোরের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রিজাইডিং অফিসার কে বাদ রেখেই কাগজপত্র করিয়ে নেয়ার দৌড়ঝাপ করেন।

ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে অনিয়মের দায়ে রুস্তম আলীকে অভিযুক্ত করে স্কুলের শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশও দিয়েছে স্থানীয় শিক্ষা অফিস।

সার্বিক অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিউত্তরে যৌক্তিক তেমন কিছু দাড় করাতে পারেননি অভিযুক্ত শিক্ষক রুস্তম আলী। তবে সভাপতি প্রার্থী ওবায়দুল হক জানিয়েছেন তার সভাপতিত্ব নিশ্চিত করতে তিনি দাপ্তরিক প্রক্রিয়ায় এগিয়ে যাবেন।

এলাকার আরেক সভাপতি প্রার্থী ইলিয়াস হোসেন,সাবেক একাধিক সভাপতি,স্থানীয় বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্যসহ বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বললে তারাও এসব প্রসঙ্গের সাথে সহমত জানান। তবে, শিক্ষক রুস্তম আলী এবং সভাপতি প্রার্থী ওবায়দুল প্রশাসন-স্থানীয় এমপি কাউকেই খুব একটা তোয়াক্কা করেন না জানিয়ে স্থানীয়রা জানান– তাদের বিরুদ্ধে কথা বলতে সবাই মামলা-হামলার ভয় পায়।

অন্যদিকে রুস্তম আলী এবং ওবায়দুল হকের বিড়ম্বনায় ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়টির সুব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন। অর্থনৈতিক সুবিধা আর ক্ষমতার লোভের কাছে বঞ্চনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। নাজেহাল হচ্ছে প্রতিষ্ঠানটি।