নেত্রকোনা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে শুভ বড়দিন উদযাপিত

গাজীপুরের কালীগঞ্জে বুধবার ২৫ ডিসেম্বর সাড়ম্বরে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব যীশু খ্রীষ্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপিত হয়েছে।
সকাল থেকেই কালীগঞ্জের তুমলিয়া সাধু জোহান খ্রীষ্টান পল্লী, নাগরী সেন্ট নিকোলাস, মঠবাড়ী সাধু আগষ্টিন, দড়িপাড়া পবিত্র পরিবার ও রাঙ্গামাটির ধর্মপল্লীতে প্রার্থনা সঙ্গীত, সমবেত প্রার্থনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ উৎস উদযাপিত হয়।
কালীগঞ্জের খ্রীষ্টান পল্লী খ্যাত তুমলিয়ার সাধু জোহান গীর্জায় সকালে সমবেত বিভিন্ন শ্রেণি পেশার যিশু ভক্তরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহাদর্য বিনিময় করেন।
পরে গির্জায় ঘন্টা ধ্বণি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব শুরু হয়। এসময় বর্ণিল সুরের মূর্ছনায় প্রভু যিশু স্মরণে প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়।
নাগরী সেন্ট নিকোলাস গীজার্য় প্রার্থনা সভা পরিচালনা করেন পাল পুরোহিত ফাদার জয়ন্ত গমেজ, তুমলিয়া ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার আলবিন গমেজ ও দড়িপাড়া পবিত্র পরিবারের ফাদার অমল ক্রিষ্টোফার ডি ক্রুজ। বিপুল সংখ্যক যীশু ভক্ত নারী-পুরুষ ও শিশু ধর্মীয় প্রার্থনায় অংশ নিয়ে প্রভু যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন যাপন এবং সকল দেশবাসীর মঙ্গল কামনা করেন।
গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি কেক কেটে উপস্থিত খ্রীষ্ট ভক্তদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আজকের এ উৎসবের মূলমন্ত্র হলো শান্তি ও সম্প্রীতি। কালীগঞ্জে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যুগের পর যুগ বসবাস করছেন। ভবিষ্যতেও এ বন্ধন অটুট থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এড. মাকসুদুল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলি সাদিক, পৌর আওয়ামীলীগের সভাপতি এসএম রবিন হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Type a message…
 

 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

গাজীপুরে শুভ বড়দিন উদযাপিত

আপডেট : ০৬:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
গাজীপুরের কালীগঞ্জে বুধবার ২৫ ডিসেম্বর সাড়ম্বরে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব যীশু খ্রীষ্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপিত হয়েছে।
সকাল থেকেই কালীগঞ্জের তুমলিয়া সাধু জোহান খ্রীষ্টান পল্লী, নাগরী সেন্ট নিকোলাস, মঠবাড়ী সাধু আগষ্টিন, দড়িপাড়া পবিত্র পরিবার ও রাঙ্গামাটির ধর্মপল্লীতে প্রার্থনা সঙ্গীত, সমবেত প্রার্থনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ উৎস উদযাপিত হয়।
কালীগঞ্জের খ্রীষ্টান পল্লী খ্যাত তুমলিয়ার সাধু জোহান গীর্জায় সকালে সমবেত বিভিন্ন শ্রেণি পেশার যিশু ভক্তরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহাদর্য বিনিময় করেন।
পরে গির্জায় ঘন্টা ধ্বণি, সমবেত প্রার্থনা ও প্রচলিত রীতিনীতির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসব শুরু হয়। এসময় বর্ণিল সুরের মূর্ছনায় প্রভু যিশু স্মরণে প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়।
নাগরী সেন্ট নিকোলাস গীজার্য় প্রার্থনা সভা পরিচালনা করেন পাল পুরোহিত ফাদার জয়ন্ত গমেজ, তুমলিয়া ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার আলবিন গমেজ ও দড়িপাড়া পবিত্র পরিবারের ফাদার অমল ক্রিষ্টোফার ডি ক্রুজ। বিপুল সংখ্যক যীশু ভক্ত নারী-পুরুষ ও শিশু ধর্মীয় প্রার্থনায় অংশ নিয়ে প্রভু যিশুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন যাপন এবং সকল দেশবাসীর মঙ্গল কামনা করেন।
গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি কেক কেটে উপস্থিত খ্রীষ্ট ভক্তদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আজকের এ উৎসবের মূলমন্ত্র হলো শান্তি ও সম্প্রীতি। কালীগঞ্জে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যুগের পর যুগ বসবাস করছেন। ভবিষ্যতেও এ বন্ধন অটুট থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এড. মাকসুদুল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলি সাদিক, পৌর আওয়ামীলীগের সভাপতি এসএম রবিন হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Type a message…