নেত্রকোনা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জৈন্তাপুরে হাজী বেশে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

  • আপডেট : ১২:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • ১৭৮

সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে অভিনব কায়দায় ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

সিলেটের জৈন্তাপুরে চাচা কর্তৃক ভাতীজি অপহরনে করে ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামী দরবস্ত ইউনয়নের শুকইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে নিকট আত্মীয় ভাতীজিকে অপহরন করে নিয়ে দূরবর্তী গ্রামের এক সিএনজি চালকের বাড়ীতে আটকে রেখে একাধিক বার ধর্ষন করে। এঘটনায় সামাজিক ভাবে ধর্ষীতার পিতা বিচার চাইলে ন্যায় বিচার পাননি।

অপরদিকে ধর্ষনের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ধর্ষনের আলামত নষ্ট করেত বিচারের নামে স্থানীয় ইউপি সদস্য সময় ক্ষেপন করেন। অবশেষে ন্যায় বিচার না পেয়ে ভিকটিম বাদী হয়ে ঘটনার ২মাস পর গত ১৭ জুলাই জৈন্তাপুর মডেল থানায় ধর্ষক রেজওয়ানকে প্রধান আসামী করে লিখিত অভিযোগ করে।

পুলিশ ঘটনাটি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং ধর্ষক রেজওয়ার ইতোপূর্বে এধরনের একাধিক ঘটনা করে কারাভোগ করেছে বলে তথ্য বেরিয়ে আসে। কারাভোগ করে বের হওয়ার কিছু দিনের মধ্যে সে নতুন করে নিকত্মীয় ভাতিজিকে অপহরন করে আটকে রেখে ধর্ষন ঘটনা ঘটায়। থানা পুলিশ ১৮ জুলাই ভিটটিমের লিখিত অভিযোগটি মামলা হিসাবে গন্য করে যাহার নং ৮/১০৪।

মামলার প্রকৃতরহস্য অনুসন্ধান ও ধর্ষক রেজওয়ানকে আটকের জন্য পুলিশের একাধিক টিম উপজেলা ভিবিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতিটের পেয়ে চুতুর নারী লোভী ধর্ষক পালিয়ে যায়। এদিকে পুলিশ ঘটনার প্রকৃত রহস্য অনুসন্ধান করতে মামলটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহন করে ধর্ষককে আটক করতে মরিয়া হয়ে উঠে।

অবশেষে পুলিশ আসামী গ্রেফতার করেত ছন্দবেশ ধারন করে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে থাকে। একপর্যায় জৈন্তাপুর মডেল থানার চৌকাশ পুলিশ অফিসার এস.আই আজিজুর রহমান হাজী বেশ ধারন করে ১৭ আগষ্ট শনিবার দুপুর ৩টায় উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের বালিপাঁড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক রেজওয়ান মিয়া (২৫) কে আটক করে জৈন্তাপুরে থানায় নিয়ে আসে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক আটকের বিষয় নিশ্চিত করে প্রতিবেদককে জানান, ধর্ষক রেজওয়ান ইতোপূর্বে এধরনের ঘটনা করে কারা বরণ করেছে। কারবরন করে বের হয়েই সে আবার এই ধর্ষনের ঘটনাটি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের ঘটনা স্বীকার করে। আগামীকাল রবিবার থাকে আদালতে প্রেরণ করব এবং রিমান্ডের জন্য আবেদন করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

জৈন্তাপুরে হাজী বেশে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

আপডেট : ১২:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯

সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে অভিনব কায়দায় ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

সিলেটের জৈন্তাপুরে চাচা কর্তৃক ভাতীজি অপহরনে করে ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামী দরবস্ত ইউনয়নের শুকইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে নিকট আত্মীয় ভাতীজিকে অপহরন করে নিয়ে দূরবর্তী গ্রামের এক সিএনজি চালকের বাড়ীতে আটকে রেখে একাধিক বার ধর্ষন করে। এঘটনায় সামাজিক ভাবে ধর্ষীতার পিতা বিচার চাইলে ন্যায় বিচার পাননি।

অপরদিকে ধর্ষনের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ধর্ষনের আলামত নষ্ট করেত বিচারের নামে স্থানীয় ইউপি সদস্য সময় ক্ষেপন করেন। অবশেষে ন্যায় বিচার না পেয়ে ভিকটিম বাদী হয়ে ঘটনার ২মাস পর গত ১৭ জুলাই জৈন্তাপুর মডেল থানায় ধর্ষক রেজওয়ানকে প্রধান আসামী করে লিখিত অভিযোগ করে।

পুলিশ ঘটনাটি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং ধর্ষক রেজওয়ার ইতোপূর্বে এধরনের একাধিক ঘটনা করে কারাভোগ করেছে বলে তথ্য বেরিয়ে আসে। কারাভোগ করে বের হওয়ার কিছু দিনের মধ্যে সে নতুন করে নিকত্মীয় ভাতিজিকে অপহরন করে আটকে রেখে ধর্ষন ঘটনা ঘটায়। থানা পুলিশ ১৮ জুলাই ভিটটিমের লিখিত অভিযোগটি মামলা হিসাবে গন্য করে যাহার নং ৮/১০৪।

মামলার প্রকৃতরহস্য অনুসন্ধান ও ধর্ষক রেজওয়ানকে আটকের জন্য পুলিশের একাধিক টিম উপজেলা ভিবিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতিটের পেয়ে চুতুর নারী লোভী ধর্ষক পালিয়ে যায়। এদিকে পুলিশ ঘটনার প্রকৃত রহস্য অনুসন্ধান করতে মামলটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহন করে ধর্ষককে আটক করতে মরিয়া হয়ে উঠে।

অবশেষে পুলিশ আসামী গ্রেফতার করেত ছন্দবেশ ধারন করে বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করতে থাকে। একপর্যায় জৈন্তাপুর মডেল থানার চৌকাশ পুলিশ অফিসার এস.আই আজিজুর রহমান হাজী বেশ ধারন করে ১৭ আগষ্ট শনিবার দুপুর ৩টায় উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের বালিপাঁড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক রেজওয়ান মিয়া (২৫) কে আটক করে জৈন্তাপুরে থানায় নিয়ে আসে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক আটকের বিষয় নিশ্চিত করে প্রতিবেদককে জানান, ধর্ষক রেজওয়ান ইতোপূর্বে এধরনের ঘটনা করে কারা বরণ করেছে। কারবরন করে বের হয়েই সে আবার এই ধর্ষনের ঘটনাটি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষনের ঘটনা স্বীকার করে। আগামীকাল রবিবার থাকে আদালতে প্রেরণ করব এবং রিমান্ডের জন্য আবেদন করা হবে।