নেত্রকোনা ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, আটক-১

  • আপডেট : ০২:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
  • ১৯৫

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে কাফিরুল ইসলাম (৪৫) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে উদ্ধার করেছে আগ্নেয়াস্ত্র ও গুলি। । শনিবার রাতে উপজেলার তারাগুনিয়া থানা মোড় এলাকা থেকে নাটোরের র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক (এডিশনাল ডিআইজি) মাহফুজুর রহমান শনিবার রাত ১০টায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, দৌলতপুর সীমান্ত থেকে মাদকের বড ধরনের একটি চালান পাচার হয়ে আসছে- গোপন স‚ত্রের মাধ্যমে প্রাপ্ত এমন খবরের ভিত্তিতে সিপিসি-২ নাটোরের র‌্যাব সদস্যরা এই অভিযান চালান।

এ দিন রাত সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানা মোড় ও এর আশপাশের এলাকায় অবস্থান নেন র‌্যাব সদস্যরা। সেখানকার পার্শ্ববর্তী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থানরত দুই ব্যক্তির অসংলগ্ন গতিবিধি দেখে র‌্যাবের সন্দেহ হয়।

একপর্যায়ে তারা অস্ত্র ব্যবসায়ী কাফিরুল ইসলামকে একটি ব্যাগসহ আটক করেন। এ সময র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী পালিয়ে যান, তাকে আটকের চেষ্টা চলছে বলে র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান জানান।

এ অভিযানে কাফিরুলের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৬টি ওয়ান শুটার গান, ১টি ওয়ান শুটার সাদৃশ্য কাটা রাইফেল, ৪টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড বিভিন্ন গুলি উদ্ধার করা হয়।

আটক শীর্ষ অস্ত্র ব্যবসায়ী কাফিরুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলা গ্রামের আব্দুল শুকুরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছেন বলে স্বীকার করেন।
র‌্যাবের এ অভিযানে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এনামুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এদিকে জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতেই উদ্ধার করা অস্ত্রসহ কাফিরুলকে দৌলতপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে এ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি এসএম আরিফুর রহমান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

দৌলতপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, আটক-১

আপডেট : ০২:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া :

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে কাফিরুল ইসলাম (৪৫) নামের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে উদ্ধার করেছে আগ্নেয়াস্ত্র ও গুলি। । শনিবার রাতে উপজেলার তারাগুনিয়া থানা মোড় এলাকা থেকে নাটোরের র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক (এডিশনাল ডিআইজি) মাহফুজুর রহমান শনিবার রাত ১০টায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, দৌলতপুর সীমান্ত থেকে মাদকের বড ধরনের একটি চালান পাচার হয়ে আসছে- গোপন স‚ত্রের মাধ্যমে প্রাপ্ত এমন খবরের ভিত্তিতে সিপিসি-২ নাটোরের র‌্যাব সদস্যরা এই অভিযান চালান।

এ দিন রাত সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানা মোড় ও এর আশপাশের এলাকায় অবস্থান নেন র‌্যাব সদস্যরা। সেখানকার পার্শ্ববর্তী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থানরত দুই ব্যক্তির অসংলগ্ন গতিবিধি দেখে র‌্যাবের সন্দেহ হয়।

একপর্যায়ে তারা অস্ত্র ব্যবসায়ী কাফিরুল ইসলামকে একটি ব্যাগসহ আটক করেন। এ সময র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার অপর সহযোগী পালিয়ে যান, তাকে আটকের চেষ্টা চলছে বলে র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান জানান।

এ অভিযানে কাফিরুলের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৬টি ওয়ান শুটার গান, ১টি ওয়ান শুটার সাদৃশ্য কাটা রাইফেল, ৪টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড বিভিন্ন গুলি উদ্ধার করা হয়।

আটক শীর্ষ অস্ত্র ব্যবসায়ী কাফিরুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার সওড়াতলা গ্রামের আব্দুল শুকুরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছেন বলে স্বীকার করেন।
র‌্যাবের এ অভিযানে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এনামুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এদিকে জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতেই উদ্ধার করা অস্ত্রসহ কাফিরুলকে দৌলতপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে এ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি এসএম আরিফুর রহমান।