নেত্রকোনা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

  • আপডেট : ০৮:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
  • ১৭১

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘এ’ ইউনিটের চীফ কো-অর্ডিনেটর প্রফেসর এম. আহসান কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর ২০১৯ এর মধ্যে প্রকাশিত ফলাফলের মেধাক্রম অনুযায়ী বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এতে গ্রুপ-১ থেকে প্রথম চার হাজার ৮৫২ জন এবং গ্রুপ-২ থেকে প্রথম চার হাজার ৭৬২ জন এ ফরম পূরন করতে পারবে। বিভাগের আসন সংখ্যা অনুযায়ী আগামী ২৪ নভেম্বর ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের চ‚ড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২৫ নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত চ‚ড়ান্ত মনোনীতদের ভর্তি কার্যক্রম চলবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ৩ ডিসেম্বর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ভর্তির সময় শিক্ষার্থীকে পরীক্ষার হল পরিদর্শক স্বাক্ষরিত প্রবেশপত্রের কপি, বিভাগ পছন্দক্রম ফরম, এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইরেজি বিভাগে ভর্তীচ্ছুদের লিখিত পরীক্ষা আগামী ১৩ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদে ভর্তীচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা একই দিন দুপুর ১২টায় (গ্রুপ-১) এবং বিকাল ৩টায় (গ্রুপ-২) অনুষ্ঠিত হবে। সঙ্গীত বিভাগে ভর্তীচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ১৫ নভেম্বর এবং নাট্যকলায় ভর্তীচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

রাবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট : ০৮:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার এ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘এ’ ইউনিটের চীফ কো-অর্ডিনেটর প্রফেসর এম. আহসান কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর ২০১৯ এর মধ্যে প্রকাশিত ফলাফলের মেধাক্রম অনুযায়ী বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এতে গ্রুপ-১ থেকে প্রথম চার হাজার ৮৫২ জন এবং গ্রুপ-২ থেকে প্রথম চার হাজার ৭৬২ জন এ ফরম পূরন করতে পারবে। বিভাগের আসন সংখ্যা অনুযায়ী আগামী ২৪ নভেম্বর ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের চ‚ড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২৫ নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত চ‚ড়ান্ত মনোনীতদের ভর্তি কার্যক্রম চলবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ৩ ডিসেম্বর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ভর্তির সময় শিক্ষার্থীকে পরীক্ষার হল পরিদর্শক স্বাক্ষরিত প্রবেশপত্রের কপি, বিভাগ পছন্দক্রম ফরম, এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইরেজি বিভাগে ভর্তীচ্ছুদের লিখিত পরীক্ষা আগামী ১৩ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদে ভর্তীচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা একই দিন দুপুর ১২টায় (গ্রুপ-১) এবং বিকাল ৩টায় (গ্রুপ-২) অনুষ্ঠিত হবে। সঙ্গীত বিভাগে ভর্তীচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ১৫ নভেম্বর এবং নাট্যকলায় ভর্তীচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা ১২ থেকে ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।