নেত্রকোনা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে চিকিৎসকের বাসায় চুরি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিরাইমপুর এলাকার ডা: হাজী আবুল বাসার (পল্লী চিকিৎসক) এর বাসায় দিনের কোন এক সময়ে দুংসাহসিক চুরি সংগঠিত হয়েছে।
চোরেরা মুল দরজার তালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে একে একে ৪টি কক্ষের ষ্ট্রিলের আলমিরা, ওয়াডপসহ সব কিছু তছনছ করে প্রায় ৪লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
শনিবার সকাল ১০ থেকে রাত ৮ টার ভিতর কোন এক সময়ে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই সুমন হাজরা’র এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত পর্যবেক্ষণ করেছে।
বাসার গৃহকর্তা ডা: হাজী আবুল বাসার জানান, তিনি তার স্ত্রী, পুত্র ও পুত্রবধুসহ পরিবারের সবাই কে নিয়ে সকালে বাসা তালা বদ্ধ করে মৌলভীবাজার এক আত্মীয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান। যাওয়ার আগে ঘরের গৃহকর্মীকে ছুটি দিয়ে রবিবার আসতে বলেন। তারা অনুষ্ঠান শেষে রাত ৮টায় বাসায় ফিরে প্রথমে গেইটের তালা ঠিক পেলেও দেখেন বারিন্দার তালা এবং ঘরে ঢুকার মুল দরজার তালা ভাঙা। পরে ঘরে প্রবেশ করে দেখেন প্রত্যাকটা রুমের ষ্ট্রিলের আলমিরা, ওয়াডপ খোলা এবং ভাঙা। বিভিন্ন মালামালসহ সব কিছু তছনছ করে ফ্লোরে এবং বিছনায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে।
তিনি আরো জানান, চুরেরা ৩/৪ ভরি স্বর্ণালংকার, দেশীয় ব্যান্ডে ৩২ ইি একটি এলইডি টিভি, ১টি ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল, ২৫/৩০ টি দামী শাড়ী ও নগদ ২/৩ হাজার টাকাসহ প্রায় ৪লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় এলকায় আতংক ছড়িয়ে পড়েছে।
এসআই সুমন হাজরা জানান, ঘটনা শুনার পর সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ীর মালিক কাজের মহিলার নাম ছাড়া ঠিকানা বলতে পারছেন না। ঘটনার পর থেকে কাজের মহিলাকে খুজেঁ পাচ্ছেন না। চেষ্ঠা করছেন তাকে খুজেঁ পেলে মুল কারণ জানা যাবে।
এর আগে গত মঙ্গলবার দিনে দুপুরের শহরের কলেজ রোড দেওয়ানী স্কুল সড়কের অবসর প্রাপ্ত এক কাস্টমস কর্মকর্তার বাসা চুরি সংগঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন

শ্রীমঙ্গলে চিকিৎসকের বাসায় চুরি

আপডেট : ০৬:১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিরাইমপুর এলাকার ডা: হাজী আবুল বাসার (পল্লী চিকিৎসক) এর বাসায় দিনের কোন এক সময়ে দুংসাহসিক চুরি সংগঠিত হয়েছে।
চোরেরা মুল দরজার তালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে একে একে ৪টি কক্ষের ষ্ট্রিলের আলমিরা, ওয়াডপসহ সব কিছু তছনছ করে প্রায় ৪লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
শনিবার সকাল ১০ থেকে রাত ৮ টার ভিতর কোন এক সময়ে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই সুমন হাজরা’র এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত পর্যবেক্ষণ করেছে।
বাসার গৃহকর্তা ডা: হাজী আবুল বাসার জানান, তিনি তার স্ত্রী, পুত্র ও পুত্রবধুসহ পরিবারের সবাই কে নিয়ে সকালে বাসা তালা বদ্ধ করে মৌলভীবাজার এক আত্মীয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান। যাওয়ার আগে ঘরের গৃহকর্মীকে ছুটি দিয়ে রবিবার আসতে বলেন। তারা অনুষ্ঠান শেষে রাত ৮টায় বাসায় ফিরে প্রথমে গেইটের তালা ঠিক পেলেও দেখেন বারিন্দার তালা এবং ঘরে ঢুকার মুল দরজার তালা ভাঙা। পরে ঘরে প্রবেশ করে দেখেন প্রত্যাকটা রুমের ষ্ট্রিলের আলমিরা, ওয়াডপ খোলা এবং ভাঙা। বিভিন্ন মালামালসহ সব কিছু তছনছ করে ফ্লোরে এবং বিছনায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে।
তিনি আরো জানান, চুরেরা ৩/৪ ভরি স্বর্ণালংকার, দেশীয় ব্যান্ডে ৩২ ইি একটি এলইডি টিভি, ১টি ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল, ২৫/৩০ টি দামী শাড়ী ও নগদ ২/৩ হাজার টাকাসহ প্রায় ৪লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় এলকায় আতংক ছড়িয়ে পড়েছে।
এসআই সুমন হাজরা জানান, ঘটনা শুনার পর সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ীর মালিক কাজের মহিলার নাম ছাড়া ঠিকানা বলতে পারছেন না। ঘটনার পর থেকে কাজের মহিলাকে খুজেঁ পাচ্ছেন না। চেষ্ঠা করছেন তাকে খুজেঁ পেলে মুল কারণ জানা যাবে।
এর আগে গত মঙ্গলবার দিনে দুপুরের শহরের কলেজ রোড দেওয়ানী স্কুল সড়কের অবসর প্রাপ্ত এক কাস্টমস কর্মকর্তার বাসা চুরি সংগঠিত হয়।