নেত্রকোনা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশালে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে, দুই পথচারি নিহত

  • আপডেট : ০২:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ২২৬

মামুনুর রশিদ ত্রিশাল:

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড নামকস্থানে ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় ময়মনসিংহগামী ঢাকা মেট্রো ট ২২-২২৯৬ ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় দুই পথচারি স্থানীয় মনা মিয়ার ছেলে মুদি দোকানদার আলাল উদ্দিন (৭০) ও আবদুল মিয়ার ছেলে ফজলু মিয়া (৪০) নামে ওই দুই ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। নিহতদের বাড়ী ওই ইউনিয়নের নারায়নপুর গ্রামে বলে জানা যায়। ট্রাকটি আটক হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুনিম সারোয়ার জানান, স্থানীয়দের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আজিজুর রহমান জানান, ট্রাকের চাকা খুলে যাওয়ায় ওই দুর্ঘটনাটি ঘটে। চালক ও হেলপারের গাফিলতি ছিল বলে ধারনা করা হচ্ছে। নিহতদের লাশ সুরতহালের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

ত্রিশালে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে, দুই পথচারি নিহত

আপডেট : ০২:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯

মামুনুর রশিদ ত্রিশাল:

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড নামকস্থানে ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় ময়মনসিংহগামী ঢাকা মেট্রো ট ২২-২২৯৬ ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় দুই পথচারি স্থানীয় মনা মিয়ার ছেলে মুদি দোকানদার আলাল উদ্দিন (৭০) ও আবদুল মিয়ার ছেলে ফজলু মিয়া (৪০) নামে ওই দুই ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। নিহতদের বাড়ী ওই ইউনিয়নের নারায়নপুর গ্রামে বলে জানা যায়। ট্রাকটি আটক হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুনিম সারোয়ার জানান, স্থানীয়দের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আজিজুর রহমান জানান, ট্রাকের চাকা খুলে যাওয়ায় ওই দুর্ঘটনাটি ঘটে। চালক ও হেলপারের গাফিলতি ছিল বলে ধারনা করা হচ্ছে। নিহতদের লাশ সুরতহালের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।