নেত্রকোনা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীবরদীতে ঘুষের টাকাসহ আটক সাব-রেজিষ্টারকে কোর্টে সোপর্দ

  • আপডেট : ০৬:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ৩৮৬

ঘুষের টাকাসহ আটক শেরপুরে শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে আজ বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করেছে দুদক। বুধবার সন্ধ্যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের তত্বাবধানে টিম লিডার সহকারি পরিচালক আতিকুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে নিজ কার্যালয়ের খাসকামড়া হতে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে সাব-রেজিষ্টার আটকের খবর ছড়ে পড়লে পৌর শহরের লোকজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। টক অবদা টাউনে পরিণত হয় শ্রীবরদী।

দুদক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রির বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে সাব- রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে। এতে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছিলো সাধারণ মানুষ। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক টিম বেশ কিছুদিন যাবত শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও সাব-রেজিস্ট্রারের ওপর নজরদারি করছিলো। এরই একপর্যায়ে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ঘুষের টাকা সহ হাতে নাতে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে আটক করে দুদক। এ সময় তার ড্রয়ার হতে ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান শ্রীবরদী সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে আটকের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারি পরিচালক আতিকুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার মামলা নং- দুদক সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল (শেরপুর) ০১। ধারা দন্ডবিধি ১৬১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধের ৫ (২) ধারা। বুধবার রাতে তাকে শ্রীবরদী থানা হেফাজতে রাখা হয়। বৃহস্পতিবার তাকে কোর্টে সোপর্দ করা হয়।

এদিকে রাতেই সাব-রিজিষ্টারকে আটকের খবর ছড়ে পড়ে দ্রæত। পৌর শহরের দোকানপাট ও চায়ের স্টল গুলোতে চলে এ আলোচনা। ভুক্তভোগিসহ সাধারণ মানুষের মাঝে ফুটে ওঠে দুদকের প্রশংসার ঝড়। এ সময় অনেকে বলেন, ঘুষ নেয়ার কারণে তার আজ এ অবস্থা। এখন তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

শ্রীবরদীতে ঘুষের টাকাসহ আটক সাব-রেজিষ্টারকে কোর্টে সোপর্দ

আপডেট : ০৬:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯

ঘুষের টাকাসহ আটক শেরপুরে শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে আজ বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করেছে দুদক। বুধবার সন্ধ্যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের তত্বাবধানে টিম লিডার সহকারি পরিচালক আতিকুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে নিজ কার্যালয়ের খাসকামড়া হতে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে সাব-রেজিষ্টার আটকের খবর ছড়ে পড়লে পৌর শহরের লোকজনের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। টক অবদা টাউনে পরিণত হয় শ্রীবরদী।

দুদক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রির বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে সাব- রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে। এতে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছিলো সাধারণ মানুষ। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক টিম বেশ কিছুদিন যাবত শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও সাব-রেজিস্ট্রারের ওপর নজরদারি করছিলো। এরই একপর্যায়ে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ঘুষের টাকা সহ হাতে নাতে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে আটক করে দুদক। এ সময় তার ড্রয়ার হতে ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান শ্রীবরদী সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে আটকের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারি পরিচালক আতিকুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। যার মামলা নং- দুদক সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল (শেরপুর) ০১। ধারা দন্ডবিধি ১৬১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধের ৫ (২) ধারা। বুধবার রাতে তাকে শ্রীবরদী থানা হেফাজতে রাখা হয়। বৃহস্পতিবার তাকে কোর্টে সোপর্দ করা হয়।

এদিকে রাতেই সাব-রিজিষ্টারকে আটকের খবর ছড়ে পড়ে দ্রæত। পৌর শহরের দোকানপাট ও চায়ের স্টল গুলোতে চলে এ আলোচনা। ভুক্তভোগিসহ সাধারণ মানুষের মাঝে ফুটে ওঠে দুদকের প্রশংসার ঝড়। এ সময় অনেকে বলেন, ঘুষ নেয়ার কারণে তার আজ এ অবস্থা। এখন তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।