নেত্রকোনা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জীবন বাঁচাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোসাদ্দেকের প্রয়োজন ৮ লাখ টাকা

  • আপডেট : ০৭:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
  • ১৯৬

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধিঃ গ্রামের অসহায় এক পরিবারের ছেলে মোসাদ্দেক(২২)। সত্তরের কোটায় বাবার বয়স। বাবা- মা, ছোট একভাইসহ চার সদস্যের পরিবারের একমাত্র ভরসা মোসাদ্দেক।

সরকারি খাস জমিতে বসবাস করেও উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্ন ছিল তার।

অর্থের যোগান নেই, লেখাপড়ার খরচ নেই, তবুও অধম্য ইচ্ছায় নিজের ভাগ্যকে পরিবর্তনের যুদ্ধে মানুষের বাড়ি বাড়ি গিয় টিউশনী করে পরিবারের খরচ যোগানের পাশাপাশি নিজের লেখাপড়া চালিয়ে নেয়ার চেষ্টা ছিল আপ্রান।

জীবন সংগ্রামে নিজের মেধায় প্রাশ্চের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের অনার্স শেষ বর্ষ পর্যন্ত এসে চিকিৎসার অভাবে অকালে ঝরে যাওয়ার আশংকায় গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের কৃষক ফাইজুদ্দিনের ছেলে মোসাদ্দেকের।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কথা হয় তার সাথে।

অসুস্থ্য মোসাদ্দেক জানান, আমার খুবই কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় সুন্দর পৃথিবী আমাকে মেনে নেয়নি। আল্লাহর কাছে দোয়া করবেন এবং আমাকে আর্থিক সহায়তা করবেন। বর্তমানে আমার নাক,মুখ ও কান দিয়ে রক্ত ঝরতে থাকে। আমি বাঁচতে চাই।

সে জানান, শিক্ষা জীবনে ২০০৭ সালে প্রাইমারীতে বৃত্তি, ২০১০ সালে জেএসসিতে টেলেন্টপুলে বৃত্তি , ২০১৩ সালে এস.এস সি তে গোল্ডেন এ প্লাস ও ২০১৫ সালে এইচ.এস সিতে ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করে সে। এরপর ২০১৫-১৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।

মোসাদ্দেক জানান, তার লান্সে ক্রিটিক্যাল সমস্যা হয়েছে। যার দরুন তার লান্স (ফুসফুস) প্রায় পচাত্তর ভাগ ড্যামেজ হয়ে গেছে। ইতিমধ্যে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। জরুরি ভিত্তিতে ব্রংকিও এম্বোলাইজেশন চিকিৎসা করা হলে হয়তো বাঁচার সম্ভাবনা রয়েছে।

সে চিকিৎসার জন্য বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ৩/৪ বছর ঘুরে এদেশের ডাক্তারের পরামর্শে যান পার্শবর্তী দেশ ভারতে।

সেখানে ‘নারায়না সুপার শ্পেশালিটি হাসপাতাল’ এর ৩ জন বিশেষজ্ঞের বোর্ড বসে দ্রুত অপারেশনের জন্য টাকা যোগার করতে বলে তাকে।

মোসাদ্দেকের অসহায় বাবা-মা জানান, সহায়-সম্বল যা ছিলো সবই শেষ। নিজের চোখে এমন সূর্য সন্তানের শারীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে এটা কি কোন বাবা-মা মেনে নিতে পারবে।

আমরা তো হতদরিদ্র তাই অর্থের অভাবে নিজের মৃত্যুপথযাত্রী সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, সমাজহিতৈষী, রাজনৈতিক নেতৃবৃন্ধ, পরোপোকারী, সেবামুলক প্রতিষ্ঠান, সরকারী সাহায্য, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও প্রবাসীদের সহযোগীতা কামনা করছি।

মোসাদ্দেকের অপারেশন করাতে আনুমানিক ৮ লক্ষ টাকার প্রয়োজন।

সাহায্য পাঠাতে মোসাদ্দেকের ঠিকানা শ্রীপুর পৌরসভা, গ্রাম-লোহাগাছ, ওয়ার্ড-৩। সরাসরি তার কাছে যোগাযবা বিকাশে সাহায্য পাঠানোর মোবাইল নাম্বার- ০১৭৬২৩৮২৫৬

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

জীবন বাঁচাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোসাদ্দেকের প্রয়োজন ৮ লাখ টাকা

আপডেট : ০৭:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধিঃ গ্রামের অসহায় এক পরিবারের ছেলে মোসাদ্দেক(২২)। সত্তরের কোটায় বাবার বয়স। বাবা- মা, ছোট একভাইসহ চার সদস্যের পরিবারের একমাত্র ভরসা মোসাদ্দেক।

সরকারি খাস জমিতে বসবাস করেও উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্ন ছিল তার।

অর্থের যোগান নেই, লেখাপড়ার খরচ নেই, তবুও অধম্য ইচ্ছায় নিজের ভাগ্যকে পরিবর্তনের যুদ্ধে মানুষের বাড়ি বাড়ি গিয় টিউশনী করে পরিবারের খরচ যোগানের পাশাপাশি নিজের লেখাপড়া চালিয়ে নেয়ার চেষ্টা ছিল আপ্রান।

জীবন সংগ্রামে নিজের মেধায় প্রাশ্চের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের অনার্স শেষ বর্ষ পর্যন্ত এসে চিকিৎসার অভাবে অকালে ঝরে যাওয়ার আশংকায় গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের কৃষক ফাইজুদ্দিনের ছেলে মোসাদ্দেকের।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কথা হয় তার সাথে।

অসুস্থ্য মোসাদ্দেক জানান, আমার খুবই কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় সুন্দর পৃথিবী আমাকে মেনে নেয়নি। আল্লাহর কাছে দোয়া করবেন এবং আমাকে আর্থিক সহায়তা করবেন। বর্তমানে আমার নাক,মুখ ও কান দিয়ে রক্ত ঝরতে থাকে। আমি বাঁচতে চাই।

সে জানান, শিক্ষা জীবনে ২০০৭ সালে প্রাইমারীতে বৃত্তি, ২০১০ সালে জেএসসিতে টেলেন্টপুলে বৃত্তি , ২০১৩ সালে এস.এস সি তে গোল্ডেন এ প্লাস ও ২০১৫ সালে এইচ.এস সিতে ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করে সে। এরপর ২০১৫-১৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।

মোসাদ্দেক জানান, তার লান্সে ক্রিটিক্যাল সমস্যা হয়েছে। যার দরুন তার লান্স (ফুসফুস) প্রায় পচাত্তর ভাগ ড্যামেজ হয়ে গেছে। ইতিমধ্যে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। জরুরি ভিত্তিতে ব্রংকিও এম্বোলাইজেশন চিকিৎসা করা হলে হয়তো বাঁচার সম্ভাবনা রয়েছে।

সে চিকিৎসার জন্য বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ৩/৪ বছর ঘুরে এদেশের ডাক্তারের পরামর্শে যান পার্শবর্তী দেশ ভারতে।

সেখানে ‘নারায়না সুপার শ্পেশালিটি হাসপাতাল’ এর ৩ জন বিশেষজ্ঞের বোর্ড বসে দ্রুত অপারেশনের জন্য টাকা যোগার করতে বলে তাকে।

মোসাদ্দেকের অসহায় বাবা-মা জানান, সহায়-সম্বল যা ছিলো সবই শেষ। নিজের চোখে এমন সূর্য সন্তানের শারীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে এটা কি কোন বাবা-মা মেনে নিতে পারবে।

আমরা তো হতদরিদ্র তাই অর্থের অভাবে নিজের মৃত্যুপথযাত্রী সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, সমাজহিতৈষী, রাজনৈতিক নেতৃবৃন্ধ, পরোপোকারী, সেবামুলক প্রতিষ্ঠান, সরকারী সাহায্য, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও প্রবাসীদের সহযোগীতা কামনা করছি।

মোসাদ্দেকের অপারেশন করাতে আনুমানিক ৮ লক্ষ টাকার প্রয়োজন।

সাহায্য পাঠাতে মোসাদ্দেকের ঠিকানা শ্রীপুর পৌরসভা, গ্রাম-লোহাগাছ, ওয়ার্ড-৩। সরাসরি তার কাছে যোগাযবা বিকাশে সাহায্য পাঠানোর মোবাইল নাম্বার- ০১৭৬২৩৮২৫৬