নেত্রকোনা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে পুলিশের সহযোগিতায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পান্না আকতার (১২) নামে পঞ্চম শ্রেণির এক কিশোরীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। ওই কিশোরী জানায়, সে এবার চৌঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় ৩.২০ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বিনাইল ইউনিয়নের চৌঠা হঠাৎপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পান্না আকতার ওই গ্রামের মান্নান হোসেনের মেয়ে। বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির  জানান, সোমবার বিকেলে বিনাইল ইউনিয়নে চৌঠা হঠাৎপাড়া গ্রামে মান্নান হোসেনের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী পান্না আকতার (১২) নামে এক কিশোরীর বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পরে পুলিশ গিয়ে ওই কিশোরীর বাল্যবিয়ের আয়োজনের প্যাণ্ডেলটি এলাকাবাসীর সহায়তায় গুড়িয়ে দেন। তবে পুলিশ যাওয়ার আগেই মেয়ের বাবা ও মা পালিয়ে যায়।

বিরামপুর ইদগাঁহ মাঠ এলাকায় সিদ্দিক মহুরীর ছেলে মিলন হোসেনের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হবার কথা ছিল বলেও ওসি জানান।

তবে এ বিষয়ে স্থানীয় বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলামকে বারবার মোবাইল ফোন করলেও তিনি ফোন ধরেননি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

বিরামপুরে পুলিশের সহযোগিতায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী

আপডেট : ০২:১৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পান্না আকতার (১২) নামে পঞ্চম শ্রেণির এক কিশোরীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। ওই কিশোরী জানায়, সে এবার চৌঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় ৩.২০ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বিনাইল ইউনিয়নের চৌঠা হঠাৎপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পান্না আকতার ওই গ্রামের মান্নান হোসেনের মেয়ে। বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির  জানান, সোমবার বিকেলে বিনাইল ইউনিয়নে চৌঠা হঠাৎপাড়া গ্রামে মান্নান হোসেনের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী পান্না আকতার (১২) নামে এক কিশোরীর বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পরে পুলিশ গিয়ে ওই কিশোরীর বাল্যবিয়ের আয়োজনের প্যাণ্ডেলটি এলাকাবাসীর সহায়তায় গুড়িয়ে দেন। তবে পুলিশ যাওয়ার আগেই মেয়ের বাবা ও মা পালিয়ে যায়।

বিরামপুর ইদগাঁহ মাঠ এলাকায় সিদ্দিক মহুরীর ছেলে মিলন হোসেনের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হবার কথা ছিল বলেও ওসি জানান।

তবে এ বিষয়ে স্থানীয় বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলামকে বারবার মোবাইল ফোন করলেও তিনি ফোন ধরেননি।