নেত্রকোনা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে মিনিস্টার-মাইওয়ান কারখানায় আগুনে ১শ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট : ০১:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৪২৩

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মিনিস্টার-মাইওয়ান কারখানায় আগুনে ১শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন  কারখানার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান রাজ।

আজ ( ১৪ ই সেপ্টেম্বর) শনিবার সকালে কারখানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগুনে কারখানার ভিতরে রক্ষিত বিভিন্ন প্রকারের ফ্রিজ,এলইডি টিভি সহ অন্যান্য মুল্যবান মালামাল পুড়ে গেছে।

এসময় তিনি দাবি করেন, কারখানার ফায়ার সার্টিফিকেট, ভবনের বৈধ কাগজপত্র, পরিবেশ ছাড়পত্রসহ আনুষঙ্গিক যাবতীয় কাগজপত্র রয়েছে। কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কারখানার আগুন নির্বাপনের পর্যাপ্ত সরঞ্জামাদি ছিল।

এসময় তিনি বলেন, যেহেতু ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে, এতে বোঝা যায় আগুনের ভয়াবহতা কত তীব্র ছিল।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

তিনি জানান, আগুন লাগার পর সরকারের বিভিন্ন পর্যায় থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিস, স্থানীয় নেতৃবৃন্দ সবাই তাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বলে। তাই সকলকে ধন্যবাদ এবং সবার প্রতি তজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ক্ষতি পুষিয়ে যাতে আবার কারখানাটি দাঁড় করাতে পারেন সেজন্য সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি জানান, কারখানার ১২৩ কোটি টাকার বীমা রয়েছে, আর এই আগুনে ক্ষতি হয়েছে কমবেশি ১শ কোটি টাকার মতো।

কারখানাটি সংস্কার মেরামত করার জন্য এবং তদন্ত কাজের সুবিধার জন্য আগামী তিনদিন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, কারখানার পরিচালক অর্থ মুজিবুর রহমান, পরিচালক ফ্যাক্টরি অপারেশন হাজী গোলাম মোস্তফা খান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

গাজীপুরে মিনিস্টার-মাইওয়ান কারখানায় আগুনে ১শ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট : ০১:১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মিনিস্টার-মাইওয়ান কারখানায় আগুনে ১শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন  কারখানার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান রাজ।

আজ ( ১৪ ই সেপ্টেম্বর) শনিবার সকালে কারখানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগুনে কারখানার ভিতরে রক্ষিত বিভিন্ন প্রকারের ফ্রিজ,এলইডি টিভি সহ অন্যান্য মুল্যবান মালামাল পুড়ে গেছে।

এসময় তিনি দাবি করেন, কারখানার ফায়ার সার্টিফিকেট, ভবনের বৈধ কাগজপত্র, পরিবেশ ছাড়পত্রসহ আনুষঙ্গিক যাবতীয় কাগজপত্র রয়েছে। কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কারখানার আগুন নির্বাপনের পর্যাপ্ত সরঞ্জামাদি ছিল।

এসময় তিনি বলেন, যেহেতু ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে, এতে বোঝা যায় আগুনের ভয়াবহতা কত তীব্র ছিল।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

তিনি জানান, আগুন লাগার পর সরকারের বিভিন্ন পর্যায় থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিস, স্থানীয় নেতৃবৃন্দ সবাই তাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বলে। তাই সকলকে ধন্যবাদ এবং সবার প্রতি তজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ক্ষতি পুষিয়ে যাতে আবার কারখানাটি দাঁড় করাতে পারেন সেজন্য সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি জানান, কারখানার ১২৩ কোটি টাকার বীমা রয়েছে, আর এই আগুনে ক্ষতি হয়েছে কমবেশি ১শ কোটি টাকার মতো।

কারখানাটি সংস্কার মেরামত করার জন্য এবং তদন্ত কাজের সুবিধার জন্য আগামী তিনদিন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, কারখানার পরিচালক অর্থ মুজিবুর রহমান, পরিচালক ফ্যাক্টরি অপারেশন হাজী গোলাম মোস্তফা খান প্রমুখ।