নেত্রকোনা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কান যা তা গ্রহণ করে না, মুজিব বায়োপিক প্রশ্নে প্রধানমন্ত্রী

  • আপডেট : ০৭:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • ২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রকাশ পেয়েছিল এ বছরের ১৯ মে। এবারের কান চলচ্চিত্র উৎসবে সেটি প্রকাশ করা হয়। ট্রেলারের বিভিন্ন দৃশ্য ও গ্রাফিক্স নিয়ে সমালোচনার ঝড় উঠে। বিশেষ করে ৭ মার্চের ভাষণে আরিফিন শুভর লুক, গ্রাফিক্স নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। সে সমালোচনা পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানেও।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদ সংস্থা ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন তার কাছে জানতে চান, ‘মুজিব’ ছবিটির ফাইনাল ভার্সন দেখেছেন বা দেখবেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি স্মরণ করিয়ে দেন, ‘এ ছবির মূল শুটিং ঢাকায় হওয়ার কথা ছিল। তারপর তো বেশিরভাগ শুটিং বোম্বেতে করে।,
এরপর কিছুটা ঢাকায় করে। এখন এডিটিং চলছে, যেটা সাধারণত হয়ে থাকে।’ ট্রেলার নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘ট্রেলারটা যদি গ্রহণযোগ্য না হত, তাহলে ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসব কোনদিন কিন্তু গ্রহণ করতো না। কাজেই এর গুণগত মান নিয়ে এখানে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু এ কথা তো আপনাকে বিবেচনা করতে হবে, কান উৎসব কিন্তু যা তা গ্রহণ করে না।’ ‘৭ মার্চের ভাষণে জাতির পিতাকে ওইভাবে দেখার পর, ট্রেলারে দেখলে এটা নিতে অনেকের একটু কষ্ট হয়—এটা হলো সমস্যা।,
 এটা যখন সিনেমা হবে, তখন কেউ না কেউ তো এটাতে অভিনয় করতে হবে। আর সেভাবে করার চেষ্টা করতে হবে। আমি মনে করি যেটুকু করেছে চমৎকার করেছে।’ ‘ট্রেলার কানে যাওয়ার আগে আমাকে পাঠানো হয়েছিল। আমি দেখেছি, যেখানে যেখানে সংশোধন দেওয়ার দিয়েছি। ঠিক করার পর সেটা কানে নিয়েছে।’ জানালেন প্রধানমন্ত্রী। ‘সিনেমাকে সিনেমা হিসেবেই দেখতে হবে’ জানিয়ে তিনি অভিনয়শিল্পীদের প্রশংসা করেন।,
 যে অভিনয় করেছে তাকে অনেক কষ্ট করত হয়েছে। একটা চরিত্র করতে গেলে সে চরিত্রকে গ্রহণ করা, সে সেন্টিমেন্টকে তৈরি করা কঠিন কাজ—আর সেটা যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের চরিত্র হয়, তাহলে আরও কঠিন। তারপরও আমি বলবো এখানে যারা অভিনয় করেছে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।’ ‘মুজিব’ কবে মুক্তি পাবে সে তারিখ সরাসরি না জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা ভালো সময়ে ছবিটি মুক্তির চিন্তা করছি’। ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।,
 এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।,
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। ,
 The post appeared first on Sarabangla http://dlvr.it/SYJv8q

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

কান যা তা গ্রহণ করে না, মুজিব বায়োপিক প্রশ্নে প্রধানমন্ত্রী

আপডেট : ০৭:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রকাশ পেয়েছিল এ বছরের ১৯ মে। এবারের কান চলচ্চিত্র উৎসবে সেটি প্রকাশ করা হয়। ট্রেলারের বিভিন্ন দৃশ্য ও গ্রাফিক্স নিয়ে সমালোচনার ঝড় উঠে। বিশেষ করে ৭ মার্চের ভাষণে আরিফিন শুভর লুক, গ্রাফিক্স নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। সে সমালোচনা পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানেও।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদ সংস্থা ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন তার কাছে জানতে চান, ‘মুজিব’ ছবিটির ফাইনাল ভার্সন দেখেছেন বা দেখবেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি স্মরণ করিয়ে দেন, ‘এ ছবির মূল শুটিং ঢাকায় হওয়ার কথা ছিল। তারপর তো বেশিরভাগ শুটিং বোম্বেতে করে।,
এরপর কিছুটা ঢাকায় করে। এখন এডিটিং চলছে, যেটা সাধারণত হয়ে থাকে।’ ট্রেলার নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘ট্রেলারটা যদি গ্রহণযোগ্য না হত, তাহলে ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসব কোনদিন কিন্তু গ্রহণ করতো না। কাজেই এর গুণগত মান নিয়ে এখানে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু এ কথা তো আপনাকে বিবেচনা করতে হবে, কান উৎসব কিন্তু যা তা গ্রহণ করে না।’ ‘৭ মার্চের ভাষণে জাতির পিতাকে ওইভাবে দেখার পর, ট্রেলারে দেখলে এটা নিতে অনেকের একটু কষ্ট হয়—এটা হলো সমস্যা।,
 এটা যখন সিনেমা হবে, তখন কেউ না কেউ তো এটাতে অভিনয় করতে হবে। আর সেভাবে করার চেষ্টা করতে হবে। আমি মনে করি যেটুকু করেছে চমৎকার করেছে।’ ‘ট্রেলার কানে যাওয়ার আগে আমাকে পাঠানো হয়েছিল। আমি দেখেছি, যেখানে যেখানে সংশোধন দেওয়ার দিয়েছি। ঠিক করার পর সেটা কানে নিয়েছে।’ জানালেন প্রধানমন্ত্রী। ‘সিনেমাকে সিনেমা হিসেবেই দেখতে হবে’ জানিয়ে তিনি অভিনয়শিল্পীদের প্রশংসা করেন।,
 যে অভিনয় করেছে তাকে অনেক কষ্ট করত হয়েছে। একটা চরিত্র করতে গেলে সে চরিত্রকে গ্রহণ করা, সে সেন্টিমেন্টকে তৈরি করা কঠিন কাজ—আর সেটা যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের চরিত্র হয়, তাহলে আরও কঠিন। তারপরও আমি বলবো এখানে যারা অভিনয় করেছে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।’ ‘মুজিব’ কবে মুক্তি পাবে সে তারিখ সরাসরি না জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা ভালো সময়ে ছবিটি মুক্তির চিন্তা করছি’। ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।,
 এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।,
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। ,
 The post appeared first on Sarabangla http://dlvr.it/SYJv8q