নেত্রকোনা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদানের আহবান-বৃষ কেতু চাকমা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, চিকিৎসকদের প্রতি পেশা, জ্ঞান ও অভিজ্ঞতায় আ¯’াশীল থেকে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদানের আহবান জানিয়েছেন। তিনি বলেন, যারা আপনাদের দক্ষ চিকিৎসক হওয়ার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন সেইসব দরিদ্র ও সাধারণ মানুষকে মানসম্মত স্বা¯’্যসেবা প্রদান করে তাদের ঋণ শোধ করা পবিত্র দায়িত্ব।

রোববার দুপুরে রাঙ্গামাটিতে পদায়নকৃত ৩৯তম বিসিএস এর ৫৬জন নবীন চিকিৎসকদের বরণ ও জেলা পরিষদ হতে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত চিকিৎসকদের বরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার। এ সময় জেলা পরিষদ সদস্য ও জেলা স্বা¯’্য বিভাগের আহ্বায়ক হাজী মুছা মাতব্বর, সদর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা’সহ নবীন চিকিৎসকরা উপ¯ি’ত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান নবীন চিকিৎসকদের উদ্দ্যেশে বলেন, সমতলের চাইতে পার্বত্য জেলার মানুষ শিক্ষা, স্বা¯’্য, কৃষি, যোগাযোগ’সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে এ জেলায় চিকিৎসক সংকট ছিল। তা আজ পূরণ হলো। তিনি বলেন, চিকিৎসাসেবা পেশা একটি মহান পেশা। তাই নিজেদের সাধ্যমতো এ এলাকার মানুষদের আন্তরিকভাবে সেবা প্রদান করার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, একজন চিকিৎসকের সু-ব্যবহারে রোগী অর্ধেক সু¯’ হতে সক্ষম হয়। তাই রোগীদের সাথে ভালো চিকিৎসার পাশাপাশি ভালো ব্যাবহার করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতেই পদায়নকৃত ৩৯তম বিসিএস এর নবীন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও স্বা¯’্য বিভাগের আহ্বায়ক।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদানের আহবান-বৃষ কেতু চাকমা

আপডেট : ০৭:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, চিকিৎসকদের প্রতি পেশা, জ্ঞান ও অভিজ্ঞতায় আ¯’াশীল থেকে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদানের আহবান জানিয়েছেন। তিনি বলেন, যারা আপনাদের দক্ষ চিকিৎসক হওয়ার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন সেইসব দরিদ্র ও সাধারণ মানুষকে মানসম্মত স্বা¯’্যসেবা প্রদান করে তাদের ঋণ শোধ করা পবিত্র দায়িত্ব।

রোববার দুপুরে রাঙ্গামাটিতে পদায়নকৃত ৩৯তম বিসিএস এর ৫৬জন নবীন চিকিৎসকদের বরণ ও জেলা পরিষদ হতে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত চিকিৎসকদের বরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার। এ সময় জেলা পরিষদ সদস্য ও জেলা স্বা¯’্য বিভাগের আহ্বায়ক হাজী মুছা মাতব্বর, সদর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা’সহ নবীন চিকিৎসকরা উপ¯ি’ত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান নবীন চিকিৎসকদের উদ্দ্যেশে বলেন, সমতলের চাইতে পার্বত্য জেলার মানুষ শিক্ষা, স্বা¯’্য, কৃষি, যোগাযোগ’সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে। দীর্ঘ অনেক বছর ধরে এ জেলায় চিকিৎসক সংকট ছিল। তা আজ পূরণ হলো। তিনি বলেন, চিকিৎসাসেবা পেশা একটি মহান পেশা। তাই নিজেদের সাধ্যমতো এ এলাকার মানুষদের আন্তরিকভাবে সেবা প্রদান করার পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, একজন চিকিৎসকের সু-ব্যবহারে রোগী অর্ধেক সু¯’ হতে সক্ষম হয়। তাই রোগীদের সাথে ভালো চিকিৎসার পাশাপাশি ভালো ব্যাবহার করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতেই পদায়নকৃত ৩৯তম বিসিএস এর নবীন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও স্বা¯’্য বিভাগের আহ্বায়ক।