নেত্রকোনা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বধলায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ : ৪ পুলিশ আহত, আটক ১৩

  • আপডেট : ১০:৩৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • ২৬৫

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একজন এসআইসহ চার পুলিশসদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় বিএনপির ১৩ কর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সদরের খাদ্যগুদাম রোড়ে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

সংর্ঘষে আহত পুলিশ সদস্যরা হলেন, পূর্বধলা থানার এসআই আলাল উদ্দিন, কনস্টেবল জাকারিয়া, রুহুল আমিন ও শহিদুল ইসলাম। আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের খাদ্য গুদাম রোডে আসলে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীর পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে চার পুলিশ আহত হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম সরকার (৩৬), আব্দুল্লাহ আল হেলালী (৩০), জাহাঙ্গীর আলম তালুকদার (৪০), মোঃ আব্দুল কাদির (৩৫), মোঃ আল-আমিন খান (৪৪), মোঃ রাহাতুল ইসলাম রানা ওরফে রাহাত (২৪), মঞ্জু মিয়া (৪০), মোঃ লাল মিয়া (২২), মোঃ সোহরাব হোসেন (৪০), বকুল দত্ত (২৫), সোহাগ (৩৬), মোঃ মতিউর রহমান (৪৪) ও মোঃ মোস্তফা কামাল(৩১) নামের ১৩ নেতাকর্মীকে আট করে।

এ ব্যাপারে উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আলম তালুকদারের বক্তব্য নিতে তার মুটোফোনে যোগাযোগের চেষ্ঠা করে তাকে পাওয়া যায়নি।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে তাদের দলীয় কার্যালয়ে বিকাল ৪ টায় প্রোগ্রাম করার কথা থাকলেও পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের লোকজন রাস্তা অবরোধ করে মিছিল করছিল।

মিছিলের কারণে জনসাধারণের চলাচল করতে বিঘ্ন ঘটছে বললে বিএনপির নেতা কর্মীরা অতর্কিত পুলিশের ওপর হামলা চালায় ও ককটেল বিস্ফোরণসহ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় আমাদের চার পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে ৪ টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

পূর্বধলায় পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ : ৪ পুলিশ আহত, আটক ১৩

আপডেট : ১০:৩৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একজন এসআইসহ চার পুলিশসদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় বিএনপির ১৩ কর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা সদরের খাদ্যগুদাম রোড়ে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

সংর্ঘষে আহত পুলিশ সদস্যরা হলেন, পূর্বধলা থানার এসআই আলাল উদ্দিন, কনস্টেবল জাকারিয়া, রুহুল আমিন ও শহিদুল ইসলাম। আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের খাদ্য গুদাম রোডে আসলে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীর পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে চার পুলিশ আহত হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম সরকার (৩৬), আব্দুল্লাহ আল হেলালী (৩০), জাহাঙ্গীর আলম তালুকদার (৪০), মোঃ আব্দুল কাদির (৩৫), মোঃ আল-আমিন খান (৪৪), মোঃ রাহাতুল ইসলাম রানা ওরফে রাহাত (২৪), মঞ্জু মিয়া (৪০), মোঃ লাল মিয়া (২২), মোঃ সোহরাব হোসেন (৪০), বকুল দত্ত (২৫), সোহাগ (৩৬), মোঃ মতিউর রহমান (৪৪) ও মোঃ মোস্তফা কামাল(৩১) নামের ১৩ নেতাকর্মীকে আট করে।

এ ব্যাপারে উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আলম তালুকদারের বক্তব্য নিতে তার মুটোফোনে যোগাযোগের চেষ্ঠা করে তাকে পাওয়া যায়নি।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে তাদের দলীয় কার্যালয়ে বিকাল ৪ টায় প্রোগ্রাম করার কথা থাকলেও পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের লোকজন রাস্তা অবরোধ করে মিছিল করছিল।

মিছিলের কারণে জনসাধারণের চলাচল করতে বিঘ্ন ঘটছে বললে বিএনপির নেতা কর্মীরা অতর্কিত পুলিশের ওপর হামলা চালায় ও ককটেল বিস্ফোরণসহ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় আমাদের চার পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে ৪ টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।