নেত্রকোনা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ফোরামের সংবাদ সম্মেলন

  • আপডেট : ০৫:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ৩৪৮

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সংবাদ সম্মেলন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি বিমান বর্ধন।

লিখিত বক্তব্যে বিমান বর্ধন বলেন, দেশের শতকরা ৯৭ ভাগ শিক্ষাব্যবস্থার মূল চালকের ভূমিকায় বেসরকারি শিক্ষকরা। শিক্ষকদের অমর্যাদা, লঞ্ছনা ও বৈষম্যের শিকার করে মানসম্মত শিক্ষার প্রত্যাশা অমূলক। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আকর্ষনীয় বেতন-ভাতা, মর্যাদা ও সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা জরুরি। দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থার মানের নিম্নমুখী প্রবণতার কথা উল্লেখ করে তিনি বলেন, একমাত্র গুণগতমানের মেধাবী শিক্ষরাই পারেন এ থেকে উত্তরণ। বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হলে শুধুমাত্র শিক্ষকরাই উপকৃত হবেন না; এর সুবিধা ভোগ করবে প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানরা।

জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিশ্বমানের শিক্ষার বিকল্প নাই উল্লেখ করে সংগঠনের পক্ষ থেকে আগামী মুজিববর্ষে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঐতিহাসিক ঘোষণা দেবেন- এমনটাই প্রত্যাশা করছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী ও সাবেক সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিপ্লব কান্তি দাশ, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ স¤পাদক মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কামরুল হাসান, মো. বিল্লাল হোসেন, মো. নুরুল হক, মো. আবু আজম, জাবেদ মিয়া, শামসুল আলম, মো. আব্দুল্লাহ আল মনসুর, মো. ফারুক আহমদ, তারিক হাসান প্রমুখ শিক্ষক নেতারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ফোরামের সংবাদ সম্মেলন

আপডেট : ০৫:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সংবাদ সম্মেলন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি বিমান বর্ধন।

লিখিত বক্তব্যে বিমান বর্ধন বলেন, দেশের শতকরা ৯৭ ভাগ শিক্ষাব্যবস্থার মূল চালকের ভূমিকায় বেসরকারি শিক্ষকরা। শিক্ষকদের অমর্যাদা, লঞ্ছনা ও বৈষম্যের শিকার করে মানসম্মত শিক্ষার প্রত্যাশা অমূলক। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আকর্ষনীয় বেতন-ভাতা, মর্যাদা ও সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা জরুরি। দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থার মানের নিম্নমুখী প্রবণতার কথা উল্লেখ করে তিনি বলেন, একমাত্র গুণগতমানের মেধাবী শিক্ষরাই পারেন এ থেকে উত্তরণ। বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হলে শুধুমাত্র শিক্ষকরাই উপকৃত হবেন না; এর সুবিধা ভোগ করবে প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানরা।

জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিশ্বমানের শিক্ষার বিকল্প নাই উল্লেখ করে সংগঠনের পক্ষ থেকে আগামী মুজিববর্ষে প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঐতিহাসিক ঘোষণা দেবেন- এমনটাই প্রত্যাশা করছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী ও সাবেক সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিপ্লব কান্তি দাশ, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ স¤পাদক মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কামরুল হাসান, মো. বিল্লাল হোসেন, মো. নুরুল হক, মো. আবু আজম, জাবেদ মিয়া, শামসুল আলম, মো. আব্দুল্লাহ আল মনসুর, মো. ফারুক আহমদ, তারিক হাসান প্রমুখ শিক্ষক নেতারা।