নেত্রকোনা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সামাজিক ও মানসিক উৎকর্ষের জন্য নৈতিক শিক্ষা এবং মূল্যবোধ চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

  • আপডেট : ১০:১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ২০২

নৈতিক কথাটি নীতির সাথে সম্পর্কযুক্ত। সকল ক্ষেত্রেই সুনীতিই নৈতিক মূল্যবোধের নিয়ামক। নৈতিক শিক্ষা ও মূল্যবোধ মানুষের জীবনে অনুসরণযোগ্য এমন কিছু আচরণ বিধি, যা মানুষের জীবন ব্যবস্থা বা জীবন পদ্ধতিকে সুন্দর করে তোলে।
সাধারণভাবে মানব আচরণ ও দৃষ্টিভঙ্গির কতকগুলো দিককে নৈতিক চরিত্রের অর্ন্তভুক্ত করা হয়েছে।

যেমন- জীবনে উচ্চমূল্যবোধের উপলব্ধি ও চর্চা, মনের প্রশিক্ষন বা ইচ্ছাশক্তি, সুশৃঙ্খল সহজাত প্রবৃত্তি, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সহিষ্ণুতা, শিষ্টাচার, ইত্যাদি সামগ্রিক আচার-আচরণের অভ্যাস, হিংসা, বিদ্বেষ, কুটিলতা ইত্যাদি মানসিকতা পরিহার এবং বদঅভ্যাস দমন, ন্যায়বিচার, মানবকল্যাণ, পরহিতব্রত ইত্যাদি মানবিক গুনাবলীকে জীবনের চালিকাশক্তি হিসেবে গ্রহণ করা।
সাধারণ অর্থে নৈতিকতা সম্বন্ধে সচেতনতা জাগানোর শিক্ষাকে মূল্যবোধ বলা হয়। সামাজিক ন্যায়নীতি, বিশ্বাস, আচরণ ইত্যাদি বিষয়ে যে ধ্যান ধারণা তাই হলো মূল্যবোধ। মানবিক মূল্যবোধের পরে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ¯েœহ, প্রীতি, সহমর্মিতা, সহনশীলতা ইত্যাদি। মানবিক মূল্যবোধের সাথে আছে নৈতিকতার সম্পর্ক। মানবিক মূল্যবোধ যার নেই তার নৈতিকতাবোধ নেই বললেই চলে। মানুষ মানবিক মূল্যবোধ নিয়ে জন্মায়না। এটি তাদের অর্জিত গুন। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমরা নৈতিক মূল্যবোধ পেয়ে থাকি।

মানুষের জীবন ক্ষুদ্র স্বার্থপরতা, সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং মানুষ ন্যায়-অন্যায়, ভালো মন্দ বিচার করবে এবং মানবতার পরিচয় দেবে এটাই নৈতিক মূল্যবোধ চর্চার মূল কথা। নৈতিক আদর্শ নৈতিকতার আদর্শে প্রতিফলিত হয়। শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য এই নৈতিক মূল্যবোধ সংবলিত মানুষ ও নাগরিক সৃষ্টি করা। আমাদের দেশে সর্বত্রই একটা অস্থিরতা বিরাজ করছে। সকলেই যেন কোনো না কোনো অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত। শিক্ষার প্রতি অনুরাগ, ন্যায়ের প্রতি কারও আগ্রহ নেই। বেড়েছে ভোগবাদী প্রবণতা, কর্তব্যের প্রতি অবহেলা, সহানুভূতির পরিবর্তে মানুষের প্রতি মানুষের অবহেলা, স্বার্থ সাধনের জন্য ব্যাপক তৎপরতা, জনকল্যানের প্রতি অনীহা। এসব মূল্যবোধহীনতা মানুষের জীবনকে অস্থির করে তুলেছে। তাই পরিবার, সমাজ, দেশ ও জাতির স্বার্থে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা একান্ত প্রয়োজন। সামাজিক ও মানসিক উৎকর্ষের জন্য নৈতিক শিক্ষা ও মূল্যবোধ চর্চা একান্ত প্রয়োজন। আর এ চর্চা অব্যাহত থাকলে একটি সুখী সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব।

মোহাম্মদ শাহা আলম
সহকারী শিক্ষক
মৌদাম সরঃ প্রাথমিক বিদ্যালয়
পূর্বধলা, নেত্রকোনা
লেখক, শিক্ষক, কলামিস্ট

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

সামাজিক ও মানসিক উৎকর্ষের জন্য নৈতিক শিক্ষা এবং মূল্যবোধ চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

আপডেট : ১০:১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯

নৈতিক কথাটি নীতির সাথে সম্পর্কযুক্ত। সকল ক্ষেত্রেই সুনীতিই নৈতিক মূল্যবোধের নিয়ামক। নৈতিক শিক্ষা ও মূল্যবোধ মানুষের জীবনে অনুসরণযোগ্য এমন কিছু আচরণ বিধি, যা মানুষের জীবন ব্যবস্থা বা জীবন পদ্ধতিকে সুন্দর করে তোলে।
সাধারণভাবে মানব আচরণ ও দৃষ্টিভঙ্গির কতকগুলো দিককে নৈতিক চরিত্রের অর্ন্তভুক্ত করা হয়েছে।

যেমন- জীবনে উচ্চমূল্যবোধের উপলব্ধি ও চর্চা, মনের প্রশিক্ষন বা ইচ্ছাশক্তি, সুশৃঙ্খল সহজাত প্রবৃত্তি, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সহিষ্ণুতা, শিষ্টাচার, ইত্যাদি সামগ্রিক আচার-আচরণের অভ্যাস, হিংসা, বিদ্বেষ, কুটিলতা ইত্যাদি মানসিকতা পরিহার এবং বদঅভ্যাস দমন, ন্যায়বিচার, মানবকল্যাণ, পরহিতব্রত ইত্যাদি মানবিক গুনাবলীকে জীবনের চালিকাশক্তি হিসেবে গ্রহণ করা।
সাধারণ অর্থে নৈতিকতা সম্বন্ধে সচেতনতা জাগানোর শিক্ষাকে মূল্যবোধ বলা হয়। সামাজিক ন্যায়নীতি, বিশ্বাস, আচরণ ইত্যাদি বিষয়ে যে ধ্যান ধারণা তাই হলো মূল্যবোধ। মানবিক মূল্যবোধের পরে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, ¯েœহ, প্রীতি, সহমর্মিতা, সহনশীলতা ইত্যাদি। মানবিক মূল্যবোধের সাথে আছে নৈতিকতার সম্পর্ক। মানবিক মূল্যবোধ যার নেই তার নৈতিকতাবোধ নেই বললেই চলে। মানুষ মানবিক মূল্যবোধ নিয়ে জন্মায়না। এটি তাদের অর্জিত গুন। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমরা নৈতিক মূল্যবোধ পেয়ে থাকি।

মানুষের জীবন ক্ষুদ্র স্বার্থপরতা, সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং মানুষ ন্যায়-অন্যায়, ভালো মন্দ বিচার করবে এবং মানবতার পরিচয় দেবে এটাই নৈতিক মূল্যবোধ চর্চার মূল কথা। নৈতিক আদর্শ নৈতিকতার আদর্শে প্রতিফলিত হয়। শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য এই নৈতিক মূল্যবোধ সংবলিত মানুষ ও নাগরিক সৃষ্টি করা। আমাদের দেশে সর্বত্রই একটা অস্থিরতা বিরাজ করছে। সকলেই যেন কোনো না কোনো অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত। শিক্ষার প্রতি অনুরাগ, ন্যায়ের প্রতি কারও আগ্রহ নেই। বেড়েছে ভোগবাদী প্রবণতা, কর্তব্যের প্রতি অবহেলা, সহানুভূতির পরিবর্তে মানুষের প্রতি মানুষের অবহেলা, স্বার্থ সাধনের জন্য ব্যাপক তৎপরতা, জনকল্যানের প্রতি অনীহা। এসব মূল্যবোধহীনতা মানুষের জীবনকে অস্থির করে তুলেছে। তাই পরিবার, সমাজ, দেশ ও জাতির স্বার্থে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা একান্ত প্রয়োজন। সামাজিক ও মানসিক উৎকর্ষের জন্য নৈতিক শিক্ষা ও মূল্যবোধ চর্চা একান্ত প্রয়োজন। আর এ চর্চা অব্যাহত থাকলে একটি সুখী সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব।

মোহাম্মদ শাহা আলম
সহকারী শিক্ষক
মৌদাম সরঃ প্রাথমিক বিদ্যালয়
পূর্বধলা, নেত্রকোনা
লেখক, শিক্ষক, কলামিস্ট