নেত্রকোনা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বধলায় নৌকার সমর্থক সকল আসামী জামিনে মুক্ত

  • আপডেট : ০২:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ৪০৩

শফিকুল আলম শাহীন : নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকের দায়ের করা মামলায় নৌকার সমর্থক সকল আসামীকে জামিন দিয়েছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা আমলি আদালতের বিচারক আশরাফুন্নাহার তাদের জামিন মঞ্জুর করেন।

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ্ জানান, উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সকল আসামিদের জামিন মঞ্জুর করেন।

গত মঙ্গলবার উপজেলার বাদে পুটিকা ও ইচুলিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, কর্মী সমর্থকদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকিরের সমর্থক রাসেল মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় এ মামলাটি করেছিলেন।

মামলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর ২১ কর্মী সমর্থকদের নামসহ ও অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

পূর্বধলায় নৌকার সমর্থক সকল আসামী জামিনে মুক্ত

আপডেট : ০২:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

শফিকুল আলম শাহীন : নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকের দায়ের করা মামলায় নৌকার সমর্থক সকল আসামীকে জামিন দিয়েছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা আমলি আদালতের বিচারক আশরাফুন্নাহার তাদের জামিন মঞ্জুর করেন।

নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ্ জানান, উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সকল আসামিদের জামিন মঞ্জুর করেন।

গত মঙ্গলবার উপজেলার বাদে পুটিকা ও ইচুলিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, কর্মী সমর্থকদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল ফকিরের সমর্থক রাসেল মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় এ মামলাটি করেছিলেন।

মামলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর ২১ কর্মী সমর্থকদের নামসহ ও অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।