নেত্রকোনা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় সঞ্জয় সরকারের ‘ফাগুন দিনের আগুন ছড়া’ গ্রন্থ নিয়ে আলোচনা অনুষ্ঠিত

  • আপডেট : ০২:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • ৩৩৩

নেত্রকোনা সংবাদদাতা ঃ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদের কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় ছড়াকার সঞ্জয় সরকারের ছড়াগ্রন্থ ‘ফাগুন দিনের আগুন ছড়া’ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উদীচী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। ‘ফাগুন দিনের আগুন ছড়া’ গ্রন্থের উপর প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক হারাধন সাহা। উদীচী’র জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এবং সহ-সধারণ সম্পাদক মোঃ আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন: জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ননীগোপাল সরকার, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক বিধান মিত্র, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, উদীচীর কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবিন, উদীচীর জেলা সংসদের সাবেক সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, কবি স্বপন পাল, ছড়াকার হাসিন মোয়াজ্জেম, কবি নেহাল হাফিজ এবং ছড়াকার সঞ্জয় সরকার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক অসিত ঘোষ। শুরুতে ছড়াকার সঞ্জয় সরকারের জীবনী পাঠ করেন তমা রায়। আলোচনার ফাঁকে ফাঁকে ‘ফাগুন দিনের আগুন ছড়া’ গ্রন্থ থেকে ছড়া আবৃত্তি করেন: আবৃত্তিকার তরুময় বিশ^াস পাভেল, কথিকা সাহা, ভাষণ কর্মকার, আফ্রিদা মোবারক তাইফা, আফিয়া সাইয়ারা তাহা, পথিকা সাহা ও তাসনুভা মোস্তারিন খান তুর্ষা। স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছড়াকার, সংস্কৃতিকর্মী ও সুধীজনরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘ফাগুন দিনের আগুন ছড়া’ সঞ্জয় সরকারের দ্বিতীয় ছড়াগ্রন্থ। গত একুশে বইমেলায় ‘বিভাস প্রকাশনী’ থেকে এ বইটি প্রকাশিত হয়। সাংবাদিক সঞ্জয় সরকার ছড়ার পাশাপাশি লোকসাহিত্য ও লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করেন এবং শিশুতোষ গল্প লেখেন। তার প্রকাশিত বই চারটি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

নেত্রকোনায় সঞ্জয় সরকারের ‘ফাগুন দিনের আগুন ছড়া’ গ্রন্থ নিয়ে আলোচনা অনুষ্ঠিত

আপডেট : ০২:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯

নেত্রকোনা সংবাদদাতা ঃ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদের কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় ছড়াকার সঞ্জয় সরকারের ছড়াগ্রন্থ ‘ফাগুন দিনের আগুন ছড়া’ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উদীচী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। ‘ফাগুন দিনের আগুন ছড়া’ গ্রন্থের উপর প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক হারাধন সাহা। উদীচী’র জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এবং সহ-সধারণ সম্পাদক মোঃ আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন: জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ননীগোপাল সরকার, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক বিধান মিত্র, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, উদীচীর কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবিন, উদীচীর জেলা সংসদের সাবেক সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, কবি স্বপন পাল, ছড়াকার হাসিন মোয়াজ্জেম, কবি নেহাল হাফিজ এবং ছড়াকার সঞ্জয় সরকার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক অসিত ঘোষ। শুরুতে ছড়াকার সঞ্জয় সরকারের জীবনী পাঠ করেন তমা রায়। আলোচনার ফাঁকে ফাঁকে ‘ফাগুন দিনের আগুন ছড়া’ গ্রন্থ থেকে ছড়া আবৃত্তি করেন: আবৃত্তিকার তরুময় বিশ^াস পাভেল, কথিকা সাহা, ভাষণ কর্মকার, আফ্রিদা মোবারক তাইফা, আফিয়া সাইয়ারা তাহা, পথিকা সাহা ও তাসনুভা মোস্তারিন খান তুর্ষা। স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছড়াকার, সংস্কৃতিকর্মী ও সুধীজনরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘ফাগুন দিনের আগুন ছড়া’ সঞ্জয় সরকারের দ্বিতীয় ছড়াগ্রন্থ। গত একুশে বইমেলায় ‘বিভাস প্রকাশনী’ থেকে এ বইটি প্রকাশিত হয়। সাংবাদিক সঞ্জয় সরকার ছড়ার পাশাপাশি লোকসাহিত্য ও লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করেন এবং শিশুতোষ গল্প লেখেন। তার প্রকাশিত বই চারটি।