নেত্রকোনা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে কিশোর নুরুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

  • আপডেট : ০১:০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
  • ২৭২

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কিশোর নুরুল ইসলাম (১৬) হত্যার ঘটনায় “ভাই-ব্রাদার্স”গ্রুপের মূল হোতা রাসেল মিয়াসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বুধবার রাতে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায়ং অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল সরোয়ার-বিন-কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো কিশোরঞ্জের হোসেনপুর উপজেলার সুরাটি গ্রামের বাদল মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নতুন পটকা গ্রামের মনু মিয়ার ছেলে সৌরভ মিয়া (২১), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার জুগনিদাই গ্রামের শামীম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (১৭), গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বনগ্রাম গ্রামের মহসিন সিকদারের ছেলে জোবায়ের হোসেন (১৭), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ী গ্রামের খায়রুল শেখের ছেলে শেখ আমির হামজা (১৯), গাজীপুর মহানগরের জামতলা গ্রামের
আব্দুল ওয়াদুদ পাটোয়ারী ছেলে সুজন পাটোয়ারী (১৭)।

র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল সরোয়ার-বিন-কাশেম জানান,“ভাই-ব্রাদার্স” গ্রুপের প্রধান রাসেল মিয়া এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এ গ্রুপ গঠন করে। ঘটনার দিনে তার নেতৃত্বেই গ্রুপের অন্যান্য সদস্যরা ধারালো চাপাতি নিয়ে ৩ সেপ্টেম্বর গাজীপুর মহানগরের ‘রাজদীঘিরপাড়’গ্রুপের সদস্য নুরুল ইসলামকে আক্রমন করে ভিকটিম নুরুল ইসলামকে নির্মমভাবে হত্যা করে।

তারা ‘তুই’বলাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে সংঘর্ষে এ হত্যাকন্ড ঘটে। গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ৩ টি চাপাতি, ৩ টি চাকু, ৫ টি মোবাইল ফোন ও নগদ ৮,০২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

গাজীপুরে কিশোর নুরুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

আপডেট : ০১:০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯

সামসুল হক জুৃয়েল, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কিশোর নুরুল ইসলাম (১৬) হত্যার ঘটনায় “ভাই-ব্রাদার্স”গ্রুপের মূল হোতা রাসেল মিয়াসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। বুধবার রাতে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায়ং অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল সরোয়ার-বিন-কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো কিশোরঞ্জের হোসেনপুর উপজেলার সুরাটি গ্রামের বাদল মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নতুন পটকা গ্রামের মনু মিয়ার ছেলে সৌরভ মিয়া (২১), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার জুগনিদাই গ্রামের শামীম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (১৭), গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বনগ্রাম গ্রামের মহসিন সিকদারের ছেলে জোবায়ের হোসেন (১৭), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ী গ্রামের খায়রুল শেখের ছেলে শেখ আমির হামজা (১৯), গাজীপুর মহানগরের জামতলা গ্রামের
আব্দুল ওয়াদুদ পাটোয়ারী ছেলে সুজন পাটোয়ারী (১৭)।

র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল সরোয়ার-বিন-কাশেম জানান,“ভাই-ব্রাদার্স” গ্রুপের প্রধান রাসেল মিয়া এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এ গ্রুপ গঠন করে। ঘটনার দিনে তার নেতৃত্বেই গ্রুপের অন্যান্য সদস্যরা ধারালো চাপাতি নিয়ে ৩ সেপ্টেম্বর গাজীপুর মহানগরের ‘রাজদীঘিরপাড়’গ্রুপের সদস্য নুরুল ইসলামকে আক্রমন করে ভিকটিম নুরুল ইসলামকে নির্মমভাবে হত্যা করে।

তারা ‘তুই’বলাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে সংঘর্ষে এ হত্যাকন্ড ঘটে। গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ৩ টি চাপাতি, ৩ টি চাকু, ৫ টি মোবাইল ফোন ও নগদ ৮,০২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে