নেত্রকোনা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলার সমাপ্ত

  • আপডেট : ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ১৭২

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৯ সোমবার সমাপ্ত হয়েছে। বন বিভাগ, কৃষি অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত মেলায় মোট ২৮টি ষ্টল বসে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের। প্রথমে ১৩ দিন ব্যাপী মেলা থাকলেও মেলা জমে উঠায় আরো দুদিন বাড়িয়ে ১৫ দিন করা হয়।

এবারের মেলায় প্রায় ৩৫ লক্ষাধিক টাকার গাছ বিক্রি হয়েছে। গত শনিবার মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গনে মেলাস্থলে সমাপনী অনুষ্টানে সামাজিক বনায়নের উপকারভোগীদের লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

এসময় মোট উপকারভোগী ১৭৯ জনের মাঝে লভ্যাংশের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পুর্বধলা গ্রুপের ৮৭ জনের প্রত্যেককে ২৮ হাজার ৩৭ টাকা ও সদরের ৯২ জনের প্রত্যেককে ১৮ হাজার ৪ শ ৮০ টাকা করে প্রদান করা হয়। সেই সাথে নার্সারি মালিকদের প্রদর্শনী অনুযায়ী পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, নেত্রকোনা সহকারী বন সংরক্ষক এ এফ জি মোস্তফা, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু ও নেত্রকোনা কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

নেত্রকোনায় ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলার সমাপ্ত

আপডেট : ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৯ সোমবার সমাপ্ত হয়েছে। বন বিভাগ, কৃষি অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত মেলায় মোট ২৮টি ষ্টল বসে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের। প্রথমে ১৩ দিন ব্যাপী মেলা থাকলেও মেলা জমে উঠায় আরো দুদিন বাড়িয়ে ১৫ দিন করা হয়।

এবারের মেলায় প্রায় ৩৫ লক্ষাধিক টাকার গাছ বিক্রি হয়েছে। গত শনিবার মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গনে মেলাস্থলে সমাপনী অনুষ্টানে সামাজিক বনায়নের উপকারভোগীদের লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

এসময় মোট উপকারভোগী ১৭৯ জনের মাঝে লভ্যাংশের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পুর্বধলা গ্রুপের ৮৭ জনের প্রত্যেককে ২৮ হাজার ৩৭ টাকা ও সদরের ৯২ জনের প্রত্যেককে ১৮ হাজার ৪ শ ৮০ টাকা করে প্রদান করা হয়। সেই সাথে নার্সারি মালিকদের প্রদর্শনী অনুযায়ী পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, নেত্রকোনা সহকারী বন সংরক্ষক এ এফ জি মোস্তফা, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু ও নেত্রকোনা কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।