নেত্রকোনা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মানববন্ধন

আমি আছি, আমি থাকব” ক্যান্সারের বিরুদ্ধে লড়বো এই শ্লোগানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। জনসচেতনতার লক্ষে দিবসটিতে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনে সাফ‘র আয়োজনে মানববন্ধন ও ষ্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় লিফলেট ক্যাম্পেইন উদ্বোধন করেন হোমিও ডাক্তার আফরোজা খাতুন ও হারুন অর রশিদ।

বক্তাগণ বলেন, প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভালো। মানুষ সচেতন হলে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যান্সার থেকে অনেকাংশে রক্ষা করা সম্ভব। এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা সবাই যেন বলি, “আমি আছি, আমি থাকব” ক্যান্সারের বিরুদ্ধে লড়বো। মীর আব্দুর রাজ্জাক বলেন, ক্যান্সার প্রতিরোধে ফাস্টফুড, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস নিয়ন্ত্রণে সারচার্জ আরোপ করা হোক। বাংলাদেশে বর্তমানে ১২ লাখ ক্যান্সার রোগী রয়েছে। প্রতিবছর দেশে প্রায় দেড় লাখ মানুষ এই ব্যাধিতে আক্রান্ত হয় এবং প্রায় এক লাখ আট হাজার মানুষ মারা যায়।

৩৬ ধরনের ক্যান্সারে মানুষের মৃত্যু হচ্ছে, যার মধ্যে খাদ্যানালি, মুখ, স্তন, ফুসফুস ও জরায়ুমুখ ক্যান্সার অন্যতম। বিশ্বে প্রতি বছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। ক্যান্সারে আক্রান্তের অধিকাংশই হচ্ছে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের নাগরিক। এ সকল রোগে আক্রান্তদের ভোগ করতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট এবং চিকিৎসায় ব্যয় হচ্ছে প্রচুর অর্থ ও সময়। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসতন্ত্র ও ক্যান্সার এর মতো ভয়াবহ অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম প্রধান কারণ অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ও তামাকজাত দ্রব্যের ব্যবহার। একটু সচেতন হলেই এ রোগগুলো অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মানববন্ধন

আপডেট : ০৪:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০

আমি আছি, আমি থাকব” ক্যান্সারের বিরুদ্ধে লড়বো এই শ্লোগানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। জনসচেতনতার লক্ষে দিবসটিতে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনে সাফ‘র আয়োজনে মানববন্ধন ও ষ্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় লিফলেট ক্যাম্পেইন উদ্বোধন করেন হোমিও ডাক্তার আফরোজা খাতুন ও হারুন অর রশিদ।

বক্তাগণ বলেন, প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভালো। মানুষ সচেতন হলে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যান্সার থেকে অনেকাংশে রক্ষা করা সম্ভব। এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা সবাই যেন বলি, “আমি আছি, আমি থাকব” ক্যান্সারের বিরুদ্ধে লড়বো। মীর আব্দুর রাজ্জাক বলেন, ক্যান্সার প্রতিরোধে ফাস্টফুড, কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস নিয়ন্ত্রণে সারচার্জ আরোপ করা হোক। বাংলাদেশে বর্তমানে ১২ লাখ ক্যান্সার রোগী রয়েছে। প্রতিবছর দেশে প্রায় দেড় লাখ মানুষ এই ব্যাধিতে আক্রান্ত হয় এবং প্রায় এক লাখ আট হাজার মানুষ মারা যায়।

৩৬ ধরনের ক্যান্সারে মানুষের মৃত্যু হচ্ছে, যার মধ্যে খাদ্যানালি, মুখ, স্তন, ফুসফুস ও জরায়ুমুখ ক্যান্সার অন্যতম। বিশ্বে প্রতি বছর ৮২ লাখ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। ক্যান্সারে আক্রান্তের অধিকাংশই হচ্ছে বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের নাগরিক। এ সকল রোগে আক্রান্তদের ভোগ করতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট এবং চিকিৎসায় ব্যয় হচ্ছে প্রচুর অর্থ ও সময়। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসতন্ত্র ও ক্যান্সার এর মতো ভয়াবহ অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম প্রধান কারণ অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ও তামাকজাত দ্রব্যের ব্যবহার। একটু সচেতন হলেই এ রোগগুলো অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।