নেত্রকোনা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে এসডিজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৮ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ডেটা সায়েন্স এন্ড এসডিজি’স: চ্যালেঞ্জেস, অপরচুনিটিজ এন্ড রিয়েলিটিজ’ শীর্ষক দুই দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামী ১৮ ডিসেম্বর। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে পরিসংখ্যান বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্মেলনে ২টি কিনোট, ৫টি প্ল্যানারি, ৪৭ টি ইনভাইটেড টক ও ১২২ টি কনট্রিবিউটেড টক থাকছে। এতে ৪৪ টি বিদেশীয় প্রতিষ্ঠান ও ২৮ টি দেশীয় প্রতিষ্ঠানসহ প্রায় ৪০০ জন বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন। এছাড়া ২৭ টি এসডিজি বিষয়ক স্টল, একটি পোস্টার সেশন ও প্রি-কনফারেন্স ওয়ার্কশপ থাকবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এ আন্তর্জাতিক সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ উপস্থিত থাকবেন।

সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা কমিশনের সচিব সুরেন্দ্রনাথ চক্রবর্তী ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর উপস্থিত থাকবেন। এছাড়া উভয় পর্বেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

সম্মেলনে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম হোসেন ও সাবেক সভাপতি অধ্যাপক আইয়ুব আলী, অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার ও অধ্যাপক এম ছায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় নিজ মেয়েকে হত্যা করে শেষ রক্ষা হলো না মায়ের

রাবিতে এসডিজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু ১৮ ডিসেম্বর

আপডেট : ০৫:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ডেটা সায়েন্স এন্ড এসডিজি’স: চ্যালেঞ্জেস, অপরচুনিটিজ এন্ড রিয়েলিটিজ’ শীর্ষক দুই দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামী ১৮ ডিসেম্বর। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে পরিসংখ্যান বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্মেলনে ২টি কিনোট, ৫টি প্ল্যানারি, ৪৭ টি ইনভাইটেড টক ও ১২২ টি কনট্রিবিউটেড টক থাকছে। এতে ৪৪ টি বিদেশীয় প্রতিষ্ঠান ও ২৮ টি দেশীয় প্রতিষ্ঠানসহ প্রায় ৪০০ জন বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন। এছাড়া ২৭ টি এসডিজি বিষয়ক স্টল, একটি পোস্টার সেশন ও প্রি-কনফারেন্স ওয়ার্কশপ থাকবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এ আন্তর্জাতিক সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী দপ্তরের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ উপস্থিত থাকবেন।

সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা কমিশনের সচিব সুরেন্দ্রনাথ চক্রবর্তী ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর উপস্থিত থাকবেন। এছাড়া উভয় পর্বেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

সম্মেলনে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম হোসেন ও সাবেক সভাপতি অধ্যাপক আইয়ুব আলী, অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার ও অধ্যাপক এম ছায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।