নেত্রকোনা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবক হত্যা; ঘাতক গ্রেফতার

  • আপডেট : ১০:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৪৭৩

নাঈম আলীঃ মৌলভীবাজারের কমলগঞ্জের পদ্মছড়া চা বাগানের ৪নং প্লান্টেশন এলাকায় পূর্ব বিরোধের জের ধরে জাহিদ মিয়া (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জাহিদ মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে বিকাল সাড়ে ৫ টায় তিনি মারা যান। নিহত জাহিদ মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানের রমজান মিয়ার ছেলে।

জানা যায়, দু’দিন পূর্বে উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া বাগানের ৪নং সেকশনের আনন্দ মন্ডার ছেলে চা শ্রমিক দীপন মুন্ডা মোটর সাইকেল নিয়ে ৪নং সেকশন দিয়ে যাবার পথে একই বাগানের চা শ্রমিক জাহিদ হাসানের গরুকে মোটর সাইকেল দিয়ে আঘাত করে। এ নিয়ে তখন উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে রোববার বিকাল সাড়ে ৪টায় জাহিদ হাসান গরু নিয়ে বাড়ির ফেরার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা দীপন মুন্ডা ও আপন মুন্ডা তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা জাহিদ হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সামসুদ্দীন তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশটির প্রাথমিক সুরতহাল রিপোর্ট করেছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে পদ্মছড়া চা বাগানে উত্তেজনা দেখা দিয়েছে।

কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনাটি স্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটেছে। লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবক হত্যা; ঘাতক গ্রেফতার

আপডেট : ১০:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯

নাঈম আলীঃ মৌলভীবাজারের কমলগঞ্জের পদ্মছড়া চা বাগানের ৪নং প্লান্টেশন এলাকায় পূর্ব বিরোধের জের ধরে জাহিদ মিয়া (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জাহিদ মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে বিকাল সাড়ে ৫ টায় তিনি মারা যান। নিহত জাহিদ মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানের রমজান মিয়ার ছেলে।

জানা যায়, দু’দিন পূর্বে উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া বাগানের ৪নং সেকশনের আনন্দ মন্ডার ছেলে চা শ্রমিক দীপন মুন্ডা মোটর সাইকেল নিয়ে ৪নং সেকশন দিয়ে যাবার পথে একই বাগানের চা শ্রমিক জাহিদ হাসানের গরুকে মোটর সাইকেল দিয়ে আঘাত করে। এ নিয়ে তখন উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে রোববার বিকাল সাড়ে ৪টায় জাহিদ হাসান গরু নিয়ে বাড়ির ফেরার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা দীপন মুন্ডা ও আপন মুন্ডা তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা জাহিদ হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সামসুদ্দীন তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশটির প্রাথমিক সুরতহাল রিপোর্ট করেছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে পদ্মছড়া চা বাগানে উত্তেজনা দেখা দিয়েছে।

কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ঘটনাটি স্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটেছে। লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।