নেত্রকোনা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বধলায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ড. নাদিয়া বিনতে আমিন’র মতবিনিময়

  • আপডেট : ০২:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৩১৮

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি ড. নাদিয়া বিনতে আমিন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি তার পরিচয় তুলে ধরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময়কালে এমপি প্রার্থী ড. নাদিয়া বিনতে আমিন বলেন, তিনি মনোনয়ন পেলে ও তার সরকার ক্ষমতায় গেলে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে নারীর ক্ষমতায়ন, দক্ষ উদ্যোক্তা তৈরী, আধুনিক কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষণের ব্যবস্হা , শিল্প প্রতিষ্টান তৈরী, বিনিয়োগ খাতের উন্নয়ন ও বাজারজাতকরণ ব্যবস্হা, শিক্ষার প্রসার ঘটানো, মেধাবীদের বৃত্তি প্রদান, অসহায় দুঃস্থ মানুষের জন্য কাজ করার পাশাপাশি কমিউনিটি স্বাস্হ্যসেবার আধুনিকায়ন যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন করবেন।

ড. নাদিয়া বিনতে আমিন একজন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও ব্যবসী নেতা। তিনি বিজনেস পার্লামেন্ট খ্যাত ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর ২০২১ -২০২৩ মেয়াদে পরিচালক ছিলেন। ড. নাদিয়া বিনতে আমিন ঢাকা জেলায় জন্ম গ্রহন করেন ও ঢাকা শহরেই বেডে উঠেন। তার পূর্বপুরুষের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁ ইউনিয়নের বাশাটি গ্রামে। তার বাবা প্রয়াত এ.এফ.এম আমিনুল ইসলাম (তারা)।

তিনি ভিকারুন্নিসা নুন স্কুল থেকে ১৯৮০ সালে মাধ্যমিক, হলিক্রস কলেজ থেকে ১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে ব্যাচেলর ডিগ্রী লাভ করেন। ১৯৯০ সালে আই.বি.এ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এছাড়া আই.বি.এ থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ এ ক্যাপস্টোন কোর্স ২০২২/১ সফল ভাবে সমাপ্ত করেন।

১৯৯০ সালে শিক্ষাজীবন শেষ করে ব্যবসায়ী হিসেবে কর্ম জীবন শুরু করেন এবং মেধা, কঠোর পরিশ্রম, কর্ম দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে বিগত তেত্রিশ বছর তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন। তিনি একাধারে বিয়াস এন্টারপ্রাইজার্স ও তারা রিটেল এর স্বত্ত্বাধিকারী। এ দুটি প্রতিষ্ঠান মূলত ইন্ডেন্টিং ও ট্রেডিং এর সাথে সম্পৃক্ত এবং সফলতার সাথে বিগত দিনগুলোতে ব্যবসা পরিচালনা করে আসছে। এ ছাড়াও ড. আমিন রিসার্চ এন্ড কম্পিউটিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামক বাজার ও সামাজিক গবেষনা প্রতিষ্ঠানের ব্যবস্হাপনা পরিচালক হিসেবে বিগত তিরিশ বছর সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এ গবেষনা প্রতিষ্ঠান পরিচালনা কালে তিনি সারা দেশ ঘুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সম্পৃক্ত হয়েছেন।

এছাড়াও দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষে শিক্ষা স্বাস্হ্য, বাজার ব্যবস্হাপনা, এবং অর্থনীতির উপর অসংখ্য গবেষনায় জড়িত ছিলেন। ড. নাদিয়া এ সকল প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু নিজে ব্যবসা পরিচালনা করেননি, করেছেন প্রচুর লোকের কর্ম সংস্হান। এ ছাড়াও তিনি বেষ্ট লাইফ ইনসুরেন্সের ভাইস চেয়ারম্যান, তারা ফাউন্ডেশন ও পার্পেল ফুড এন্ড এগ্রো লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত তার দুই ছেলে ও এক মেয়ে। তার স্বামী মোঃ আলমগীর হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি – গ্রেড ওয়ান) হিসেবে ২০২২ সালে অবসর গ্রহন করেন।

আরও পড়ুনপূর্বধলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

পূর্বধলায় আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ড. নাদিয়া বিনতে আমিন’র মতবিনিময়

আপডেট : ০২:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি ড. নাদিয়া বিনতে আমিন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি তার পরিচয় তুলে ধরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময়কালে এমপি প্রার্থী ড. নাদিয়া বিনতে আমিন বলেন, তিনি মনোনয়ন পেলে ও তার সরকার ক্ষমতায় গেলে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে নারীর ক্ষমতায়ন, দক্ষ উদ্যোক্তা তৈরী, আধুনিক কর্মসংস্থান সৃষ্টি ও প্রশিক্ষণের ব্যবস্হা , শিল্প প্রতিষ্টান তৈরী, বিনিয়োগ খাতের উন্নয়ন ও বাজারজাতকরণ ব্যবস্হা, শিক্ষার প্রসার ঘটানো, মেধাবীদের বৃত্তি প্রদান, অসহায় দুঃস্থ মানুষের জন্য কাজ করার পাশাপাশি কমিউনিটি স্বাস্হ্যসেবার আধুনিকায়ন যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন করবেন।

ড. নাদিয়া বিনতে আমিন একজন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও ব্যবসী নেতা। তিনি বিজনেস পার্লামেন্ট খ্যাত ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর ২০২১ -২০২৩ মেয়াদে পরিচালক ছিলেন। ড. নাদিয়া বিনতে আমিন ঢাকা জেলায় জন্ম গ্রহন করেন ও ঢাকা শহরেই বেডে উঠেন। তার পূর্বপুরুষের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁ ইউনিয়নের বাশাটি গ্রামে। তার বাবা প্রয়াত এ.এফ.এম আমিনুল ইসলাম (তারা)।

তিনি ভিকারুন্নিসা নুন স্কুল থেকে ১৯৮০ সালে মাধ্যমিক, হলিক্রস কলেজ থেকে ১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধীনে ব্যাচেলর ডিগ্রী লাভ করেন। ১৯৯০ সালে আই.বি.এ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এছাড়া আই.বি.এ থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ এ ক্যাপস্টোন কোর্স ২০২২/১ সফল ভাবে সমাপ্ত করেন।

১৯৯০ সালে শিক্ষাজীবন শেষ করে ব্যবসায়ী হিসেবে কর্ম জীবন শুরু করেন এবং মেধা, কঠোর পরিশ্রম, কর্ম দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে বিগত তেত্রিশ বছর তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন। তিনি একাধারে বিয়াস এন্টারপ্রাইজার্স ও তারা রিটেল এর স্বত্ত্বাধিকারী। এ দুটি প্রতিষ্ঠান মূলত ইন্ডেন্টিং ও ট্রেডিং এর সাথে সম্পৃক্ত এবং সফলতার সাথে বিগত দিনগুলোতে ব্যবসা পরিচালনা করে আসছে। এ ছাড়াও ড. আমিন রিসার্চ এন্ড কম্পিউটিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামক বাজার ও সামাজিক গবেষনা প্রতিষ্ঠানের ব্যবস্হাপনা পরিচালক হিসেবে বিগত তিরিশ বছর সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এ গবেষনা প্রতিষ্ঠান পরিচালনা কালে তিনি সারা দেশ ঘুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সম্পৃক্ত হয়েছেন।

এছাড়াও দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষে শিক্ষা স্বাস্হ্য, বাজার ব্যবস্হাপনা, এবং অর্থনীতির উপর অসংখ্য গবেষনায় জড়িত ছিলেন। ড. নাদিয়া এ সকল প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু নিজে ব্যবসা পরিচালনা করেননি, করেছেন প্রচুর লোকের কর্ম সংস্হান। এ ছাড়াও তিনি বেষ্ট লাইফ ইনসুরেন্সের ভাইস চেয়ারম্যান, তারা ফাউন্ডেশন ও পার্পেল ফুড এন্ড এগ্রো লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত তার দুই ছেলে ও এক মেয়ে। তার স্বামী মোঃ আলমগীর হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি – গ্রেড ওয়ান) হিসেবে ২০২২ সালে অবসর গ্রহন করেন।

আরও পড়ুনপূর্বধলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান