নেত্রকোনা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ভূয়া এসআই গ্রেফতার

  • আপডেট : ০৮:১২:০২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ২৯৬

সামসুল হক জুুৃয়েল, গাজীপুর প্রতিনিধিঃগাজীপুরের সদর উপজেলাধীন রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় ভুয়া পুলিশের এক এসআইকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশে (নয়নপুর) মুক্তিযোদ্ধা মার্কেটের জনৈক আবুল কালাম এর চা দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ভূয়া এসআই হলো চাঁদপুর, কোতোয়ালী থানার ফরিদপুর জেলার আব্দুল জলিল শেখের ছেলে জুয়েল ওরফে হাফিজ। সে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকার জনৈক আফাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতো।

আজ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ভূয়া এসআই পরিচয়দানকারী কিছু সংখ্যক প্রতারক প্রতারণা করার উদ্দেশ্যে রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আসামী জুয়েলকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীর কাছ থেকে ২টি ভুয়া এসআই পদবীর ভিজিটিং কার্ড, ১টি মোবাইল ফোন ও নগদ ৭০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী পেশায় একজন ইলেকট্রিক্যাল মেকানিক।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে গত এক বছর পূর্বে গাজীপুরে রাজেন্দ্রপুর এলাকায় হোতাপাড়াস্থ জয়দেবপুর থানার পুলিশের একজন এসআই পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। উক্ত বাসায় ভাড়া থেকে সে দীর্ঘদিন যাবৎ জয়দেবপুর থানার এসআই পরিচয় দিয়ে অত্র থানাধীন এলাকাসহ আশপাশ এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষদেরকে গ্রেফতার/মামলার ভয় দেখিয়ে বিপুল পরিমানের নগদ টাকা হাতিয়ে নিয়েছে বলে আসামী স্বীকার করে।

এছাড়াও অত্র এলাকায় চলাচলরত বিভিন্ন গাড়ী, সিএনজি ড্রাইভারদের থেকে মাসিক চাঁদা আদায় করে আসছিল বলে স্থানীয় লোকেরা জানায় । উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

গাজীপুরে ভূয়া এসআই গ্রেফতার

আপডেট : ০৮:১২:০২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯

সামসুল হক জুুৃয়েল, গাজীপুর প্রতিনিধিঃগাজীপুরের সদর উপজেলাধীন রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় ভুয়া পুলিশের এক এসআইকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশে (নয়নপুর) মুক্তিযোদ্ধা মার্কেটের জনৈক আবুল কালাম এর চা দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ভূয়া এসআই হলো চাঁদপুর, কোতোয়ালী থানার ফরিদপুর জেলার আব্দুল জলিল শেখের ছেলে জুয়েল ওরফে হাফিজ। সে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকার জনৈক আফাজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতো।

আজ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ভূয়া এসআই পরিচয়দানকারী কিছু সংখ্যক প্রতারক প্রতারণা করার উদ্দেশ্যে রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আসামী জুয়েলকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীর কাছ থেকে ২টি ভুয়া এসআই পদবীর ভিজিটিং কার্ড, ১টি মোবাইল ফোন ও নগদ ৭০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী পেশায় একজন ইলেকট্রিক্যাল মেকানিক।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে গত এক বছর পূর্বে গাজীপুরে রাজেন্দ্রপুর এলাকায় হোতাপাড়াস্থ জয়দেবপুর থানার পুলিশের একজন এসআই পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। উক্ত বাসায় ভাড়া থেকে সে দীর্ঘদিন যাবৎ জয়দেবপুর থানার এসআই পরিচয় দিয়ে অত্র থানাধীন এলাকাসহ আশপাশ এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষদেরকে গ্রেফতার/মামলার ভয় দেখিয়ে বিপুল পরিমানের নগদ টাকা হাতিয়ে নিয়েছে বলে আসামী স্বীকার করে।

এছাড়াও অত্র এলাকায় চলাচলরত বিভিন্ন গাড়ী, সিএনজি ড্রাইভারদের থেকে মাসিক চাঁদা আদায় করে আসছিল বলে স্থানীয় লোকেরা জানায় । উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।