নেত্রকোনা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুর শহরের পানি নিস্কাশন-ড্রেনেজ ব্যবস্থাপনাসহ রাস্তা সংস্কারের দাবিতে গোলটেবিল বৈঠক

  • আপডেট : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯
  • ১৯৭

শেরপুর প্রতিনিধি: শেরপুরে শহরের পানি নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনাসহ ৪টি রাস্তা সংস্কারের দাবিতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এর এডভোকেসি টিম ইউএসএআইডি, ইউকেএআইডি ও নারীর জয়ে সবার জয়’র সহযোগিতায় শেরপুর পৌরসভার সভাকক্ষে ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ময়মনসিংহ অঞ্চলের কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক ও ফেলো নাসরিন রহমানের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিনয় সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, মানিক দত্ত, নারীনেত্রী আইরিন পারভীন, জেলা বিএনপির সম্পাদকমÐলীর সদস্য হাসানুর রেজা জিয়া, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন প্রমুখ।

বৈঠকে বক্তারা পৌর শহরের নিউমার্কেট-বাগানবাড়ি রোড, গরুহাটি-নাগপাড়া রোড, মাধবপুর-শিংপাড়া রোড ও খরমপুর নতুনবাজার রোডের বেহাল দশা তুলে ধরে দ্রæত সংস্কার করতে পৌর মেয়রের কাছে দাবি জানান। এছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে সৃষ্ট শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান বক্তারা।

ওইসব দাবির প্রেক্ষিতে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট শহরের জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু বড় ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে এবং আরও কিছু ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। আশা করছি সেগুলো সম্পন্ন হয়ে গেলে শহরে জলাবদ্ধতা থাকবে না। এছাড়া ওই ৪টি রাস্তার সংস্কার দ্রæত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
বৈঠকে রাজনীতিক, সাংবাদিক, সচেতন পৌরবাসী ও শিক্ষার্থীসহ প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

শেরপুর শহরের পানি নিস্কাশন-ড্রেনেজ ব্যবস্থাপনাসহ রাস্তা সংস্কারের দাবিতে গোলটেবিল বৈঠক

আপডেট : ০৮:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯

শেরপুর প্রতিনিধি: শেরপুরে শহরের পানি নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনাসহ ৪টি রাস্তা সংস্কারের দাবিতে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এর এডভোকেসি টিম ইউএসএআইডি, ইউকেএআইডি ও নারীর জয়ে সবার জয়’র সহযোগিতায় শেরপুর পৌরসভার সভাকক্ষে ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ময়মনসিংহ অঞ্চলের কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক ও ফেলো নাসরিন রহমানের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিনয় সাহা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, মানিক দত্ত, নারীনেত্রী আইরিন পারভীন, জেলা বিএনপির সম্পাদকমÐলীর সদস্য হাসানুর রেজা জিয়া, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন প্রমুখ।

বৈঠকে বক্তারা পৌর শহরের নিউমার্কেট-বাগানবাড়ি রোড, গরুহাটি-নাগপাড়া রোড, মাধবপুর-শিংপাড়া রোড ও খরমপুর নতুনবাজার রোডের বেহাল দশা তুলে ধরে দ্রæত সংস্কার করতে পৌর মেয়রের কাছে দাবি জানান। এছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে সৃষ্ট শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান বক্তারা।

ওইসব দাবির প্রেক্ষিতে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট শহরের জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু বড় ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে এবং আরও কিছু ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। আশা করছি সেগুলো সম্পন্ন হয়ে গেলে শহরে জলাবদ্ধতা থাকবে না। এছাড়া ওই ৪টি রাস্তার সংস্কার দ্রæত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
বৈঠকে রাজনীতিক, সাংবাদিক, সচেতন পৌরবাসী ও শিক্ষার্থীসহ প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেন।