নেত্রকোনা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বধলায় সেচ পাম্প বন্ধের উপক্রম, কৃষক দিশেহারা

চলতি বোরো মৌসুমে ফসলের চারা রোপনে কৃষক যখন ব্যস্ত। তখন নেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়নের পূর্ব ভিকুনীয়া গ্রামের কৃষকেরা সেচ পাম্প চালু ও অবৈধভাবে পরিচালনা বন্ধের জন্য উপজেলার বিভিন্ন দপ্তরে ধর্না দিচ্ছেন। সেচ পাম্পটি চালুর জন্য আবেদন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর।

স্থানীয় কৃষকদের আবেদনের প্রেক্ষিতে জানা যায়, উক্ত গ্রামে ১৯৭৪ সালে গভীর নলকূপটি স্থাপিত হয় এবং এর অধীন ৫০ থেকে ৬০ একর ফসলি জমি সেচ সুবিধা পায়। গ্রামটি বিদ্যুতায়িত হওয়ার পর ২০০৫/০৬খ্রি: দিকে এলাকার প্রভাবশালী ব্যক্তি সেচ পাম্পটি চালুর জন্য মৃত. আব্দুস সালামের ছেলে মো. নূরুল ইসলাম খান (কাচ মিয়া) নিজের নামে বৈদ্যুতিক মিটার সংযোগ নেন। তারপর থেকেই তিনি কৃষকের নিকট থেকে একর প্রতি ৫হাজার টাকা নিতেন। তারপরও বিভিন্ন সময়ে নূরুল ইসলাম কৃষকদের সেচ পাম্প চালু করা, জমিতে নিয়মিত পানি দেওয়ায় টালবাহানা শুরু করেন।

চলতি বোরো মৌসুমে এখন পর্যন্ত পাম্পটি চালু না করায় কৃষকের মধ্যে দেখা দিয়েছে উৎকন্ঠা। মোবারক হোসেন, মোনায়েম খান, খোকন মিয়া ২৫জন কৃষক স্বাক্ষরিত অভিযোগপত্রে আরও বলেন, নূরুল ইসলাম বৈদ্যুতিক মিটারটি লুকিয়ে রেখেছে। এমনকি বিএডিসিকে না জানিয়ে নলকূপটির লোহার পাইপ, টিনের চার ও অন্যান্য দামি যন্ত্রপাতি বেআইনি ভাবে বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। যা সরকারী মাল আত্বসাধের সামিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মেকুলসুম জানান, অভিযোগটি পেয়েছি,  তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে। এলাকাবাসির দাবী উপরোক্ত বিষয়ে যেন সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। এবং জরুরী ভিত্তিতে সমস্যার সমাধান করে এলাকার ফসলী জমিতে ফসল ফলানোর জন্য দ্রুত বিদ্যুৎ সংযোগ দিয়ে পূনরায় নলকূপটি চালু কারার জোর দাবী জানান স্থানীয় কৃষকরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

পূর্বধলায় সেচ পাম্প বন্ধের উপক্রম, কৃষক দিশেহারা

আপডেট : ০৭:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০

চলতি বোরো মৌসুমে ফসলের চারা রোপনে কৃষক যখন ব্যস্ত। তখন নেত্রকোনার পূর্বধলা উপজেলার হুগলা ইউনিয়নের পূর্ব ভিকুনীয়া গ্রামের কৃষকেরা সেচ পাম্প চালু ও অবৈধভাবে পরিচালনা বন্ধের জন্য উপজেলার বিভিন্ন দপ্তরে ধর্না দিচ্ছেন। সেচ পাম্পটি চালুর জন্য আবেদন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর।

স্থানীয় কৃষকদের আবেদনের প্রেক্ষিতে জানা যায়, উক্ত গ্রামে ১৯৭৪ সালে গভীর নলকূপটি স্থাপিত হয় এবং এর অধীন ৫০ থেকে ৬০ একর ফসলি জমি সেচ সুবিধা পায়। গ্রামটি বিদ্যুতায়িত হওয়ার পর ২০০৫/০৬খ্রি: দিকে এলাকার প্রভাবশালী ব্যক্তি সেচ পাম্পটি চালুর জন্য মৃত. আব্দুস সালামের ছেলে মো. নূরুল ইসলাম খান (কাচ মিয়া) নিজের নামে বৈদ্যুতিক মিটার সংযোগ নেন। তারপর থেকেই তিনি কৃষকের নিকট থেকে একর প্রতি ৫হাজার টাকা নিতেন। তারপরও বিভিন্ন সময়ে নূরুল ইসলাম কৃষকদের সেচ পাম্প চালু করা, জমিতে নিয়মিত পানি দেওয়ায় টালবাহানা শুরু করেন।

চলতি বোরো মৌসুমে এখন পর্যন্ত পাম্পটি চালু না করায় কৃষকের মধ্যে দেখা দিয়েছে উৎকন্ঠা। মোবারক হোসেন, মোনায়েম খান, খোকন মিয়া ২৫জন কৃষক স্বাক্ষরিত অভিযোগপত্রে আরও বলেন, নূরুল ইসলাম বৈদ্যুতিক মিটারটি লুকিয়ে রেখেছে। এমনকি বিএডিসিকে না জানিয়ে নলকূপটির লোহার পাইপ, টিনের চার ও অন্যান্য দামি যন্ত্রপাতি বেআইনি ভাবে বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। যা সরকারী মাল আত্বসাধের সামিল।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মেকুলসুম জানান, অভিযোগটি পেয়েছি,  তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে। এলাকাবাসির দাবী উপরোক্ত বিষয়ে যেন সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। এবং জরুরী ভিত্তিতে সমস্যার সমাধান করে এলাকার ফসলী জমিতে ফসল ফলানোর জন্য দ্রুত বিদ্যুৎ সংযোগ দিয়ে পূনরায় নলকূপটি চালু কারার জোর দাবী জানান স্থানীয় কৃষকরা।