নেত্রকোনা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বধলায় মোটরসাইকেল চোর আটক

  • আপডেট : ০৫:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ৬৮৫

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক আল মুনসুরের ভাই আল মামুনের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হওয়ার তিন মাসের মাথায় আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজের সূত্র ধরে মোফাজ্জল হোসেন (৪০) নামের এক চোর চক্রের সদস্যকে ময়মনসিংহের ধোবউড়া থেকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

আটককৃত মোফাজ্জল ময়মনসিংহের ধোবউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের জিগাগাছিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

পুলিশ জনায়, বুধবার (৩ মে) সকাল পৌনে ১০টার দিকে প্রতিদিনের সংবাদ পত্রিকার নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মোঃ আল মুনসুরের ভাই মোঃ আল মামুনের লাল-কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি (যার রেজি : MYMENSINGH, HA 15-5372, ইঞ্জিন নং- JZYWKB09924, চেচিস নং: PSUB44BY5KTF29110) পূর্বধলা থানার পূর্বপাশে কাজী হাছিদুল ইসলামের বাসার গেটের সামনে থেকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় সাংবাদিকের ভাই আল মামুন বাদী হয়ে গত ৬মে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় আশপোশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পর চোর চক্রকে ভিডিও ফুটেজে দেখা গেলেও এতদিন সনাক্ত করা যায়নি।

দীর্ঘ তিন মাসের মাথায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আমিনুল ইসলাম, এএসআই মোকাম্মেল হোসাইন, এএসআই ফারুক ইসলাম খান ও এএসআই এমদাদুলহক সঙ্গীয় ফোর্সসহ ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার সকালে মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোফাজ্জল হোসেনকে তার গ্রামের বাড়ি ধোবউড়া উপজেলার জিগাগাছিয়া গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃত মোফাজ্জল হোসেনের নামে ময়মনসিংহ সদর থানায় একটি, জয়দেবপুর থানায় দুইটি, কাপাশিয়া থানায় একটি ও বাসন থানায় একটি চুরির মামলা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

পূর্বধলায় মোটরসাইকেল চোর আটক

আপডেট : ০৫:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক আল মুনসুরের ভাই আল মামুনের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হওয়ার তিন মাসের মাথায় আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজের সূত্র ধরে মোফাজ্জল হোসেন (৪০) নামের এক চোর চক্রের সদস্যকে ময়মনসিংহের ধোবউড়া থেকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

আটককৃত মোফাজ্জল ময়মনসিংহের ধোবউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের জিগাগাছিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

পুলিশ জনায়, বুধবার (৩ মে) সকাল পৌনে ১০টার দিকে প্রতিদিনের সংবাদ পত্রিকার নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রতিনিধি মোঃ আল মুনসুরের ভাই মোঃ আল মামুনের লাল-কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি (যার রেজি : MYMENSINGH, HA 15-5372, ইঞ্জিন নং- JZYWKB09924, চেচিস নং: PSUB44BY5KTF29110) পূর্বধলা থানার পূর্বপাশে কাজী হাছিদুল ইসলামের বাসার গেটের সামনে থেকে কে বা কারা চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় সাংবাদিকের ভাই আল মামুন বাদী হয়ে গত ৬মে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় আশপোশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পর চোর চক্রকে ভিডিও ফুটেজে দেখা গেলেও এতদিন সনাক্ত করা যায়নি।

দীর্ঘ তিন মাসের মাথায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আমিনুল ইসলাম, এএসআই মোকাম্মেল হোসাইন, এএসআই ফারুক ইসলাম খান ও এএসআই এমদাদুলহক সঙ্গীয় ফোর্সসহ ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার সকালে মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোফাজ্জল হোসেনকে তার গ্রামের বাড়ি ধোবউড়া উপজেলার জিগাগাছিয়া গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃত মোফাজ্জল হোসেনের নামে ময়মনসিংহ সদর থানায় একটি, জয়দেবপুর থানায় দুইটি, কাপাশিয়া থানায় একটি ও বাসন থানায় একটি চুরির মামলা রয়েছে।