নেত্রকোনা ০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় বাল্য বিবাহকে লাল কার্ড

বাল্য বিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ঐতিহাসিক মোক্তরপাড়া মাঠে জেলা প্রশাসনের সাথে একাত্মতা পেষাণ করেছে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামজিক সংগঠনগুলো।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনগুলো নিজ নিজ ব্যানারে ‘বাল্য বিবাহকে না বলি, যেখানেই বাল্য বিবাহ, সেখানেই প্রতিরোধ’ নানা স্লোগান নিয়ে মানববন্ধন, সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহ করে। এসময় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

এর আগে বিশাল সমাবেশে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষকে সামনে রেখে ২০২০ সালের আগেই কিভাবে বাল্য বিবাহ মুক্ত করা হবে সেই সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা করা হয়।

এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিহা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. নিলোৎপল তালুকদার, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক ফেরদৌসী বেগম, মহিলা পরিষদের তাহেজা বেগম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি, নারী নেত্রী নুরজাহান বেগম, নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি এডভোকেট রাসেল আহমেদ খান, জেলা কাজী সমিতির সভাপতি কামাল উদ্দিন সহবিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

আলোচনা শেষে সকলেই লাল কার্ড তুলে ধরে দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় নিজ মেয়েকে হত্যা করে শেষ রক্ষা হলো না মায়ের

নেত্রকোনায় বাল্য বিবাহকে লাল কার্ড

আপডেট : ০২:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯

বাল্য বিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ঐতিহাসিক মোক্তরপাড়া মাঠে জেলা প্রশাসনের সাথে একাত্মতা পেষাণ করেছে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামজিক সংগঠনগুলো।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনগুলো নিজ নিজ ব্যানারে ‘বাল্য বিবাহকে না বলি, যেখানেই বাল্য বিবাহ, সেখানেই প্রতিরোধ’ নানা স্লোগান নিয়ে মানববন্ধন, সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহ করে। এসময় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

এর আগে বিশাল সমাবেশে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষকে সামনে রেখে ২০২০ সালের আগেই কিভাবে বাল্য বিবাহ মুক্ত করা হবে সেই সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা করা হয়।

এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিহা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. নিলোৎপল তালুকদার, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক ফেরদৌসী বেগম, মহিলা পরিষদের তাহেজা বেগম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি, নারী নেত্রী নুরজাহান বেগম, নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি এডভোকেট রাসেল আহমেদ খান, জেলা কাজী সমিতির সভাপতি কামাল উদ্দিন সহবিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

আলোচনা শেষে সকলেই লাল কার্ড তুলে ধরে দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত করা হয়।