নেত্রকোনা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটিতে দু’গ্রুপের গোলাগুলি, নিহত ৩

  • আপডেট : ১০:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • ১৭৭

রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) তিন কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাইন্দা ইউনিয়নের ইসলামপুর বালুমুড়ার মারমা পাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজনের নাম মনারাম তঞ্চঙ্গ্যা (কার্বারি) ও তার ছেলের শুক্রমনি তঞ্চঙ্গ্যা। তারা বান্দরবান জেলা সদরের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। অপরজনের নাম জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, গাইন্দা ইউনিয়নের ইসলামপুর বালুমুড়া এলাকা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ডগুলি বিনিময় হয়। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেএসএস তিন কর্মী প্রতিপক্ষের গুলিতে নিহত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় যৌথবাহিনী একটি বিশেষ দল। পরে দুই পক্ষই ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে।
রাঙামাটি পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির জানায়, ঘটনাস্থলে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

রাঙামাটিতে দু’গ্রুপের গোলাগুলি, নিহত ৩

আপডেট : ১০:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯

রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) তিন কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাইন্দা ইউনিয়নের ইসলামপুর বালুমুড়ার মারমা পাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজনের নাম মনারাম তঞ্চঙ্গ্যা (কার্বারি) ও তার ছেলের শুক্রমনি তঞ্চঙ্গ্যা। তারা বান্দরবান জেলা সদরের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। অপরজনের নাম জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, গাইন্দা ইউনিয়নের ইসলামপুর বালুমুড়া এলাকা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ডগুলি বিনিময় হয়। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেএসএস তিন কর্মী প্রতিপক্ষের গুলিতে নিহত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় যৌথবাহিনী একটি বিশেষ দল। পরে দুই পক্ষই ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করে।
রাঙামাটি পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির জানায়, ঘটনাস্থলে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে।