নেত্রকোনা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাবিসাসের সুবর্ণজয়ন্তী উৎসব শনিবার

  • আপডেট : ০২:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • ২৫৯

রাবি সংবাদদাতা:

আগামী শনিবার দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ৫০ বছর পূর্তি উৎসব (সুবর্ণজয়ন্তী)। এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে উৎসবের উদ্বোধন করবেন ডিবিসি নিউজ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-২ আসনের সংসদ জনাব ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, দেশবরেণ্য শিক্ষক, সংস্কৃতিজন উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, রাবিসাস ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ছাত্র-সাংবাদিকদের সংগঠন। গত ৫০ বছরে রাবিসাসের সাবেক সদস্যদের অনেকেই দেশ-বিদেশে বিভিন্ন মিডিয়ার নানা শাখায় গুরুত্বপূর্ণ অবস্থানে কাজ করেছেন, করছেন। অনেকে প্রশাসনসহ বিভিন্ন স্তরে উচ্চ অবস্থানে থেকে জাতীয় উন্নয়নে ভ‚মিকা পালন করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

রাবিসাসের সুবর্ণজয়ন্তী উৎসব শনিবার

আপডেট : ০২:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯

রাবি সংবাদদাতা:

আগামী শনিবার দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ৫০ বছর পূর্তি উৎসব (সুবর্ণজয়ন্তী)। এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন চত্বরে উৎসবের উদ্বোধন করবেন ডিবিসি নিউজ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-২ আসনের সংসদ জনাব ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, দেশবরেণ্য শিক্ষক, সংস্কৃতিজন উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, রাবিসাস ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ছাত্র-সাংবাদিকদের সংগঠন। গত ৫০ বছরে রাবিসাসের সাবেক সদস্যদের অনেকেই দেশ-বিদেশে বিভিন্ন মিডিয়ার নানা শাখায় গুরুত্বপূর্ণ অবস্থানে কাজ করেছেন, করছেন। অনেকে প্রশাসনসহ বিভিন্ন স্তরে উচ্চ অবস্থানে থেকে জাতীয় উন্নয়নে ভ‚মিকা পালন করেছেন।