নেত্রকোনা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে বনভান্তে’র জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সমন্বয়সভা

যথাযোগ্য মর্যাদায় পরিনির্বাপিত শ্রীমৎ সাধনানন্দ মহা¯’বির (বনভান্তে)র ১০১তম জন্মবার্ষিকী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের প্রধান বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাঙ্গামাটি রাজবন বিহারে আগামী ২ জানুয়ারী হতে ৮ জানুয়ারী ২০২০খ্রিঃ পর্যন্ত ৭দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে রবিবার (২৯ডিসেম্বর) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে এক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ রুহুল কুদ্দুস, সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার, রোভার স্কাউটস এর সম্পাদক নূরুল আবছার, রাজ বন বিহারের সহ-সভাপতি দীপক খীসা, বিহারের নির্বাহী সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু’সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পৌরসভা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগন উপ¯ি’ত ছিলেন।

সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর পরিনির্বাপিত শ্রীমৎ সাধনানন্দ মহা¯’বির (বনভন্তে)র ১০১তম জন্মবার্ষিকী সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রাজ বন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে গৃহীত প্র¯‘তিমূলক কার্যক্রম সম্পর্কে সভায় উপ¯’াপন করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিনির্বাপিত শ্রীমৎ সাধনানন্দ মহা¯’বির (বনভন্তে)র ১০১তম জন্মবার্ষিকী সু¯’ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং আগত পূর্ণার্থীদের সুবিধার্থে আইন শৃংখলা বাহিনীকে সড়ক ও নৌ পথের বিভিন্ন পয়েন্টে প্রয়োজন অনুযায়ী টহল ব্যব¯’া গ্রহণ ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা, যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাফিক মোতায়েন, সমগ্র এলাকায় আইনশৃংখলা রক্ষার স্বার্থে পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যব¯’া গ্রহণ, স্বা¯’্য বিভাগকে মেডিকেল টিম ও এম্বুলেন্স প্র¯‘ত রাখা, সুষ্ঠভাবে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুৎ বিতরণ বিভাগ, পানি সরবরাহের জন্য জনস্বা¯’্য প্রকৌশল বিভাগ, সেনিটারী লেট্রিনসমূহের দ্বারা বায়ু দুষণ এর বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও অন্যান্য উপ¯ি’ত সংশ্লিষ্ট সকল বিভাগের প্রধানকে বিহার পরিচালনা কমিটিকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

তিনি (বনভন্তে)র ১০১তম জন্মবার্ষিকী সু¯’ভাবে পরিচালনা করতে বনবিহারের কার্যনির্বাহী পরিষদকে জেলা পরিষদ হতে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতী ব্যক্ত করেন।

অনুষ্ঠান সূচীর মধ্যে ২জানুয়ারী পরমপূজ্য বনভন্তের জন্ম¯’ান মোরঘোনায় পূজ্য ভান্তের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভে ধর্মীয় অনুষ্ঠান, ৩জানুয়ারী ৫দিন ব্যাপী সদ্ধর্মপুজা (ত্রিপিটক পুজা) উদ্বোধন, ত্রিপিটক গ্র¯’ মঞ্চে আনায়ন, প্রদীপ প্রজ্জলন ও ভিক্ষু সংঘ কর্তৃক ধম্মচক্র প্রবত্তন সূত্র পাঠের মাধ্যমে ৫দিনব্যাপী ধর্মপুজার উদ্বোধন, দানোৎসব, ধর্মীয় আলোচনাসভা, দুপুর ১টা ৩০মিনিটে রাজবনবিহার হতে ত্রিপিটক গ্রš’সম্ভার, রাঙ্গামাটি শহরে বুদ্ধমূর্তি ও শ্রাবক বুদ্ধ বনভান্তের প্রতিমূর্তি গাড়ী বহরে ধর্মীয় শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান’সহ ৩-৭ জানুয়ারী প্রতিদিন ত্রিপিটক পুজা ও মঙ্গল প্রদীপ প্রজ্জলন, ৭ জানুয়ারী শ্রমনদের উপসম্পাদনা প্রদান এবং ৮জানুয়ারী পরমপূজ্য বনভন্তের ১০১তম জন্মদিন উদযাপন ও সন্ধ্যায় চুরাশি হাজার প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্ত হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

রাঙ্গামাটিতে বনভান্তে’র জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সমন্বয়সভা

আপডেট : ০৮:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

যথাযোগ্য মর্যাদায় পরিনির্বাপিত শ্রীমৎ সাধনানন্দ মহা¯’বির (বনভান্তে)র ১০১তম জন্মবার্ষিকী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের প্রধান বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাঙ্গামাটি রাজবন বিহারে আগামী ২ জানুয়ারী হতে ৮ জানুয়ারী ২০২০খ্রিঃ পর্যন্ত ৭দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে রবিবার (২৯ডিসেম্বর) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে এক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ রুহুল কুদ্দুস, সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার, রোভার স্কাউটস এর সম্পাদক নূরুল আবছার, রাজ বন বিহারের সহ-সভাপতি দীপক খীসা, বিহারের নির্বাহী সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু’সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পৌরসভা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগন উপ¯ি’ত ছিলেন।

সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর পরিনির্বাপিত শ্রীমৎ সাধনানন্দ মহা¯’বির (বনভন্তে)র ১০১তম জন্মবার্ষিকী সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রাজ বন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে গৃহীত প্র¯‘তিমূলক কার্যক্রম সম্পর্কে সভায় উপ¯’াপন করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিনির্বাপিত শ্রীমৎ সাধনানন্দ মহা¯’বির (বনভন্তে)র ১০১তম জন্মবার্ষিকী সু¯’ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং আগত পূর্ণার্থীদের সুবিধার্থে আইন শৃংখলা বাহিনীকে সড়ক ও নৌ পথের বিভিন্ন পয়েন্টে প্রয়োজন অনুযায়ী টহল ব্যব¯’া গ্রহণ ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা, যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাফিক মোতায়েন, সমগ্র এলাকায় আইনশৃংখলা রক্ষার স্বার্থে পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যব¯’া গ্রহণ, স্বা¯’্য বিভাগকে মেডিকেল টিম ও এম্বুলেন্স প্র¯‘ত রাখা, সুষ্ঠভাবে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুৎ বিতরণ বিভাগ, পানি সরবরাহের জন্য জনস্বা¯’্য প্রকৌশল বিভাগ, সেনিটারী লেট্রিনসমূহের দ্বারা বায়ু দুষণ এর বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও অন্যান্য উপ¯ি’ত সংশ্লিষ্ট সকল বিভাগের প্রধানকে বিহার পরিচালনা কমিটিকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

তিনি (বনভন্তে)র ১০১তম জন্মবার্ষিকী সু¯’ভাবে পরিচালনা করতে বনবিহারের কার্যনির্বাহী পরিষদকে জেলা পরিষদ হতে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতী ব্যক্ত করেন।

অনুষ্ঠান সূচীর মধ্যে ২জানুয়ারী পরমপূজ্য বনভন্তের জন্ম¯’ান মোরঘোনায় পূজ্য ভান্তের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভে ধর্মীয় অনুষ্ঠান, ৩জানুয়ারী ৫দিন ব্যাপী সদ্ধর্মপুজা (ত্রিপিটক পুজা) উদ্বোধন, ত্রিপিটক গ্র¯’ মঞ্চে আনায়ন, প্রদীপ প্রজ্জলন ও ভিক্ষু সংঘ কর্তৃক ধম্মচক্র প্রবত্তন সূত্র পাঠের মাধ্যমে ৫দিনব্যাপী ধর্মপুজার উদ্বোধন, দানোৎসব, ধর্মীয় আলোচনাসভা, দুপুর ১টা ৩০মিনিটে রাজবনবিহার হতে ত্রিপিটক গ্রš’সম্ভার, রাঙ্গামাটি শহরে বুদ্ধমূর্তি ও শ্রাবক বুদ্ধ বনভান্তের প্রতিমূর্তি গাড়ী বহরে ধর্মীয় শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান’সহ ৩-৭ জানুয়ারী প্রতিদিন ত্রিপিটক পুজা ও মঙ্গল প্রদীপ প্রজ্জলন, ৭ জানুয়ারী শ্রমনদের উপসম্পাদনা প্রদান এবং ৮জানুয়ারী পরমপূজ্য বনভন্তের ১০১তম জন্মদিন উদযাপন ও সন্ধ্যায় চুরাশি হাজার প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্ত হবে।