নেত্রকোনা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অপরিকল্পিত সুইচগেট নির্মাণে ক্ষতিগ্রস্ত কৃষক: প্রতিকারের দাবীতে স্মারকলিপি

  • আপডেট : ১০:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
  • ৪৫৯

নাঈম আলী: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন ও কোনাগাঁও গ্রামের মধ্যবর্তী ২০০৬ সালে এলজিইডি কর্তৃক সুইচগেট নির্মাণে অবকাঠিামো ক্রুটির কারণে সৃষ্ট নদী ভাঙ্গন প্রতিকারের জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে ২৫০ ফুট পরিমাণ নদী ভাঙ্গনের পাড় বাঁধ নির্মাণ, অপরিকল্পিত সুইচগেট অপসারন করা, লাউয়াছড়া নিরাপদ পানি প্রবাহের জন্য নদী খনন করা, ক্ষতিগ্রস্ত স্কুলের রাস্তা, স্কুল মাঠ, ফিশারী নির্মাণে সরকারি সহযোগিতা প্রদান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান ও নদী ভাঙ্গনের উভয় পাড়ে গাইডওয়াল নির্মাণের দাবি জানানো হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় আদমপুর ইউনিয়নের শতাধিক কৃষক মিছিল সহকারে উপজেলা সদরে এসে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশেকুল হক এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক জহুর লাল দত্ত, সংগঠক এবং লেখক-গবেষক আহমদ সিরাজ, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সমাজসেবক আনোয়ার হোসেন বাবু, কৃষক নেতা মন্তাজ আলী, বিশ্বজিত সিংহ, স্থানীয় কৃষক উমেদ আলী, হাবিব আলী, সোয়েব আলী, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন-কোনাগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে দরিদ্র কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকারের দিক নির্দেশনায় উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২০০৬ সালে একটি সুইচগেট নির্মিত হয়েছিল। অবকাঠামোগত ক্রুটির কারণে সামান্য বৃষ্টি হলে পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা পানি, ঝোঁপঝাড় ও আবর্জনা সুইচগেটের মুখ বন্ধ হয়ে পানির স্রোত বাধাগ্রস্ত হয়ে লাউয়াছড়ায় ২৫০ ফুট পরিমাণ ভাঙ্গনের সৃষ্টি সৃষ্টি হয়ে এলাকায় বন্যায় প্লাবিত হয়। স্থানীয় মাঝেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ রাস্তা, স্কুলের মাঠ হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ একযুগের বেশি সময় ধরে আদমপুর ইউনিয়নের নয়াপত্তন, কোনাগাঁও, ছনগাঁও, তেতইগাঁও, ঘোড়ামারা, বন্দরগাঁও, ভানুবিল ও হুমেরজান গ্রামে বসবাসরত কৃষকের প্রায় ৩০০ একর কৃষিজমি বিনষ্ট হয়ে চাষের অনুপযোগি হয়ে পড়ছে।

অতিসম্প্রতি নয়াপত্তর ও কোনাগাঁও গ্রামের ফসলি কৃষি জমির প্রায় ১৫০ একর বালু ও পলি মাটি ভরাট হয়ে চাষের অনুপযোগি হয়ে পড়ছে। আর্থিকভাবে দুর্যোগের মুখে স্থানীয় কৃষককুলের অবস্থা শোচনীয় পর্যায়ে। নয়াপত্তন- কোনাগাঁও এলাকায় অপরিকল্পিত একটি সুইচগেটে স্রোতের পানি বাঁধাগ্রস্ত হয়ে বাঁধ ভেঙ্গে আট গ্রামের কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিকল্প পথে পাহাড়ি ছড়ার পানি নিস্কাশিত হওয়ায় শত শত কিয়ার কৃষিজমিতে পলি জমে ভরাট হওয়ায় বিস্তীর্ণ এলাকা রয়েছে অনাবাদি। বানের পানির সাথে বিপুল পরিমাণে বালু এসে আবাদি জমিতে জমাট বেঁধেছে।

স্মারকলিপি গ্রহণ করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশেকুল হক জানান, তিনি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দ্রুত সময়ের মধ্যে লাউয়াছড়ায় ভাঙ্গনকৃত ২৫০ ফুট বাঁধ মেরামতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

অপরিকল্পিত সুইচগেট নির্মাণে ক্ষতিগ্রস্ত কৃষক: প্রতিকারের দাবীতে স্মারকলিপি

আপডেট : ১০:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯

নাঈম আলী: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন ও কোনাগাঁও গ্রামের মধ্যবর্তী ২০০৬ সালে এলজিইডি কর্তৃক সুইচগেট নির্মাণে অবকাঠিামো ক্রুটির কারণে সৃষ্ট নদী ভাঙ্গন প্রতিকারের জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে ২৫০ ফুট পরিমাণ নদী ভাঙ্গনের পাড় বাঁধ নির্মাণ, অপরিকল্পিত সুইচগেট অপসারন করা, লাউয়াছড়া নিরাপদ পানি প্রবাহের জন্য নদী খনন করা, ক্ষতিগ্রস্ত স্কুলের রাস্তা, স্কুল মাঠ, ফিশারী নির্মাণে সরকারি সহযোগিতা প্রদান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান ও নদী ভাঙ্গনের উভয় পাড়ে গাইডওয়াল নির্মাণের দাবি জানানো হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় আদমপুর ইউনিয়নের শতাধিক কৃষক মিছিল সহকারে উপজেলা সদরে এসে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশেকুল হক এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক জহুর লাল দত্ত, সংগঠক এবং লেখক-গবেষক আহমদ সিরাজ, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সমাজসেবক আনোয়ার হোসেন বাবু, কৃষক নেতা মন্তাজ আলী, বিশ্বজিত সিংহ, স্থানীয় কৃষক উমেদ আলী, হাবিব আলী, সোয়েব আলী, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন-কোনাগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে দরিদ্র কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকারের দিক নির্দেশনায় উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২০০৬ সালে একটি সুইচগেট নির্মিত হয়েছিল। অবকাঠামোগত ক্রুটির কারণে সামান্য বৃষ্টি হলে পাহাড় থেকে নেমে আসা খরস্রোতা পানি, ঝোঁপঝাড় ও আবর্জনা সুইচগেটের মুখ বন্ধ হয়ে পানির স্রোত বাধাগ্রস্ত হয়ে লাউয়াছড়ায় ২৫০ ফুট পরিমাণ ভাঙ্গনের সৃষ্টি সৃষ্টি হয়ে এলাকায় বন্যায় প্লাবিত হয়। স্থানীয় মাঝেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ রাস্তা, স্কুলের মাঠ হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ একযুগের বেশি সময় ধরে আদমপুর ইউনিয়নের নয়াপত্তন, কোনাগাঁও, ছনগাঁও, তেতইগাঁও, ঘোড়ামারা, বন্দরগাঁও, ভানুবিল ও হুমেরজান গ্রামে বসবাসরত কৃষকের প্রায় ৩০০ একর কৃষিজমি বিনষ্ট হয়ে চাষের অনুপযোগি হয়ে পড়ছে।

অতিসম্প্রতি নয়াপত্তর ও কোনাগাঁও গ্রামের ফসলি কৃষি জমির প্রায় ১৫০ একর বালু ও পলি মাটি ভরাট হয়ে চাষের অনুপযোগি হয়ে পড়ছে। আর্থিকভাবে দুর্যোগের মুখে স্থানীয় কৃষককুলের অবস্থা শোচনীয় পর্যায়ে। নয়াপত্তন- কোনাগাঁও এলাকায় অপরিকল্পিত একটি সুইচগেটে স্রোতের পানি বাঁধাগ্রস্ত হয়ে বাঁধ ভেঙ্গে আট গ্রামের কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিকল্প পথে পাহাড়ি ছড়ার পানি নিস্কাশিত হওয়ায় শত শত কিয়ার কৃষিজমিতে পলি জমে ভরাট হওয়ায় বিস্তীর্ণ এলাকা রয়েছে অনাবাদি। বানের পানির সাথে বিপুল পরিমাণে বালু এসে আবাদি জমিতে জমাট বেঁধেছে।

স্মারকলিপি গ্রহণ করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশেকুল হক জানান, তিনি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দ্রুত সময়ের মধ্যে লাউয়াছড়ায় ভাঙ্গনকৃত ২৫০ ফুট বাঁধ মেরামতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে ।