নেত্রকোনা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট : ০৭:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • ১৮৫

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড, নতুন বাজার, সেন্ট্রাল রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকর সংরক্ষন অধিদপ্তর সুত্র জানায়, বৃস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

সুত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স ।

সুত্র জানায়, অভিযানকালে মৌলভীবাজার রোডে অবস্থিত সুধা মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত সাইফুল ষ্টোরকে ১ হাজার টাকা, তানিম ষ্টোরকে ১ হাজার টাকা, সেন্ট্রাল রোডে অবস্থিত আলঙ্গির ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রয় করাসহ বিভিন্ন কারনে এসকল জরিমানা করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৭:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড, নতুন বাজার, সেন্ট্রাল রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকর সংরক্ষন অধিদপ্তর সুত্র জানায়, বৃস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

সুত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স ।

সুত্র জানায়, অভিযানকালে মৌলভীবাজার রোডে অবস্থিত সুধা মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত সাইফুল ষ্টোরকে ১ হাজার টাকা, তানিম ষ্টোরকে ১ হাজার টাকা, সেন্ট্রাল রোডে অবস্থিত আলঙ্গির ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রয় করাসহ বিভিন্ন কারনে এসকল জরিমানা করেন।