নেত্রকোনা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় ট্রেন দুর্ঘটনা : কুমিল্লায় আটকে আছে জালালাবাদ এক্সপ্রেস

  • আপডেট : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
  • ২৬৪

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। এ দুর্ঘটনার পর কুমিল্লা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস ট্রেন।

 

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার সফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এরই মধ্যে ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার খবর জানতে কুমিল্লা রেলওয়ে স্টেশনেও উৎসুক জনতা ভিড় করেছে।

Comilla-Station

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও আনা হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ১৩ জন আহত যাত্রীকে আনা হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন নারী ও একজন শিশু। এদের মধ্যে ১০ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় নিজ মেয়েকে হত্যা করে শেষ রক্ষা হলো না মায়ের

কসবায় ট্রেন দুর্ঘটনা : কুমিল্লায় আটকে আছে জালালাবাদ এক্সপ্রেস

আপডেট : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। এ দুর্ঘটনার পর কুমিল্লা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস ট্রেন।

 

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার সফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এরই মধ্যে ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার খবর জানতে কুমিল্লা রেলওয়ে স্টেশনেও উৎসুক জনতা ভিড় করেছে।

Comilla-Station

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও আনা হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ১৩ জন আহত যাত্রীকে আনা হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন নারী ও একজন শিশু। এদের মধ্যে ১০ জন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।