নেত্রকোনা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনা শহরের রঙ্গিন বাতির লাইটপোষ্ট চুরি হয়ে যাচ্ছে

  • আপডেট : ০৯:২০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • ৩১৪

একের পর এক চুরি হয়ে যাচ্ছে নেত্রকোনা শহরের সৌন্দর্য্য বিকাশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রোডে বসানো রঙ্গিন ঝলমল দৃষ্টিনন্দন বিদেশী লাইটপোষ্ট। ইতোমধ্যে মডেল থানার সামনে থেকে লাইটপোষ্টটি চুরি হয়ে যাওয়ায় পৌরবাসীর মাঝে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নেত্রকোনা শহরের সৌন্দর্য্য বিকাশে সাম্প্রতিক সময়ে শহরের মোক্তার পাড়া, সাতপাই নদীর পাড়, থানার সম্মূখ ভাগ ও শিবগঞ্জ রোডের নদীর রেলিংয়ে লাল, নীল ও সবুজ দৃষ্টিনন্দন মেটাল লাইটপোষ্ট বসানো হয়। অল্প কিছু দিন যেতে না যেতেই প্রথমে স্থানীয় আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় ও মোক্তারপাড়া মাঠের সামনে থেকে দুইটি লাইটপোষ্ট চুরি হয়ে যায়।

এ নিয়ে পৌর কর্তৃপক্ষের নীরবতায় কয়েক দিন যেতে না যেতেই মডেল থানার সামনে থেকে আরেকটি লাইটপোষ্ট চুরি হয়ে যায়। থানার গেইটে ২৪ ঘন্টা ডিউটি থাকার পরেও কিভাবে চোরেরা আস্ত লাইটপোষ্টটি চুরি করে নিয়ে গেল এ বিষয়টি পৌরবাসীকে ভাবিয়ে তুলেছে। এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন না করায় এবং তদারকির অভাবে অন্যান্য লাইটপোষ্ট গুলো চুরি হয়ে যাবার আশঙ্কা করছেন অনেকে।

এ ব্যাপারে অ্যাডভোকেট আব্দুল আওয়াল সেলিম, মাস্টার রফিকুল ইসলাম, নাহনাজ বেগমসহ এলাকাবাসী বেশ কয়েকজন বলেন, অনেক প্রত্যাশিত দৃষ্টিনন্দন লাইটপোষ্ট গুলো একেক করে যেভাবে চুরি হয়ে যাচ্ছে, তা প্রতিরোধ করা না গেলে অন্যান্য লাইটপোষ্ট গুলোও চুরি হয়ে যাবার আশঙ্কা রয়েছে। এক এক করে কমে যাচ্ছে সৌর্ন্দয্য আলোর ঝলখানি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় নিজ মেয়েকে হত্যা করে শেষ রক্ষা হলো না মায়ের

নেত্রকোনা শহরের রঙ্গিন বাতির লাইটপোষ্ট চুরি হয়ে যাচ্ছে

আপডেট : ০৯:২০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯

একের পর এক চুরি হয়ে যাচ্ছে নেত্রকোনা শহরের সৌন্দর্য্য বিকাশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রোডে বসানো রঙ্গিন ঝলমল দৃষ্টিনন্দন বিদেশী লাইটপোষ্ট। ইতোমধ্যে মডেল থানার সামনে থেকে লাইটপোষ্টটি চুরি হয়ে যাওয়ায় পৌরবাসীর মাঝে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নেত্রকোনা শহরের সৌন্দর্য্য বিকাশে সাম্প্রতিক সময়ে শহরের মোক্তার পাড়া, সাতপাই নদীর পাড়, থানার সম্মূখ ভাগ ও শিবগঞ্জ রোডের নদীর রেলিংয়ে লাল, নীল ও সবুজ দৃষ্টিনন্দন মেটাল লাইটপোষ্ট বসানো হয়। অল্প কিছু দিন যেতে না যেতেই প্রথমে স্থানীয় আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় ও মোক্তারপাড়া মাঠের সামনে থেকে দুইটি লাইটপোষ্ট চুরি হয়ে যায়।

এ নিয়ে পৌর কর্তৃপক্ষের নীরবতায় কয়েক দিন যেতে না যেতেই মডেল থানার সামনে থেকে আরেকটি লাইটপোষ্ট চুরি হয়ে যায়। থানার গেইটে ২৪ ঘন্টা ডিউটি থাকার পরেও কিভাবে চোরেরা আস্ত লাইটপোষ্টটি চুরি করে নিয়ে গেল এ বিষয়টি পৌরবাসীকে ভাবিয়ে তুলেছে। এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন না করায় এবং তদারকির অভাবে অন্যান্য লাইটপোষ্ট গুলো চুরি হয়ে যাবার আশঙ্কা করছেন অনেকে।

এ ব্যাপারে অ্যাডভোকেট আব্দুল আওয়াল সেলিম, মাস্টার রফিকুল ইসলাম, নাহনাজ বেগমসহ এলাকাবাসী বেশ কয়েকজন বলেন, অনেক প্রত্যাশিত দৃষ্টিনন্দন লাইটপোষ্ট গুলো একেক করে যেভাবে চুরি হয়ে যাচ্ছে, তা প্রতিরোধ করা না গেলে অন্যান্য লাইটপোষ্ট গুলোও চুরি হয়ে যাবার আশঙ্কা রয়েছে। এক এক করে কমে যাচ্ছে সৌর্ন্দয্য আলোর ঝলখানি।