নেত্রকোনা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনা ডিবি পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদসহ আটক-৫

  • আপডেট : ০৯:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
  • ২৭৬

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় মদ, ইয়াবা ও গাঁজাসহ পাঁচ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন নেত্রকোনা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ্ নূর এ আলম।

তিনি জানান, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চৈতা সিংকাটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে শাহিদ মিয়া (৫০) দীর্ঘদিন যাবৎ কলমাকান্দার সীমান্ত দিয়ে ভারতীয় মদ পাচার এবং ব্যবসা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম ১৯ আগষ্ট রাত সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও এলাকার ওমর ফারুকের বাড়ীর সামনে পাকা রাস্তায় শাহিদকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশী করে আমদানি নিষিদ্ধ অ্যালকোহল সমৃদ্ধ ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ডিবি’র আরেকটি টিম এসআই শরিফুল হক ও এএসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম গত ১৯ আগষ্ট রাত সাড়ে ১১টার দিকে মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছে মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুড়া গ্রামের মো. আফসার উদ্দিনের ছেলে মো. তাপস মিয়া (৩৩), বরকাশিয়া গ্রামের মো. সাইকুল মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (১৯) বরকাশিয়া গ্রামের মৃত ফৌজদার মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩০)।

এছাড়াও ডিবি’র অন্য একটি দল এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে ওই দিবাগত রাত পৌনে ১২টার দিকে আলেক মিয়া (৫৫) কে ২০০ গ্রাম গাঁজা সহ আটক করে। আটককৃত আলক জেলার আটপাড়া উপজেলার দিয়ারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে বলে জানিয়েছেন নেত্রকোনা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ্‌ নুর এ আলম।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় নিজ মেয়েকে হত্যা করে শেষ রক্ষা হলো না মায়ের

নেত্রকোনা ডিবি পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদসহ আটক-৫

আপডেট : ০৯:২৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় মদ, ইয়াবা ও গাঁজাসহ পাঁচ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন নেত্রকোনা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ্ নূর এ আলম।

তিনি জানান, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চৈতা সিংকাটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে শাহিদ মিয়া (৫০) দীর্ঘদিন যাবৎ কলমাকান্দার সীমান্ত দিয়ে ভারতীয় মদ পাচার এবং ব্যবসা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম ১৯ আগষ্ট রাত সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার হাসানোয়াগাঁও এলাকার ওমর ফারুকের বাড়ীর সামনে পাকা রাস্তায় শাহিদকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশী করে আমদানি নিষিদ্ধ অ্যালকোহল সমৃদ্ধ ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ডিবি’র আরেকটি টিম এসআই শরিফুল হক ও এএসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম গত ১৯ আগষ্ট রাত সাড়ে ১১টার দিকে মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছে মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুড়া গ্রামের মো. আফসার উদ্দিনের ছেলে মো. তাপস মিয়া (৩৩), বরকাশিয়া গ্রামের মো. সাইকুল মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (১৯) বরকাশিয়া গ্রামের মৃত ফৌজদার মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩০)।

এছাড়াও ডিবি’র অন্য একটি দল এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে ওই দিবাগত রাত পৌনে ১২টার দিকে আলেক মিয়া (৫৫) কে ২০০ গ্রাম গাঁজা সহ আটক করে। আটককৃত আলক জেলার আটপাড়া উপজেলার দিয়ারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে বলে জানিয়েছেন নেত্রকোনা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ্‌ নুর এ আলম।