নেত্রকোনা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বধলায় সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ৪

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে আলমগীর (২৫) নামের এক অটোরিক্সা যাত্রী নিহত ও পলাশ (১৮), পায়েল (১৭), আহাদ নূর (১৫) ও আইনুল হক (২২) নামের চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সোয়াসাতটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া বালুঘাটা ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি জারিয়াগামী যাত্রীবাহী অটোরিক্সা জারিয়া বালুঘাটা ব্রীজের কাছে পেীঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক ঢাকা-মেট্রো ট-১৫-৩২৬৪ পাশ দিতে গিয়ে অটোরিক্সাটি রাস্তার পাশে রাখা মাটির ঢিবিতে উঠে গিয়ে সড়কে উল্টে যায়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমগীর মারা যায় ও অটোরিক্সার চালক পলাশসহ অপর তিন যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পায়েলকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

পূর্বধলায় সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ৪

আপডেট : ০১:০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে আলমগীর (২৫) নামের এক অটোরিক্সা যাত্রী নিহত ও পলাশ (১৮), পায়েল (১৭), আহাদ নূর (১৫) ও আইনুল হক (২২) নামের চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সোয়াসাতটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া বালুঘাটা ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি জারিয়াগামী যাত্রীবাহী অটোরিক্সা জারিয়া বালুঘাটা ব্রীজের কাছে পেীঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক ঢাকা-মেট্রো ট-১৫-৩২৬৪ পাশ দিতে গিয়ে অটোরিক্সাটি রাস্তার পাশে রাখা মাটির ঢিবিতে উঠে গিয়ে সড়কে উল্টে যায়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমগীর মারা যায় ও অটোরিক্সার চালক পলাশসহ অপর তিন যাত্রী আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পায়েলকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।