নেত্রকোনা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আটপাড়ায় অবকাঠামো সংকটে ঘাগড়া উচ্চ বিদ্যালয়

  • আপডেট : ০৪:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
  • ২৬৮

আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ ঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ২২টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ঘাগড়া উচ্চ বিদ্যালয়টি শিক্ষার মান উন্নয়নের দিকে যথেষ্ট এগিয়ে রয়েছে। বিদ্যালয়টি শিক্ষার মানে এগিয়ে থাকলেও অবকাঠামোর দিকে সংকটে রয়েছে। ১৯৭০খ্রি. সনে বিদ্যালয়টি স্থাপিত হলেও এ পর্যন্ত শিক্ষার্থীর তুলনায় ভৌত অবকাঠামোর কোন উন্নয়ন নেই। তাই শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণি কক্ষ সংকটের মধ্যে দিয়েই নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টি উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে স্বরমুশিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ঘাগড়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে নোয়াপাড়া, মোস্তফাপুর, চরপাড়া, ঘাগড়া, দরিয়াবক্স, মদ্রাকোণা, শিবপ্রসাদপুর গ্রামের ছেলে-মেয়েরা অধ্যয়নরত আছে। বিদ্যালয়ে আসার সকল রাস্তাই কাঁচা হওয়ায় এবং সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে অতি কষ্টে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করে থাকে।

বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও প্রধান শিক্ষ মো: দেলোয়ার হোসেন এর অক্লান্ত পরিশ্রমে সহকারী শিক্ষকগণ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অবকাঠমো সংকট থাকলেও বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান ভাল এবং মনোমুগ্ধকর পরিবেশ বিরাজমান। দৈনিক সমাবেশ অনুষ্ঠানসহ নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত থাকায় সকল পাবলিক পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছে।

গত ২০১৮খ্রি. সনের জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষায় পাশের হার শতভাগ। ছাত্র অভিভাবক মোজাম্মেল হক, তরিকুল ইসলাম, এখলাছ মিয়া, জামাল উদ্দিন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক। তবে শিক্ষার্থীদের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা একান্ত প্রয়োজন। প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন বলেন, নতুন ভবন নির্মাণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

আটপাড়ায় অবকাঠামো সংকটে ঘাগড়া উচ্চ বিদ্যালয়

আপডেট : ০৪:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯

আটপাড়া থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ ঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় ২২টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ঘাগড়া উচ্চ বিদ্যালয়টি শিক্ষার মান উন্নয়নের দিকে যথেষ্ট এগিয়ে রয়েছে। বিদ্যালয়টি শিক্ষার মানে এগিয়ে থাকলেও অবকাঠামোর দিকে সংকটে রয়েছে। ১৯৭০খ্রি. সনে বিদ্যালয়টি স্থাপিত হলেও এ পর্যন্ত শিক্ষার্থীর তুলনায় ভৌত অবকাঠামোর কোন উন্নয়ন নেই। তাই শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণি কক্ষ সংকটের মধ্যে দিয়েই নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টি উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে স্বরমুশিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ঘাগড়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে নোয়াপাড়া, মোস্তফাপুর, চরপাড়া, ঘাগড়া, দরিয়াবক্স, মদ্রাকোণা, শিবপ্রসাদপুর গ্রামের ছেলে-মেয়েরা অধ্যয়নরত আছে। বিদ্যালয়ে আসার সকল রাস্তাই কাঁচা হওয়ায় এবং সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে অতি কষ্টে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করে থাকে।

বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও প্রধান শিক্ষ মো: দেলোয়ার হোসেন এর অক্লান্ত পরিশ্রমে সহকারী শিক্ষকগণ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অবকাঠমো সংকট থাকলেও বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান ভাল এবং মনোমুগ্ধকর পরিবেশ বিরাজমান। দৈনিক সমাবেশ অনুষ্ঠানসহ নিয়মিত পাঠদান কার্যক্রম অব্যাহত থাকায় সকল পাবলিক পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছে।

গত ২০১৮খ্রি. সনের জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষায় পাশের হার শতভাগ। ছাত্র অভিভাবক মোজাম্মেল হক, তরিকুল ইসলাম, এখলাছ মিয়া, জামাল উদ্দিন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক। তবে শিক্ষার্থীদের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা একান্ত প্রয়োজন। প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন বলেন, নতুন ভবন নির্মাণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।