নেত্রকোনা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীবরদীতে ৬ ডাকাত আটক, ডাকাতের ছুরিকাঘাতে আহত-১

  • আপডেট : ০২:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
  • ২৪৮

মো. আব্দুল বাতেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

শ্রীবরদীতে ছয় ডাকাত আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ১টার দিকে তাতিহাটি আইডিয়াল স্কুল সংলগ্ন শ্রীবরদী-ভায়াডাঙ্গা রোডে ব্রীজের উপর। আটককৃতরা হলো উপজেলার মামদামারী গ্রামের দুলাল মিয়ার ছেলে হানিফ (২৩), ইন্তাজ আলীর ছেলে বেলাল (২২), আব্দুল হাইয়ের ছেলে আঃ রশিদ (২২), উকিল মিয়ার ছেলে ফিরোজ (২১) নুর হোসেনের ছেলে দেলোয়ার (২০) ও ঝালোপাড়া গ্রামের রফিকুলের ছেলে হৃদয় (২০)। এব্যাপারে শ্রীবরদী থানায় ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীবরদী উত্তর বাজারের সুরুজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুরুজ আলী রোববার দিবাগত রাত ১টার দিকে দোকান বন্ধ করে দোকানের ক্যাশ নিয়ে পাশের দোকানী লাবলু মিয়ার সাথে বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দেয়। পথিমধ্যে তাতিহাটি আইডিয়াল স্কুল সংলগ্ন শ্রীবরদী-ভায়াডাঙ্গা রোডের ব্রীজের উপর পৌঁছলে ছয় ডাকাত তাদের আক্রমণ করে। এসময় ডাকাতদল মারপিট করে সুরুজ আলীর কাছে থাকা ৫ লক্ষাধিক টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। পরে সুরুজ আলী মোবাইল ফোনে বিষয়টি আশে পাশের লোকজনকে খবর দিলে এলাকাবাসী চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে।

এসময় ডাকাতের ছুরিকাঘাতে আটাকান্দা গ্রামের হাছেন আলীর ছেলে ফকির আলী (২৫) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ধানক্ষেত থেকে তিন জনকে আটক করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে অপর ৩ জনকে আটক করে। এসময় রক্তমাখা একটি ছুরি ও কিছু টাকাসহ ব্যাগটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ আলম জানান, ডাকাতির খবর পেয়ে আমি এলাকাবাসীদের নিয়ে ৩ ডাকাত আটক করে থানায় খবর দেই। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে ফকির আলী (২৫) গুরুতর আহত হয়। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে জানান, রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে এবং এব্যাপারে একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। সোমবার সকালে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

শ্রীবরদীতে ৬ ডাকাত আটক, ডাকাতের ছুরিকাঘাতে আহত-১

আপডেট : ০২:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯

মো. আব্দুল বাতেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

শ্রীবরদীতে ছয় ডাকাত আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ১টার দিকে তাতিহাটি আইডিয়াল স্কুল সংলগ্ন শ্রীবরদী-ভায়াডাঙ্গা রোডে ব্রীজের উপর। আটককৃতরা হলো উপজেলার মামদামারী গ্রামের দুলাল মিয়ার ছেলে হানিফ (২৩), ইন্তাজ আলীর ছেলে বেলাল (২২), আব্দুল হাইয়ের ছেলে আঃ রশিদ (২২), উকিল মিয়ার ছেলে ফিরোজ (২১) নুর হোসেনের ছেলে দেলোয়ার (২০) ও ঝালোপাড়া গ্রামের রফিকুলের ছেলে হৃদয় (২০)। এব্যাপারে শ্রীবরদী থানায় ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীবরদী উত্তর বাজারের সুরুজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুরুজ আলী রোববার দিবাগত রাত ১টার দিকে দোকান বন্ধ করে দোকানের ক্যাশ নিয়ে পাশের দোকানী লাবলু মিয়ার সাথে বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দেয়। পথিমধ্যে তাতিহাটি আইডিয়াল স্কুল সংলগ্ন শ্রীবরদী-ভায়াডাঙ্গা রোডের ব্রীজের উপর পৌঁছলে ছয় ডাকাত তাদের আক্রমণ করে। এসময় ডাকাতদল মারপিট করে সুরুজ আলীর কাছে থাকা ৫ লক্ষাধিক টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। পরে সুরুজ আলী মোবাইল ফোনে বিষয়টি আশে পাশের লোকজনকে খবর দিলে এলাকাবাসী চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে।

এসময় ডাকাতের ছুরিকাঘাতে আটাকান্দা গ্রামের হাছেন আলীর ছেলে ফকির আলী (২৫) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ধানক্ষেত থেকে তিন জনকে আটক করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে অপর ৩ জনকে আটক করে। এসময় রক্তমাখা একটি ছুরি ও কিছু টাকাসহ ব্যাগটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ আলম জানান, ডাকাতির খবর পেয়ে আমি এলাকাবাসীদের নিয়ে ৩ ডাকাত আটক করে থানায় খবর দেই। এসময় ডাকাতদের ছুরিকাঘাতে ফকির আলী (২৫) গুরুতর আহত হয়। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে জানান, রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে এবং এব্যাপারে একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। সোমবার সকালে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।