নেত্রকোনা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হেকেপ প্রকল্পের অধীনে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে বুধবার (১৫ জানুয়ারি) বিভাগের হলরুমে “কারিকুলাম ডিজাইন এন্ড শেয়ারিং” শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রোকেয়া বেগম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. মহিউদ্দিন। সেমিনারের সভাপতিত্ব ও মূল বিষয় উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ.কে. ওবায়দুল হক।

 

মূল বিষয়ের উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনিষ্টিটিউটের প্রফেসর ড. মো. আখতারুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. রেজাউল করিম।

 

সেমিনারে বক্তাগণ বলেন, বর্তমান বিশ্বের আর্ন্তজাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গুলোর সাথে তাল মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম তৈরি করতে হবে। শুধু কারিকুলাম নয়, প্রত্যেকটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার

আপডেট : ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হেকেপ প্রকল্পের অধীনে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে বুধবার (১৫ জানুয়ারি) বিভাগের হলরুমে “কারিকুলাম ডিজাইন এন্ড শেয়ারিং” শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রোকেয়া বেগম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ.কে.এম. মহিউদ্দিন। সেমিনারের সভাপতিত্ব ও মূল বিষয় উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ.কে. ওবায়দুল হক।

 

মূল বিষয়ের উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনিষ্টিটিউটের প্রফেসর ড. মো. আখতারুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. রেজাউল করিম।

 

সেমিনারে বক্তাগণ বলেন, বর্তমান বিশ্বের আর্ন্তজাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গুলোর সাথে তাল মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম তৈরি করতে হবে। শুধু কারিকুলাম নয়, প্রত্যেকটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।