নেত্রকোনা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙ্গাবালীতে নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু

একমাত্র নৌপথ নির্ভর যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালী। তিনদিকে নদী ও একদিকে সাগর দ্বারা বেষ্টিত এ জনপদে দুই লক্ষ মানুষের বসবাস। কিন্তু স্বাস্থ্যসেবার জন্য নেই কোন সরকারি কিংবা বেসরকারি হাসপাতাল। তাই নৌপথ পাড়ি দিয়ে অন্যত্র গিয়ে স্বাস্থ্যসেবা নিতে হয়। বিচ্ছিন্নতার কারণে এতেও রয়েছে নানা বিপত্তি। তবে সেই বিপত্তি কাটিয়ে আলোর দিশারি হয়ে এ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নৌ-এ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে।
জেলার ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এ উপজেলার মানুষের দুর্ভোগের পরিত্রান করতে সোমবার থেকে এমবি ‘পায়রা বোট এ্যাম্বুলেন্স’ নামে নৌ-এ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের অর্থায়নে অভিযাত্রিক ফাউন্ডেশনের পরিচালনায় ১০জন মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ২৬ ফুট দৈর্ঘ্য, ১১৫ হর্স পাওয়ার সম্বলিত এ নৌ-এ্যাম্বুলেন্স ২০-৩০ মিনিটের মধ্যে রোগী পাশ্ববর্তী উপজেলা কিংবা জেলা হাসপাতালে পৌঁছাতে সক্ষম হবে। এতে থাকছে অক্সিজেন ও জরুরী ঔষধের ব্যবস্থাসহ সার্বক্ষণিক স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসেবার অন্যান্য সুযোগ সুবিধা।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে আনুষ্ঠানিকভাবে এ নৌ-এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইডিএলসির এমডি ও সিইও আরিফ খান, জেলা সিভিল সার্জন ডা: মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল, সাংবাদিক আব্দুস সালাম আরিফ ও কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি ও জহিরুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙ্গাবালীতে নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু

আপডেট : ১০:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
একমাত্র নৌপথ নির্ভর যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালী। তিনদিকে নদী ও একদিকে সাগর দ্বারা বেষ্টিত এ জনপদে দুই লক্ষ মানুষের বসবাস। কিন্তু স্বাস্থ্যসেবার জন্য নেই কোন সরকারি কিংবা বেসরকারি হাসপাতাল। তাই নৌপথ পাড়ি দিয়ে অন্যত্র গিয়ে স্বাস্থ্যসেবা নিতে হয়। বিচ্ছিন্নতার কারণে এতেও রয়েছে নানা বিপত্তি। তবে সেই বিপত্তি কাটিয়ে আলোর দিশারি হয়ে এ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নৌ-এ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে।
জেলার ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এ উপজেলার মানুষের দুর্ভোগের পরিত্রান করতে সোমবার থেকে এমবি ‘পায়রা বোট এ্যাম্বুলেন্স’ নামে নৌ-এ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের অর্থায়নে অভিযাত্রিক ফাউন্ডেশনের পরিচালনায় ১০জন মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ২৬ ফুট দৈর্ঘ্য, ১১৫ হর্স পাওয়ার সম্বলিত এ নৌ-এ্যাম্বুলেন্স ২০-৩০ মিনিটের মধ্যে রোগী পাশ্ববর্তী উপজেলা কিংবা জেলা হাসপাতালে পৌঁছাতে সক্ষম হবে। এতে থাকছে অক্সিজেন ও জরুরী ঔষধের ব্যবস্থাসহ সার্বক্ষণিক স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসেবার অন্যান্য সুযোগ সুবিধা।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে আনুষ্ঠানিকভাবে এ নৌ-এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইডিএলসির এমডি ও সিইও আরিফ খান, জেলা সিভিল সার্জন ডা: মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল, সাংবাদিক আব্দুস সালাম আরিফ ও কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি ও জহিরুল ইসলাম।