নেত্রকোনা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাবি স্কুল ছাত্রীর শ্লীলতাহানি দায়ে শিক্ষক গ্রেফতার

  • আপডেট : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ১৭৭

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাবি স্কুলের প্রভাষক দুরুল হুদা দায়েরকৃত মামলার একমাত্র আসামি। গতকাল রবিবার আসামী দুরুল হুদাকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাসায় পড়াতে আসেন দুরুল হুদা।

পড়ানো শেষে ছাত্রীকে বাড়ি দেখার নাম করে স্টোর রুমে নিয়ে যান তিনি। এক পর্যায়ে তিনি ছাত্রীকে জড়িয়ে ধরেন এবং অশালীন আচরণ করেন। বিষয়টি বুঝতে পেরে দুরুল হুদাকে ধাক্কা দিয়ে চলে আসতে চাইলে আবারও তাকে জড়িয়ে ধরেন। ছাত্রীর চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসলে দুরুল হুদা পালিয়ে যান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুরুল হুদাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

রাবি স্কুল ছাত্রীর শ্লীলতাহানি দায়ে শিক্ষক গ্রেফতার

আপডেট : ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাবি স্কুলের প্রভাষক দুরুল হুদা দায়েরকৃত মামলার একমাত্র আসামি। গতকাল রবিবার আসামী দুরুল হুদাকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাসায় পড়াতে আসেন দুরুল হুদা।

পড়ানো শেষে ছাত্রীকে বাড়ি দেখার নাম করে স্টোর রুমে নিয়ে যান তিনি। এক পর্যায়ে তিনি ছাত্রীকে জড়িয়ে ধরেন এবং অশালীন আচরণ করেন। বিষয়টি বুঝতে পেরে দুরুল হুদাকে ধাক্কা দিয়ে চলে আসতে চাইলে আবারও তাকে জড়িয়ে ধরেন। ছাত্রীর চিৎকার শুনে বাড়ির লোকজন ঘটনাস্থলে আসলে দুরুল হুদা পালিয়ে যান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুরুল হুদাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।